একনজরে

10/recent/ticker-posts

গুগলের ‘ল্যামডা’ চ্যাটবটের কী মানুষের মত 'চেতনা' আছে?

 

  টুকরো তথ্য - গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন রোবট বা চ্যাটবট ল্যামডা মানুষের মতো আচরণ করতে শুরু করেছে এমন দাবি করায় চাকরি গেল সফটওয়ার ইঞ্জিনিয়ারের। গত জুন মাসে গুগলের অ্যার্টিফিসিয়াল ইন্টালিজেন্স বিভাগে কর্মরত ব্লেক ল্যাময়েন দাবি করেন যে এই চ্যাটবটের মানুষের মত অনুভব ক্ষমতা আছে। এরপরই আলোড়ন পড়ে যায় বিশ্বজুড়ে। নড়েচড়ে বসে গুগল। এক বিবৃতিতে গুগল দাবি করেছে দ্য ল্যাঙ্গুয়েজ মডেল ফর ডায়ালগ অ্যাপলিকেশন বা লামডা নিয়ে ব্লেক ল্যাময়েনের দাবি সম্পূর্ণ ভিত্তিহীন। তাঁর দাবি যাচাই করতে কোম্পানি বেশ কয়েক মাস কাজ করেছে। কিন্তু ওই সফটওয়ার ইঞ্জিনিয়ারকে বোঝানো সম্ভব হয়নি। তাই তাঁকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।(খোশখবর)   

[জ্ঞান বা তথ্যের কোনও কপিরাইট হয় বলে আমরা মনে করি না। পৃথিবীর বুকে প্রকাশিত অগুনতি বই, লাইব্রেরিতে ঠাসা সমুদ্র সমান জ্ঞান,অন্তর্জালে ছড়িয়ে থাকা আকাশ সমান তথ্য থেকে দু-একটি তুলে এনে পাঠকদের সামনে রাখাই এই ব্লগসাইটের কাজ।তবে  জ্ঞানত কোনও ভুল,বিকৃত বা অন্ধ ভাবনার তথ্য প্রকাশ করবে না ‘খোশখবর’।]               


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ