খোশখবর ডেস্কঃ পৃথিবীজুড়েই বাড়ছে স্তন ক্যানসার।রাষ্ট্রসঙ্ঘের দেওয়া তথ্য অনুসারে বিশ্বজুড়ে প্রতি ৪ মিনিটে ৪ জন মহিলা স্তন ক্যানসারে আক্রান্ত হন, এবং প্রতি ৪ মিনিটে ১ জন মহিলা এই রোগে মৃত্যুবরণ করেন। আর এই বিষয়ে সচেতনতা বাড়াতে গোটা অক্টোবর মাস বিশ্বব্যাপী স্তন ক্যানসার সচেতনতা মাস হিসেবে পালিত হয়।সচেতনতা প্রচারে গোলাপি ফিতে (Pink Ribbon) এই মাসের প্রতীক। বিভিন্ন অনুষ্ঠান, প্রচারে পথে নামা (walks), এবং অর্থ সংগ্রহের ইভেন্ট এই সময়ে চলে বিশ্বজুড়ে।
October is Breast Cancer Awareness month.
— United Nations (@UN) October 12, 2025
Every 4 minutes, 4 women are diagnosed with breast cancer worldwide, and 1 woman dies from the disease.
You can reduce your risk by:
🔸 Not smoking
🔸 Limiting or avoiding alcohol
🔸 Staying physically active
via @UN_Women pic.twitter.com/vv2IHUikyr
প্রাথমিক সনাক্তকরণঃ নিয়মিত ম্যামোগ্রাম এবং স্ব-পরীক্ষা স্তন ক্যানসারের প্রাথমিক নির্ণয়ে সাহায্য করতে পারে, যা চিকিৎসার সাফল্যের সম্ভাবনা বাড়ায়।
লক্ষণঃ স্তনে শক্ত পিণ্ড, আকৃতি বা আকারে পরিবর্তন, ত্বকের পরিবর্তন বা স্তনবৃন্ত থেকে স্রাব হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
ইউনাইটেড নেশনস-এর পরামর্শ স্তন ক্যানসারের বিপদ কমাতে আজ থেকেই কয়েকটি অভ্যাস অনুসরণ করুন –
১। ধূমপান থেকে বিরত থাকুন
২।মদ্যপান সীমিত করুন বা সম্পূর্ণ এড়িয়ে চলুন
৩। নিয়মিত শারীরিকভাবে সক্রিয় থাকুন
৪। নিজের যত্ন নিন — আগেভাগে সচেতনতা ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা জীবন বাঁচাতে পারে।
পিন্টারেস্টে ‘খোশখবরের’ আশ্চর্য দুনিয়া।ক্লিক করুন এই লিঙ্কে
[ছবি সৌজন্যঃ খোশখবর সাইটে ব্যবহৃত ছবিগুলি নেওয়া হয়েছে পিক্সাবে, আনস্প্ল্যাস, ফ্রিপিক, উইকিমিডিয়া কমন্স, গুগল ফটো সহ বিভিন্ন নিজস্ব সূত্র থেকে]
[ জ্ঞান বা তথ্যের কোনও কপিরাইট হয় বলে আমরা মনে করি না। পৃথিবীর বুকে প্রকাশিত অগুনতি বই, লাইব্রেরিতে ঠাসা সমুদ্র সমান জ্ঞান, অন্তর্জালে ছড়িয়ে থাকা আকাশ সমান তথ্য থেকে দু-একটি তুলে এনে পাঠকদের সামনে রাখাই এই ব্লগসাইটের কাজ। তবে জ্ঞানত কোনও ভুল,বিকৃত বা অন্ধ ভাবনার তথ্য প্রকাশ করবে না ‘খোশখবর’।]
0 মন্তব্যসমূহ