‘ধর্মপুত্র-যুধিষ্ঠির’ – কথাটা এখন কারোর সততা নিয়ে প্রশ্ন তুলে ব্যাঙ্গার্থে ব্যবহার করা হয়। কিন্তু এমন প্রবাদ এল কোথা থেকে ? এর পেছনে আছে সেই পৌরাণিক কাহিনী। মহাভারতে আছে যে কুন্তীর গর্ভে শত শৃঙ্গ পর্বতে ধর্মের ঔরসে জন্ম হয়েছিল জ্যেষ্ঠপাণ্ডব যুধিষ্ঠিরের । তাই যুধিষ্ঠিরের পরিচয় ‘ধর্মপুত্র’ হিসেবে।
অন্যদিকে কৌরবাধিপতি ধৃতরাষ্ট্রের পত্নী গান্ধারী অসময়ে একটি ‘কুষ্মাণ্ড’ আকৃতির মাংসপিণ্ড প্রসব করেন। আর এখান থেকেই শতপুত্রের জন্ম হয়। আর এই শতপুত্রের কর্মেই ধ্বংস হয়ে যায় কুরুবংস। এইজন্য বলা হয় ‘অকাল কুষ্মাণ্ড’।
সংগ্রহসূত্র – বাংলা প্রবাদে স্থান-কাল-পাত্র, বরুণকুমার চক্রবর্তী
0 মন্তব্যসমূহ