একনজরে

10/recent/ticker-posts

Babasaheb Ambedkar Quotes আম্বেদকরের কিছু উক্তি যা আমাদের প্রতিদিনের পথ চলতে শেখায়


আম্বেদকরকে ১৯৯০ সালে মরণোত্তর ভারতরত্ন সম্মানে ভূষিত করা হয়। তিনি ছিলেন ভারতের প্রথম আইনমন্ত্রী, ভারতীয় সংবিধানের মুখ্য স্থপতি।

খোশখবর ডেস্কঃ ডক্টর ভীমরাও রামজি আম্বেদকরের জন্ম ১৪ই এপ্রিল ১৮৯১। তিনি একাধারে ছিলেন দার্শনিক, চিন্তাবিদ, নৃতত্ত্ববিদ, ঐতিহাসিক, বিশিষ্ট লেখক, অর্থনীতিবিদ ও ভারতের সংবিধানের রূপকার। তাঁকে বলা হয় বিংশ শতাব্দীর মহান সমাজ সংস্কারক, অবিসংবাদী নেতা এবং সর্বকালের সর্বদেশের সকল নিপীড়িত মানুষের প্রতিবাদের প্রতীক। ২০১২ সালে ভারতে আয়োজিত একটি টেলিভিশন অনুষ্ঠানে তিনি 'শ্রেষ্ঠ ভারতীয়' হিসেবে নির্বাচিত হন। আম্বেদকর সারাটা জীবন সামাজিক বৈষম্যতার বিরুদ্ধে যুদ্ধ করে গেছেন। আম্বেদকরকে ১৯৯০ সালে মরণোত্তর ভারতরত্ন সম্মানে ভূষিত করা হয়। তিনি ছিলেন ভারতের প্রথম আইনমন্ত্রী, ভারতীয় সংবিধানের মুখ্য স্থপতি।


তাঁর মৃত্যু হয় ৬ই ডিসেম্বর ১৯৫৬ সালে। সেন্ট্রাল মুম্বাইয়ের শিবাজী পার্ক সংলগ্ন স্থানে ডঃ আম্বেদকরকে সমাধিস্থ করা হয়। প্রতিবছর এইদিনে এখানে দলিত সম্প্রদায়ের মানুষ হাজারে হাজারে সমবেত হন। দলিতরা তাঁকে ভালোবেসে ‘বাবা সাহেব’ বলে ডাকেন। আজ পড়ে নিই আম্বেদকরের কিছু উক্তি যা আমাদের প্রতিদিনের পথ চলতে শেখায়।


ভীমরাও রামজি আম্বেদকরের কিছু উক্তি


আমি এমন ধর্মকে মানি যে স্বাধীনতা, সাম্য এবং ভাতৃত্ববোধ শেখায়। - ভীমরাও রামজি আম্বেদকর


ধর্ম এবং দাসত্ব এক সঙ্গে চলতে পারে না।- ভীমরাও রামজি আম্বেদকর


আমরা ভারতীয়, এটাই প্রথম এবং শেষ কথা।- ভীমরাও রামজি আম্বেদকর


একটা সুরক্ষিত সীমান্তের চেয়ে সুরক্ষিত সেনা অনেক বেশি কার্যকর।- ভীমরাও রামজি আম্বেদকর


গণতন্ত্র শুধুমাত্র সরকার গঠনের একটা হাতিয়ার নয়। এর প্রধান ভূমিকা হল বিভিন্ন ভাবনার এক সঙ্গে সহাবস্থান, একে অপরের প্রতি সম্মান ও সম্ভ্রম দেখানো। - ভীমরাও রামজি আম্বেদকর


নাগরিক সমাজের জন্য আইন ব্যবস্থা ওষুধের মতো। নাগরিক সমাজ অসুস্থ হলে ওষুধ প্রয়োগ করতেই হবে।- ভীমরাও রামজি আম্বেদকর


স্বামী-স্ত্রীর সম্পর্ক খুব কাছের বন্ধুর মতো হওয়া উচিত।- ভীমরাও রামজি আম্বেদকর


সমাজে নারীদের অগ্রগতি কতটা হয়েছে তার বিচার করেই একটি জাতির অগ্রগতি বিচার করা উচিত।- ভীমরাও রামজি আম্বেদকর



জীবন দীর্ঘ হওয়ার চেয়ে মহত হওয়া উচিত।- ভীমরাও রামজি আম্বেদকর


আমি যদি দেখি, সংবিধানের অপব্যবহার হচ্ছে, তাহলে আমিই প্রথম তা পুড়িয়ে দেব।- ভীমরাও রামজি আম্বেদকর


মানুষের অস্তিত্ব রক্ষার জন্য মনের উন্নতিসাধনই হল প্রকৃত লক্ষ্য।- ভীমরাও রামজি আম্বেদকর


উদাসীনতা হল মানুষের জন্য সবচেয়ে খারাপ অসুখ।- ভীমরাও রামজি আম্বেদকর


সাম্যের ধারণা কাল্পনিক হতে পারে, তবুও পরিচালনার নীতি হিসাবে এটিকেই মেনে নিতে হবে।- ভীমরাও রামজি আম্বেদকর


যতক্ষণ পর্যন্ত আপনি সামাজিক স্বাধীনতা অর্জন করতে পারবেন না, তত ক্ষণ পর্যন্ত আইন দ্বারা প্রাপ্ত স্বাধীনতা আপনার কোনও কাজে আসবে না।- ভীমরাও রামজি আম্বেদকর

তথ্য সহায়তাঃ www.uktikhata.blogspot.com


[ছবি সৌজন্যঃ খোশখবর সাইটে ব্যবহৃত ছবিগুলি নেওয়া হয়েছে পিক্সাবে, আনস্প্ল্যাস, ফ্রিপিক, উইকিমিডিয়া কমন্স, গুগল ফটো সহ বিভিন্ন নিজস্ব সূত্র থেকে]

[ জ্ঞান বা তথ্যের কোনও কপিরাইট হয় বলে আমরা মনে করি না। পৃথিবীর বুকে প্রকাশিত অগুনতি বই, লাইব্রেরিতে ঠাসা সমুদ্র সমান জ্ঞান, অন্তর্জালে ছড়িয়ে থাকা আকাশ সমান তথ্য থেকে দু-একটি তুলে এনে পাঠকদের সামনে রাখাই এই ব্লগসাইটের কাজ।তবে জ্ঞানত কোনও ভুল,বিকৃত বা অন্ধ ভাবনার তথ্য প্রকাশ করবে না ‘খোশখবর’।] 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ