একনজরে

10/recent/ticker-posts

কেন পালিত হয় বসুন্ধরা দিবস


খোশখবর ডেস্কঃ আমাদের কী জানা আছে কেন কেন পালিত হয় বসুন্ধরা দিবস। এর শুরুর একটা ইতিহাস আছে। ১৯৭০ সালের ২২ এপ্রিল প্রথম আয়োজন করা হয়েছিল বসুন্ধরা দিবস। মার্কিন সেনেটর গেলর্ড নেলসন এই দিবসের প্রচলন করেন। তবে শুরুরও একটা শুরু থাকে। ১৯৬৯ খ্রিষ্টাব্দে সানফ্রান্সিস্কোতে ইউনেস্কো সম্মেলনে শান্তি কর্মী জন ম্যাককনেল পৃথিবীকে মা হিসেবে কল্পনা করে তাঁর সম্মানে একটা দিন উৎসর্গ করার প্রস্তাব করেন। এক মাস পরেই পরিবেশ বিষয়ক শিক্ষামূলক দিন হিসেবে আর্থ ডে বা বসুন্ধরা দিবস ( অনেকে বলেন ধরিত্রী দিবস) পালন শুরু করেন গেলর্ড নেলসন। প্রথম দিকে শুধু মার্কিন যুক্তরাষ্ট্রে সীমিত থাকলেও পরবর্তীকালে এই দিন পালনের ধারণা ছড়িয়ে পড়ে অন্য দেশেও। প্রকৃতি ও পরিবেশ সম্পর্কে সচেতনতা বাড়াতে এবং পৃথিবীকে নিরাপদ এবং সকলের বাসযোগ্য করে তোলার ভাবনা থেকেই এই দিনের আয়োজন করা হয়।


১৯৯০ সাল থেকে সারা বিশ্বের বিভিন্ন প্রান্তে উদযাপিত হয়ে আসছে বিশেষ এ দিনটি । বর্তমানে আর্থ ডে নেটওয়ার্ক বা ইডিএন নামের একটি অলাভজনক সংস্থার আয়োজনে গোটা পৃথিবীর প্রায় ১৯২ টি দেশে পালন করা হয় এই দিনটি । সেই হিসেবে ৫০ বছরে পা দিল এই বসুন্ধরা দিবস পালন। অনেক জায়গায় এক সপ্তাহ ধরে পালন করা হয় বসুন্ধরা সপ্তাহ। তবে মনে রাখা দরকার যে প্রতিবছর এই একই ভাবনা থেকে রাষ্ট্রসঙ্ঘের উদ্যোগে ৫ জুন বিশ্বের প্রায় সব দেশেই পালিত হয় বিশ্ব পরিবেশ দিবস।