কৃত্রিম বৃষ্টির চেষ্টা কীভাবে?
প্রকৃতিতে নকল মেঘ সৃষ্টি করে তাকে বৃষ্টিপাতের উপযোগী অবস্থায় নিয়ে আসাই হল সংঘটিত কৃত্রিম বৃষ্টিপাত। হিন্দুস্থান টাইমসের তথ্য অনুসারে মঙ্গলবার পরীক্ষা বিমান থেকে স্বল্প পরিমাণে সিলভার আয়োডাইড ও সোডিয়াম ক্লোরাইডের মিশ্রণ ছাড়া হয় বাতাসে, যা মেঘে বিক্রিয়া ঘটিয়ে বৃষ্টি সৃষ্টি কথা ছিল।এজন্য একটি সেসনা (Cessna) বিমান ব্যবহার করা হয়।দুটি ক্লাউড সিডিং (cloud seeding)পরীক্ষা চালানো হয়।কানপুর ও মেরঠ থেকে উড়ে আসা দুটি বিমান এই ক্লাউড সিডিং-এর কাজটি করে।
কেন নামল না বৃষ্টি?
মঙ্গলবার রাজধানীতে দুটি ক্লাউড সিডিং (cloud seeding)পরীক্ষা চালানো হয়।একটি দুপুরে ও আরেকটি সন্ধ্যায়,এই দুটি ফ্লাইট এর মাধ্যমে মোট প্রায় ১৪টি ফ্লেয়ার নিক্ষেপ করা হয়েছিল, কিন্তু তাতে কোনো বৃষ্টি হয়নি। দিল্লি সরকারের রিপোর্টে বলা হয়েছে, ভারতীয় আবহাওয়া দফতরের (IMD) পূর্বাভাস অনুযায়ী, ওই সময়ে বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল মাত্র ১০–১৫% — যা ক্লাউড সিডিংয়ের জন্য উপযুক্ত নয়।আইআইটি কানপুরের পরিচালক মনীন্দ্র আগরওয়ালও একই সংবাদমাধ্যমের কাছে একই মত প্রকাশ করেছেন।তবে দিল্লি সরকারের রিপোর্ট অনুসারে বড় মাপের বৃষ্টি না হলেও ক্লাউড সিডিংয়ের ফলে দূষণ সূচকে কিছুটা উন্নতি দেখা গেছে।
পিন্টারেস্টে ‘খোশখবরের’ আশ্চর্য দুনিয়া।ক্লিক করুন এই লিঙ্কে
[ছবি সৌজন্যঃ খোশখবর সাইটে ব্যবহৃত ছবিগুলি নেওয়া হয়েছে পিক্সাবে, আনস্প্ল্যাস, ফ্রিপিক, উইকিমিডিয়া কমন্স, গুগল ফটো সহ বিভিন্ন নিজস্ব সূত্র থেকে]
[ জ্ঞান বা তথ্যের কোনও কপিরাইট হয় বলে আমরা মনে করি না। পৃথিবীর বুকে প্রকাশিত অগুনতি বই, লাইব্রেরিতে ঠাসা সমুদ্র সমান জ্ঞান, অন্তর্জালে ছড়িয়ে থাকা আকাশ সমান তথ্য থেকে দু-একটি তুলে এনে পাঠকদের সামনে রাখাই এই ব্লগসাইটের কাজ। তবে জ্ঞানত কোনও ভুল,বিকৃত বা অন্ধ ভাবনার তথ্য প্রকাশ করবে না ‘খোশখবর’।]

0 মন্তব্যসমূহ