একনজরে

10/recent/ticker-posts

Nobel in Economics 2025 অর্থনীতিতে নোবেল, কারা পেলেন? কারণ জানলে অবাক হবেন


খোশখবর ডেস্কঃ ২০২৫ সালে অর্থনীতিতে নোবেল পেয়েছেন তিন অর্থনীতিবিদ জোয়েল মকির, ফিলিপ আগিয়ন ও পিটার হাওইট।‘উদ্ভাবন-নির্ভর অর্থনৈতিক বৃদ্ধি’র ব্যাখ্যা প্রদান বা ‘প্রযুক্তি চালিত অর্থনৈতিক বৃদ্ধি’ ব্যাখ্যা দেওয়ার জন্য তাঁদের এই পুরস্কার দেওয়া হয়েছে বলে জানিয়েছে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস।

এক বিবৃতিতে পুরস্কার কমিটি এর ব্যাখ্যা দিতে গিয়ে জানিয়েছে, “ এবারের পুরস্কারপ্রাপ্তরা আমাদের শিখিয়েছেন যে স্থায়ী বৃদ্ধি কখনও স্বয়ংক্রিয়ভাবে ঘটে না। মানব ইতিহাসের অধিকাংশ সময়েই অর্থনৈতিক স্থবিরতাই ছিল স্বাভাবিক অবস্থা। তাঁদের কাজ আমাদের দেখায় যে ধারাবাহিক বৃদ্ধি বজায় রাখতে হলে আমাদের বিপদ ও সমস্যাগুলো সম্পর্কে সচেতন থাকতে হবে এবং সেগুলোর মোকাবিলা করতে হবে।
সোজা কথা হল নতুন প্রযুক্তি এসে কিছু মানুষের চাকরি বা কর্মসংস্থান কেড়ে নিয়েছে ঠিকই তবে সেই উদ্ভাবনের হাত ধরেই এসেছে নতুন অর্থনৈতিক বৃদ্ধি যা বিশ্বজুড়ে কোটি কোটি মানুষকে দারিদ্র্য থেকে মুক্তি দিয়েছে।সেটাই সময়ের সঙ্গে আমাদের সকলের জীবনযাত্রার মান, স্বাস্থ্য পরিষেবা ও সমৃদ্ধির ভিত্তি স্থাপন করেছে।

গত সপ্তাহে চিকিৎসাবিজ্ঞান, পদার্থবিজ্ঞান, রসায়ন, শান্তি ও সাহিত্য বিভাগে নোবেল পুরস্কার ঘোষণা করা হয়েছে।এই পাঁচটি পুরস্কার সুইডিশ বিজ্ঞানী ও ডিনামাইটের উদ্ভাবক আলফ্রেড নোবেল–এর উইল অনুযায়ী ১৯০১ সাল থেকে দেওয়া হচ্ছে। মাঝে কেবল বিশ্বযুদ্ধের সময় এই পুরস্কার দেওয়ায় কিছু বিরতি ঘটেছিল।

যদিও অর্থনীতিতে নোবেলের এই মর্যাদাপূর্ণ পুরস্কারটির আনুষ্ঠানিক নাম “ স্ভেরিজেস রিক্সব্যাংক প্রাইজ ইন ইকনমিক সায়েন্সেস ইন মেমোরি অব আলফ্রেড নোবেল”, যা প্রতি বছর দেওয়া নোবেল পুরস্কারগুলোর মধ্যে সর্বশেষে ঘোষণা করা করা হয়। ১৯৬৮ সালে, সুইডেনের কেন্দ্রীয় ব্যাংক স্ভেরিজেস রিক্সব্যাংক (Sveriges Riksbank) আলফ্রেড নোবেলের স্মরণে অর্থনীতিতে Sveriges Riksbank পুরস্কার চালু করে।

অর্থনীতিতে প্রথম পুরস্কার ১৯৬৯ সালে রাগনার ফ্রিশ এবং জ্যান টিনবার্গেনকে প্রদান করা হয়।১৯০১ সাল থেকে প্রদত্ত নোবেল পুরষ্কারের নীতি অনুসারে অর্থনৈতিক বিজ্ঞানের এই পুরষ্কার সুইডেনের স্টকহোমে অবস্থিত রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্সেস কর্তৃক প্রদান করা হয়।

                  পিন্টারেস্টে ‘খোশখবরের’ আশ্চর্য দুনিয়া।ক্লিক করুন এই লিঙ্কে


[ছবি সৌজন্যঃ খোশখবর সাইটে ব্যবহৃত ছবিগুলি নেওয়া হয়েছে পিক্সাবে, আনস্প্ল্যাস, ফ্রিপিক, উইকিমিডিয়া কমন্স, গুগল ফটো সহ বিভিন্ন নিজস্ব সূত্র থেকে]

[ জ্ঞান বা তথ্যের কোনও কপিরাইট হয় বলে আমরা মনে করি না। পৃথিবীর বুকে প্রকাশিত অগুনতি বই, লাইব্রেরিতে ঠাসা সমুদ্র সমান জ্ঞান, অন্তর্জালে ছড়িয়ে থাকা আকাশ সমান তথ্য থেকে দু-একটি তুলে এনে পাঠকদের সামনে রাখাই এই ব্লগসাইটের কাজ। তবে জ্ঞানত কোনও ভুল,বিকৃত বা অন্ধ ভাবনার তথ্য প্রকাশ করবে না ‘খোশখবর’।] 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code