খোশখবর ডেস্কঃ ২০২৫ সালের ফিজিওলজি বা মেডিসিনে নোবেল পুরস্কার পেলেন মেরি ই. ব্রাঙ্কো, ফ্রেড রামসডেল এবং শিমন সাকাগুচি।এবছর তাদের এই পুরস্কার দেওয়া হয়েছে "পেরিফেরাল ইমিউন টলারেন্স সম্পর্কিত আবিষ্কারের জন্য।" সোমবার সুইডেনের কারোলিনস্কা ইনস্টিটিউটের নোবেল অ্যাসেম্বলি এই ঘোষণা করে। পুরস্কার হিসেবে তাঁরা পাবেন ১ কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনা (প্রায় ১.২ মিলিয়ন মার্কিন ডলার) এবং সুইডেনের রাজা প্রদত্ত সোনার মেডেল।
কিন্তু কি এই “পেরিফেরাল ইমিউন টলারেন্স” বিষয়ে ওই বিজ্ঞানীদের যুগান্তকারী আবিষ্কারটি ঠিক কী? এই কাজের মধ্যে দিয়ে বিজ্ঞানীরা দেখতে চেয়েছেন কীভাবে আমাদের নিজস্ব ইমিউন সিস্টেম শরীরের ক্ষতি করা থেকে রক্ষা করে।
BREAKING NEWS
— The Nobel Prize (@NobelPrize) October 6, 2025
The 2025 #NobelPrize in Physiology or Medicine has been awarded to Mary E. Brunkow, Fred Ramsdell and Shimon Sakaguchi “for their discoveries concerning peripheral immune tolerance.” pic.twitter.com/nhjxJSoZEr
নোবেল বিজয়ীদের নির্বাচন করেন বিভিন্ন প্রতিষ্ঠানের বিশেষজ্ঞ কমিটি। সব পুরস্কার স্টকহোমে প্রদান করা হয়, তবে শান্তিতে নোবেল দেওয়া হয় নরওয়ের অসলোতে। ২০২৪ সালে মেডিসিনে নোবেল পান মার্কিন বিজ্ঞানী ভিক্টর অ্যামব্রোস এবং গ্যারি রুভকুন। তাঁরা মাইক্রোআরএনএ আবিষ্কার করে দেখিয়েছিলেন কীভাবে বহুকোষী প্রাণীরা বৃদ্ধি পায় এবং বিভিন্ন কোষে বিশেষায়িত হয়।
প্রথা অনুযায়ী ফিজিওলজি বা মেডিসিনে প্রথম পুরস্কার ঘোষণার মধ্যে দিয়েই নোবেল মরশুমের সূচনা হয়।এরপর পর্যায়ক্রমে ঘোষণা করা হয় সাহিত্য, শান্তি, রসায়ন, পদার্থবিজ্ঞান ও অর্থনীতির নোবেল পুরস্কার। এক শতাব্দীরও বেশি সময় পরও নোবেল পুরস্কার তার মর্যাদা ও ঐতিহ্য ধরে রেখেছে। প্রতি বছর ১০ ডিসেম্বর, আলফ্রেড নোবেলের মৃত্যুদিনে রাজপরিবারের উপস্থিতিতে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান ও ভোজসভায় এই পুরস্কার প্রদান করা হয়।
পিন্টারেস্টে ‘খোশখবরের’ আশ্চর্য দুনিয়া।ক্লিক করুন এই লিঙ্কে
[ছবি সৌজন্যঃ খোশখবর সাইটে ব্যবহৃত ছবিগুলি নেওয়া হয়েছে পিক্সাবে, আনস্প্ল্যাস, ফ্রিপিক, উইকিমিডিয়া কমন্স, গুগল ফটো সহ বিভিন্ন নিজস্ব সূত্র থেকে]
[ জ্ঞান বা তথ্যের কোনও কপিরাইট হয় বলে আমরা মনে করি না। পৃথিবীর বুকে প্রকাশিত অগুনতি বই, লাইব্রেরিতে ঠাসা সমুদ্র সমান জ্ঞান, অন্তর্জালে ছড়িয়ে থাকা আকাশ সমান তথ্য থেকে দু-একটি তুলে এনে পাঠকদের সামনে রাখাই এই ব্লগসাইটের কাজ। তবে জ্ঞানত কোনও ভুল,বিকৃত বা অন্ধ ভাবনার তথ্য প্রকাশ করবে না ‘খোশখবর’।]
0 মন্তব্যসমূহ