একনজরে

10/recent/ticker-posts

Nobel Prize In Chemistry 2025 ধাতব-জৈব কাঠামোর ভেতরের রহস্যভেদ, নোবেল পেলেন তিন বিজ্ঞানী


খোশখবর ডেস্কঃ ধাতব-জৈব কাঠামো বা মেটাল-অর্গানিক ফ্রেমেওয়ার্কস উদ্ভাবনের স্বীকৃতি হিসেবে ২০২৫ সালের রসায়নে নোবেল পুরস্কার পেলেন জাপানের সুসুমু কিতাগাওয়া, অস্ট্রেলিয়ার রিচার্ড রবসন ও যুক্তরাষ্ট্রের ওমার এম ইয়াগি।বুধবার রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্সেস তাদের নাম ঘোষণা করেছে।

এই অসাধারণ প্রযুক্তিগত সাফল্যের পেছনে যাঁরা রয়েছেন তাঁদের মধ্যে অন্যতম জাপানের সুসুমু কিতাগাওয়া।তিনি জাপানের কিয়োটো বিশ্ববিদ্যালয় থেকে হাইড্রোকার্বন রসায়নে পিএইচডি। হুমবোল্ডট রিসার্চ প্রাইজ (২০০৮) ও দ্য জেনেস প্রাইজসহ একাধিক পুরস্কার পেয়েছেন তিনি। বর্তমানে কিয়োটো বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন কিতাগাওয়া।
আর এক প্রাপক ব্রিটেনে জন্ম নেওয়া অস্ট্রেলিয়ার রিচার্ড রবসন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে রসায়নবিদ্যায় পড়াশোনা করেছেন। বর্তমানে মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন তিনি।অন্যদিকে তৃতীয় প্রাপক জর্ডানের আম্মানে জন্ম নেওয়া ইয়াগি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ ইলিনয়েস আরবানা-শ্যাম্পেইন থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। বর্তমানে ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া, বার্কেলিতে শিক্ষকতা করছেন।

মেটাল-অর্গানিক ফ্রেমওয়ার্কস এমন এক উপাদান যা মরুভূমির বাতাস থেকে জল আহরণ, কার্বন ডাই-অক্সাইড সংগ্রহ, বিষাক্ত গ্যাস সংরক্ষণ কিংবা রাসায়নিক বিক্রিয়াকে ত্বরান্বিত করতে ব্যবহৃত হতে পারে। নোবেল কমিটি জানিয়েছেন যে মেটাল-অর্গানিক ফ্রেমওয়ার্কস বা ধাতব-জৈব কাঠামোর সম্ভাবনা অসীম এবং এটি নতুন নতুন বৈশিষ্ট্যসম্পন্ন উপকরণ তৈরি করার ক্ষেত্রে এমন সব সুযোগ এনে দিয়েছে, যা আগে কল্পনাতেও ছিল না।

ধাতব-জৈব কাঠামো (এমওএফ) উদ্ভাবনের স্বীকৃতি হিসেবে দেওয়া এই পুরস্কারের মুল্য ১১ মিলিয়ন সুইডিশ ক্রোনার (প্রায় ১০ কোটি টাকা) যা ভাগ করে নেবেন এই তিন বিজয়ী।গত বছর প্রোটিনের গঠন কম্পিউটিং ও কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে উন্মোচনের জন্য রসায়নে নোবেল পুরস্কার পান ডেভিড বেকার ও জন জাম্পার। তাদের সঙ্গে ছিলেন ব্রিটেনের ডেমিস হাসাবিস।

তথ্যঃ nobelprize.org ও ndtv.com

ছবিঃ এক্স 

পিন্টারেস্টে ‘খোশখবরের’ আশ্চর্য দুনিয়া।ক্লিক করুন এই লিঙ্কে


[ছবি সৌজন্যঃ খোশখবর সাইটে ব্যবহৃত ছবিগুলি নেওয়া হয়েছে পিক্সাবে, আনস্প্ল্যাস, ফ্রিপিক, উইকিমিডিয়া কমন্স, গুগল ফটো সহ বিভিন্ন নিজস্ব সূত্র থেকে]

[ জ্ঞান বা তথ্যের কোনও কপিরাইট হয় বলে আমরা মনে করি না। পৃথিবীর বুকে প্রকাশিত অগুনতি বই, লাইব্রেরিতে ঠাসা সমুদ্র সমান জ্ঞান, অন্তর্জালে ছড়িয়ে থাকা আকাশ সমান তথ্য থেকে দু-একটি তুলে এনে পাঠকদের সামনে রাখাই এই ব্লগসাইটের কাজ। তবে জ্ঞানত কোনও ভুল,বিকৃত বা অন্ধ ভাবনার তথ্য প্রকাশ করবে না ‘খোশখবর’।]  

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code