একনজরে

10/recent/ticker-posts

Billionaire Cristiano Ronaldo ব্লুমবার্গের বড়লোক তালিকায় প্রথম বিলিয়নেয়ার ফুটবলার হলেন রোনালদো


খোশখবর ডেস্কঃ বিলিয়নেয়ার ক্রীড়াবিদদের তালিকায় ঢুকে পড়লেন ক্রিস্টিয়ানো রোনালদো। ব্লুমবার্গ–এর তথ্য অনুযায়ী, ক্রিস্টিয়ানো রোনালদো এখন বিশ্বের প্রথম বিলিয়নেয়ার ফুটবলার। মাইকেল জর্ডান, ম্যাজিক জনসন, লেব্রন জেমস, টাইগার উডস এবং রজার ফেডেরারের মতো ক্রীড়াবিদরা ইতিমধ্যেই পরে ফেলেছেন এই মুকুট।

ফাইন্যান্সিয়াল ইনফরমেশন ও মিডিয়া সংস্থা ব্লুমবার্গ এই প্রথম বিলিয়নেয়ারস ইনডেক্সে ৪০ বছর বয়সি এই পর্তুগিজ ও আল-নাসর তারকার সম্পদের হিসাব প্রকাশ করেছে। ইনডেক্স অনুযায়ী তাঁর মোট সম্পদ প্রায় ১.৪ বিলিয়ন মার্কিন ডলার (প্রায় ১.০৪ বিলিয়ন পাউন্ড)। অর্থাৎ ক্রিস্টিয়ানো রোনালদোর সম্পদের পরিমাণ ১.৪ বিলিয়ন ডলার ছুঁয়ে ফেলায় ইতিহাসে প্রথম বিলিয়নেয়ার ফুটবলার হয়েছেন তিনি।


কিন্তু কীভাবে এই বিপুল অর্থের অধিকারী হলেন ক্রিস্টিয়ানো রোনালদো? ব্লুমবার্গ –এর তথ্য অনুযায়ী, ২০০২ থেকে ২০২৩ সালের মধ্যে রোনালদো তাঁর মাইনে থেকে আয় করেছেন ৫৫০ মিলিয়ন ডলারের বেশি। পাশাপাশি এর সঙ্গে যুক্ত হয়েছে নাইকের সঙ্গে দশ বছর ধরে প্রায় ১৮ মিলিয়ন ডলার বার্ষিক আয়ের চুক্তি।এর সঙ্গে রয়েছে বহু প্রতিষ্ঠানের বিজ্ঞাপনচুক্তি, যার মোট মূল্য ১৭৫ মিলিয়ন ডলারের বেশি। তবে ২০২৩ সালে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে আল-নাসরে যোগ দিয়েই ইতিহাসের সর্বোচ্চ বেতনপ্রাপ্ত ফুটবলার হন রোনালদো।


ফুটবলে রেকর্ড পরিমাণ আয়, রেকর্ড পরিমাণ আয় – সব কিছু পাওয়ার পর এবার কী খেলা ছেড়ে দেবেন ক্রিস্টিয়ানো? না,এখনই থামতে নারাজ রোনালদো। পর্তুগালের ‘ফুটবল গ্লোবস গালা’-য় তিনি বলেন, “আমি এখনও ভালো পারফর্ম করছি, আমার ক্লাব ও জাতীয় দলকে সাহায্য করছি। তাহলে কেন থামব? আমি জানি আমার খেলার বছর বেশি বাকি নেই, কিন্তু যতদিন খেলব, প্রতিটা মুহূর্ত উপভোগ করব। আমি নিশ্চিত, যখন থামব, তখন গর্বের সঙ্গে বলতে পারব—আমি আমার সবটুকু দিয়ে গেছি।”

তথ্যঃ financialexpress,com ও BBC ছবি - এক্স  

                 পিন্টারেস্টে ‘খোশখবরের’ আশ্চর্য দুনিয়া।ক্লিক করুন এই লিঙ্কে


[ছবি সৌজন্যঃ খোশখবর সাইটে ব্যবহৃত ছবিগুলি নেওয়া হয়েছে পিক্সাবে, আনস্প্ল্যাস, ফ্রিপিক, উইকিমিডিয়া কমন্স, গুগল ফটো সহ বিভিন্ন নিজস্ব সূত্র থেকে]

[ জ্ঞান বা তথ্যের কোনও কপিরাইট হয় বলে আমরা মনে করি না। পৃথিবীর বুকে প্রকাশিত অগুনতি বই, লাইব্রেরিতে ঠাসা সমুদ্র সমান জ্ঞান, অন্তর্জালে ছড়িয়ে থাকা আকাশ সমান তথ্য থেকে দু-একটি তুলে এনে পাঠকদের সামনে রাখাই এই ব্লগসাইটের কাজ। তবে জ্ঞানত কোনও ভুল,বিকৃত বা অন্ধ ভাবনার তথ্য প্রকাশ করবে না ‘খোশখবর’।]  

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code