একনজরে

10/recent/ticker-posts

Nobel Prize In Physics 2025 কোয়ান্টাম মেকানিক্সে যুগান্তকারী আবিষ্কারের স্বীকৃতি, পদার্থবিজ্ঞানে নোবেল তিন বিজ্ঞানীর


খোশখবর ডেস্কঃ কোয়ান্টাম মেকানিক্সে যুগান্তকারী আবিষ্কারের স্বীকৃতি হিসেবে ২০২৫ সালের পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেলেন জন ক্লার্ক, মিশেল দ্যভোরে এবং জন মার্টিনিস।মঙ্গলবার রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস বা নোবেল কমিটি তাদের ঘোষণায় জানিয়েছে এ বছরের নোবেলজয়ী তিন বিজ্ঞানী এমন এক বৈদ্যুতিক সার্কিটে পরীক্ষা চালান, যেখানে তাঁরা হাতের মুঠোয় ধরা যায় এমন আকারের সিস্টেমে কোয়ান্টাম টানেলিং ও শক্তির কুয়ান্টাইজেশন উভয়ই প্রমাণ করতে সক্ষম হন।

১৯৮৪ ও ১৯৮৫ সালে জন ক্লার্ক, মিশেল এইচ. দ্যভোরে এবং জন এম. মার্টিনিস সুপারকন্ডাক্টর উপাদানে তৈরি একটি ইলেকট্রনিক সার্কিটে একাধিক পরীক্ষা চালান। আসলে ডিজিটাল প্রযুক্তির ভিত্তিই হল কোয়ান্টাম মেকানিক্স। কম্পিউটার মাইক্রোচিপের ট্রানজিস্টর কোয়ান্টাম প্রযুক্তিরই এক বড় উদাহরণ। বলা হচ্ছে কোয়ান্টাম কম্পিউটিংয়ে নতুন দিগন্ত খুলে দিয়েছে এই তিন নোবেল জয়ীর গবেষণা। আর সেই কারণেই তাঁদের সম্মান জানিয়েছে নোবেল কমিটি।

এই তিন বিজ্ঞানীই এইমুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রে কর্মরত। রয়্যাল সুইডিশ অ্যাকাডেমির দেওয়া এই পুরস্কারের অর্থমূল্য ১১ মিলিয়ন সুইডিশ ক্রোনা (প্রায় ১.২ মিলিয়ন মার্কিন ডলার) যা তিন বিজয়ীর মধ্যে ভাগ করে দেওয়া হবে।

গত বছর পদার্থবিজ্ঞানে এই পুরস্কার পান মার্কিন বিজ্ঞানী জন হপফিল্ড এবং ব্রিটিশ-কানাডীয় জিওফ্রি হিনটন।তাঁদের মেশিন লার্নিংয়ে গবেষণা কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) উত্থানে পথ দেখায়। যদিও তাঁরা নিজেরাই এ প্রযুক্তির সম্ভাব্য বিপদ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

নোবেল পুরস্কার প্রবর্তন করেন ডিনামাইটের উদ্ভাবক আলফ্রেড নোবেল।মাঝে মাঝে সামান্য বিরতি ঘটলেও ১৯০১ সাল থেকে প্রতি বছর বিজ্ঞান, সাহিত্য ও শান্তিতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার প্রদান করা হয়।অর্থনীতিতে পুরস্কারটি পরে যুক্ত হয়।

ফি বছর ১০ ডিসেম্বর আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকীতে স্টকহোমে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে বিজ্ঞান, সাহিত্য ও অর্থনীতিতে নোবেল বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সুইডেনের রাজা।তবে শান্তিতে নোবেল পুরস্কার, যা ওসলোতে আলাদা অনুষ্ঠানে প্রদান করা হয়।

তথ্যঃ nobelprize.org ও ndtv.com

ছবিঃ এক্স 

পিন্টারেস্টে ‘খোশখবরের’ আশ্চর্য দুনিয়া।ক্লিক করুন এই লিঙ্কে


[ছবি সৌজন্যঃ খোশখবর সাইটে ব্যবহৃত ছবিগুলি নেওয়া হয়েছে পিক্সাবে, আনস্প্ল্যাস, ফ্রিপিক, উইকিমিডিয়া কমন্স, গুগল ফটো সহ বিভিন্ন নিজস্ব সূত্র থেকে]

[ জ্ঞান বা তথ্যের কোনও কপিরাইট হয় বলে আমরা মনে করি না। পৃথিবীর বুকে প্রকাশিত অগুনতি বই, লাইব্রেরিতে ঠাসা সমুদ্র সমান জ্ঞান, অন্তর্জালে ছড়িয়ে থাকা আকাশ সমান তথ্য থেকে দু-একটি তুলে এনে পাঠকদের সামনে রাখাই এই ব্লগসাইটের কাজ। তবে জ্ঞানত কোনও ভুল,বিকৃত বা অন্ধ ভাবনার তথ্য প্রকাশ করবে না ‘খোশখবর’।]  

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code