একনজরে

10/recent/ticker-posts

‘ধর্মপুত্র-যুধিষ্ঠির’, ‘অকাল কুষ্মাণ্ড’ এই প্রবাদগুলো কোথা থেকে এল?


খোশখবর ডেস্কঃ অনেককাল আগে থেকেই বাংলা জুড়ে চালু আছে নানা প্রবাদ-প্রবচন। মানুষের প্রতিদিনের জীবনযাত্রা, মেলামেশা, ধর্মপালন,এগিয়েচলা এসবের সঙ্গেই মিশে আছে এসব। এই প্রবাদ-প্রবচন গুলোর উৎসও ভিন্ন ভিন্ন। এর মধ্যে জীবন থেকে নেওয়া ঘটনাবলী যেমন আছে তেমনই আছে নানা পৌরাণিক ও ঐতিহাসিক কাহিনীও।

‘ধর্মপুত্র-যুধিষ্ঠির’ – কথাটা এখন কারোর সততা নিয়ে প্রশ্ন তুলে ব্যাঙ্গার্থে ব্যবহার করা হয়। কিন্তু এমন প্রবাদ এল কোথা থেকে ? এর পেছনে আছে সেই পৌরাণিক কাহিনী। মহাভারতে আছে যে কুন্তীর গর্ভে শত শৃঙ্গ পর্বতে ধর্মের ঔরসে জন্ম হয়েছিল জ্যেষ্ঠপাণ্ডব যুধিষ্ঠিরের । তাই যুধিষ্ঠিরের পরিচয় ‘ধর্মপুত্র’ হিসেবে।

অন্যদিকে কৌরবাধিপতি ধৃতরাষ্ট্রের পত্নী গান্ধারী অসময়ে একটি ‘কুষ্মাণ্ড’ আকৃতির মাংসপিণ্ড প্রসব করেন। আর এখান থেকেই শতপুত্রের জন্ম হয়। আর এই শতপুত্রের কর্মেই ধ্বংস হয়ে যায় কুরুবংস। এইজন্য বলা হয় ‘অকাল কুষ্মাণ্ড’।
 
সংগ্রহসূত্র – বাংলা প্রবাদে স্থান-কাল-পাত্র, বরুণকুমার চক্রবর্তী

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code