ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম হিসেবে ইউটিউবের জনপ্রিয়তার কোনও জুড়ি নেই
খোশখবর ডেস্কঃ ডেইলি মোশন, ভিমিওর মত প্ল্যাটফর্ম থাকলেও ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম হিসেবে ইউটিউবের জনপ্রিয়তার কোনও জুড়ি নেই।একজন স্মার্টফোন ব্যবহারকারী সারাদিনে কোনও না কোনও ভাবে ইউটিউব দেখছেন না এমনটা প্রায় হয়ই না।কোনও কিছু প্রচারের জন্য ইউটিউব যেমন জনপ্রিয় প্ল্যাটফর্ম তেমনই অনেকেই এখন ইউটিউবার হওয়াকেই বেছে নিচ্ছেন পেশা হিসেবে, তৈরি করছেন চ্যানেল।একটা চ্যানেলে যত ফলোয়ার বাড়বে ততই লাভ সেই চ্যানেলটির।ফলে ইউটিউবে কোন চ্যানেলে ফলোয়ারের সংখ্যা কত সেটা একটা চর্চার বিষয়।পৃথিবীজুড়ে বহু চ্যানেল আছে যাদের ফলোয়ারের সংখ্যা কয়েক লক্ষ। তবে ইউটিউবে সর্বাধিক ফলোয়ার পাওয়া চ্যানেলের প্রথমেই রয়েছে একটি ভারতীয় মিউজিক কোম্পানি।
আরও পড়ুনঃসবচেয়ে বেশি ট্রাফিক, বিশ্বের সেরা ২৫ ওয়েবসাইট
ইউটিউবে সর্বাধিক ফলোয়ার সহ চ্যানেল
বর্তমানে ইউটিউবে সর্বাধিক ফলোয়ার যুক্ত চ্যানেলটি হল বলিউড মিউজিক চ্যানেল টি-সিরিজ।ইউটিউবে এই চ্যানেলের ফলোয়ার সংখ্যা ২৩৪ মিলিয়ন (১ মিলিয়ন = ১০লক্ষ)।২০১৮ সালে বিনোদন চ্যানেল PewDiePieকে পিছনে ফেলে (এখন যার ফলোয়ার ১১১ মিলিয়ন) ১ নম্বরে চলে আসে। এর পরেই রয়েছে এন্টারটেনমেন্ট ক্রিয়েটর মিস্টারবিস্ট, যার ফলোয়ার সংখ্যা ১৭৯ মিলিয়ন।তৃতীয় স্থানে আছে বাচ্চাদের বিষয় নিয়ে তৈরি হওয়া চ্যানেল কোকোমেলন। যার ফলোয়ার সংখ্যা ১৬৪ মিলিয়নের বেশি।
ইউটিউবে সর্বাধিক ফলোয়ার সহ চ্যানেল
বর্তমানে ইউটিউবে সর্বাধিক ফলোয়ার যুক্ত চ্যানেলটি হল বলিউড মিউজিক চ্যানেল টি-সিরিজ।ইউটিউবে এই চ্যানেলের ফলোয়ার সংখ্যা ২৩৪ মিলিয়ন (১ মিলিয়ন = ১০লক্ষ)।২০১৮ সালে বিনোদন চ্যানেল PewDiePieকে পিছনে ফেলে (এখন যার ফলোয়ার ১১১ মিলিয়ন) ১ নম্বরে চলে আসে। এর পরেই রয়েছে এন্টারটেনমেন্ট ক্রিয়েটর মিস্টারবিস্ট, যার ফলোয়ার সংখ্যা ১৭৯ মিলিয়ন।তৃতীয় স্থানে আছে বাচ্চাদের বিষয় নিয়ে তৈরি হওয়া চ্যানেল কোকোমেলন। যার ফলোয়ার সংখ্যা ১৬৪ মিলিয়নের বেশি।
আরও পড়ুনঃ গড়লেন বিশ্বরেকর্ড,ইউটিউবে সবচেয়ে বেশী স্ট্রিমিং অলকা ইয়াগনিকের গান
সর্বাধিক ফলোয়ারের ইউটিউব চ্যানেল / (ফলোয়ার ২৮ আগস্ট, ২০২৩ পর্যন্ত)
সর্বাধিক ফলোয়ারের ইউটিউব চ্যানেল / (ফলোয়ার ২৮ আগস্ট, ২০২৩ পর্যন্ত)
টি-সিরিজ - ২৪৮ মিলিয়ন
মিস্টার বিস্ট – ১৭৯ মিলিয়ন
কোকোমেলন – ১৬৪ মিলিয়ন
সেট ইন্ডিয়া – ১৬১ মিলিয়ন
কিডস ডায়ানা শো – ১১৩ মিলিয়ন
পিউ ডাই পি - ১১১ মিলিয়ন
লাইক নাস্তো - ১০৭ মিলিয়ন
ভ্লাদ এবং নিকি - ১০০ মিলিয়ন
তথ্যঃ statista
[ছবি সৌজন্যঃ খোশখবর সাইটে ব্যবহৃত ছবিগুলি নেওয়া হয়েছে পিক্সাবে, আনস্প্ল্যাস, ফ্রিপিক, উইকিমিডিয়া কমন্স, গুগল ফটো সহ বিভিন্ন নিজস্ব সূত্র থেকে]
[ জ্ঞান বা তথ্যের কোনও কপিরাইট হয় বলে আমরা মনে করি না। পৃথিবীর বুকে প্রকাশিত অগুনতি বই, লাইব্রেরিতে ঠাসা সমুদ্র সমান জ্ঞান, অন্তর্জালে ছড়িয়ে থাকা আকাশ সমান তথ্য থেকে দু-একটি তুলে এনে পাঠকদের সামনে রাখাই এই ব্লগসাইটের কাজ। তবে জ্ঞানত কোনও ভুল,বিকৃত বা অন্ধ ভাবনার তথ্য প্রকাশ করবে না ‘খোশখবর’।]
0 মন্তব্যসমূহ