একনজরে

10/recent/ticker-posts

Nobel in Economics সেভরিজেস রিক্সব্যাংক প্রাইজ ইন ইকনমিক সায়েন্সেস-কেই অর্থনীতির নোবেল বলে কেন?


খোশখবর ডেস্কঃ ‘উদ্ভাবন-নির্ভর অর্থনৈতিক বৃদ্ধি’র ব্যাখ্যা দিয়ে এই বছর( ২০২৫) অর্থনীতিতে নোবেল পেয়েছেন তিন অর্থনীতিবিদ জোয়েল মকির, ফিলিপ আগিয়ন ও পিটার হাওইট। অর্থনীতির নোবেল বলা হলেও এই মর্যাদাপূর্ণ পুরস্কারটির আনুষ্ঠানিক নাম “সেভরিজেস রিক্সব্যাংক প্রাইজ ইন ইকনমিক সায়েন্সেস ইন মেমোরি অব আলফ্রেড নোবেল”। প্রতি বছর দেওয়া নোবেল পুরস্কারগুলোর মধ্যে সর্বশেষে ঘোষণা করা করা হয়।এই পুরস্কারের মূল্য ১১ মিলিয়ন সুইডিশ ক্রোনা (প্রায় ১.২ মিলিয়ন মার্কিন ডলার)।

তবে চিকিৎসাবিজ্ঞান, পদার্থবিজ্ঞান, রসায়ন, শান্তি ও সাহিত্য বিভাগে নোবেল পুরস্কার ঘোষণা করা হয়েছে।এই পাঁচটি পুরস্কার সুইডিশ বিজ্ঞানী ও ডিনামাইটের উদ্ভাবক আলফ্রেড নোবেল–এর উইল অনুযায়ী ১৯০১ সাল থেকে দেওয়া হয়।মাঝে কেবল বিশ্বযুদ্ধের সময় এই পুরস্কার দেওয়ায় কিছু বিরতি ঘটেছিল। অর্থাৎ ১৯০১ সাল থেকে চালু হওয়া নোবেল পুরস্কারে অর্থনীতিতে কোনও সম্মান দেওয়া হত না। ১৯৬৮ সালে, সুইডেনের কেন্দ্রীয় ব্যাংক সেভরিজেস রিক্সব্যাংক (Sveriges Riksbank) আলফ্রেড নোবেলের স্মরণে অর্থনীতিতে Sveriges Riksbank পুরস্কার চালু করে। ১৯৬৮ সালে ব্যাংকের ৩০০তম বার্ষিকী উপলক্ষে Sveriges Riksbank থেকে নোবেল ফাউন্ডেশন কর্তৃক প্রাপ্ত অনুদানের উপর ভিত্তি করে এই পুরস্কার দেওয়া হয়। যদিও পুরস্কারের পরিমাণ নোবেল পুরস্কারের সমান এবং Riksbank কর্তৃপক্ষই দেয় ফি বছর। 

অর্থনীতিতে প্রথম পুরস্কার ১৯৬৯ সালে রাগনার ফ্রিশ এবং জ্যান টিনবার্গেনকে প্রদান করা হয়। মজার কথা হল টিনবার্গেনের ভাই নিকোলাস টিনবার্গেন ১৯৭৩ সালে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার অর্জন করেন। ১৯০১ সাল থেকে প্রদত্ত নোবেল পুরষ্কারের নীতি অনুসারে অর্থনৈতিক বিজ্ঞানের পুরষ্কারটি সুইডেনের স্টকহোমে অবস্থিত রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্সেস কর্তৃক প্রদান করা হয়।

                  পিন্টারেস্টে ‘খোশখবরের’ আশ্চর্য দুনিয়া।ক্লিক করুন এই লিঙ্কে


[ছবি সৌজন্যঃ খোশখবর সাইটে ব্যবহৃত ছবিগুলি নেওয়া হয়েছে পিক্সাবে, আনস্প্ল্যাস, ফ্রিপিক, উইকিমিডিয়া কমন্স, গুগল ফটো সহ বিভিন্ন নিজস্ব সূত্র থেকে]

[ জ্ঞান বা তথ্যের কোনও কপিরাইট হয় বলে আমরা মনে করি না। পৃথিবীর বুকে প্রকাশিত অগুনতি বই, লাইব্রেরিতে ঠাসা সমুদ্র সমান জ্ঞান, অন্তর্জালে ছড়িয়ে থাকা আকাশ সমান তথ্য থেকে দু-একটি তুলে এনে পাঠকদের সামনে রাখাই এই ব্লগসাইটের কাজ। তবে জ্ঞানত কোনও ভুল,বিকৃত বা অন্ধ ভাবনার তথ্য প্রকাশ করবে না ‘খোশখবর’।] 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code