একনজরে

10/recent/ticker-posts

কত ছবি এঁকেছেন পাবলো পিকাসো?



খোশখবর ডেস্কঃ পাবলো ডিয়াগো জোস ফ্রান্সিস্কো ডে পাওলা জুয়ান নেপোমুসেনো ক্রিসপিন ক্রিসপিয়ানো ডি লা সান্টিসিমা ত্রিনিদাদ রুইজ ওয়াই পিকাসো।চিনতে পারছেন না বোধ হয়। এত বড় নামের অধিকারি ব্যক্তিটি গোটা পৃথিবীতে পাবলো পিকাসো নামেই পরিচিত । রুইজ ছিল তাঁর পিতার পদবী এবং পিকাসো ছিল তার মায়ের পদবী। ছেলেবেলায় তাকে পাবলো রুইজ ডাকা হত। বড় হয়ে তিনি মায়ের পদবি গ্রহণ করেন এবং নিজের নাম রাখেন পাবলো পিকাসো। এই নামেই আজ তিনি জগদ্বিখ্যাত। কত ছবি এঁকেছিলেন পিকাসো?এককথায় অগুনতি।তাঁর মতো বিপুল পরিমানে আঁকার কাজ আর কেউ করেন নি। তথ্য বলছে ৭৮ বছর বয়সের জীবনকালে পিকাসো একেছেন ১৩৫০০টি ছবি। শুধু তাই নয় পিকাসো গোটা জীবনে প্রায় ১৫০০ টি ক্যানভাস, ১০০০০ লিথোপ্রিন্ট এবং ৩৫০০০ ছোট ছোট স্কেচ আঁকেন। তবে এখানেই শেষ নয়।প্রায় ৩০০টি সিরামিক ও মাটির ভাস্কর্যও নির্মাণ করেন তিনি।
পাবলো পিকাসো ১৮৮১ সালের ২৫শে অক্টোবর স্পেনের কাতালান প্রদেশের মালাগায় জন্মগ্রহণ করেন। ১৯৭৩ সালের ৮ই এপ্রিল ফ্রান্সের মুগা শহরে তাঁর জীবনাবসান ঘটে। বিশ্ব শান্তির প্রতীক হিসেবে তিনিই প্রথম প্যারিসে অনুষ্ঠিত দ্বিতীয় শান্তি সম্মেলনে লিথোগ্রাফে সাদা পায়রার ছবি আঁকেন।


তথ্যসংগ্রহ- থ্রি সিক্সটি ফাইভ আমেজিং অ্যানসার, অ্যাপেল পাবলিশিং,উইকিপিডিয়া 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ