একনজরে

10/recent/ticker-posts

Fifa the best award জেনে নিন মেসি ছাড়াও ফিফার এবারের বর্ষসেরা কে কে?


মেসি এই নিয়ে দ্বিতীয়বার ফিফার বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হলেন। এর আগে ২০১৯ সালে এই খেতাব পেয়েছিলেন মেসি।

খোশখবর ডেস্কঃ শেষমেশ ফিফার ২০২২ সালের বর্ষসেরার খেতাব হাতে উঠল আর্জেন্তিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসির হাতে।দেশকে বিশ্বকাপ জেতাতে নিজের উপরে উঠে সেরাটা দিয়েছেন মেসি। নিজে ৭ গোল করেছেন,৩ সহযোগী প্লেয়ারকে দিয়ে ৩ গোল করিয়েছেন। পেয়েছেন সেরা খেলোয়াড়ের পুরস্কার ‘গোল্ডেন বল’। এবার পেলেন ফিফার বর্ষসেরা পুরস্কার। ছেলেদের বিভাগে ফিফার দ্য বেস্ট প্লেয়ারের পুরস্কার জিতেছেন লিওনেল মেসি। তাঁর সঙ্গে এই পুরস্কার পাওয়ার দৌড়ে ছিলেন কিলিয়ান এমবাপে ও করিম বেঞ্জেমা। মেসি এই নিয়ে দ্বিতীয়বার ফিফার বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হলেন। এর আগে ২০১৯ সালে এই খেতাব পেয়েছিলেন মেসি।

ফিফার সেরা পুরস্কার দেওয়া হয়েছে মোট আটটি ক্যাটাগরিতে। একা আর্জেন্টিনাই জিতে নিয়েছে চারটি পুরস্কার। সেরা খেলোয়াড় লিওনেল মেসি ছাড়াও সেরা কোচ লিওনেল স্কালোনি ও সেরা গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ ও সেরা সমর্থক হয়েছেন আর্জেন্টিনার ফ্যানরা । অন্যদিকে ২০২২ সালের সেরা মহিলা ফুটবলারের পুরস্কার জিতে নিয়েছেন বার্সেলোনার স্প্যানিশ তারকা অ্যালেক্সিয়া পুতেলা।


ফিফার ২০২২ সালের বর্ষসেরা যাঁরা


সেরা ফুটবলার(পুরুষ): লিওনেল মেসি

সেরা ফুটবলার(মহিলা): অ্যালেক্সিয়া পুতেলা

বর্ষসেরা কোচ(পুরুষ): লিওনেল স্কালোনি

সেরা কোচ(মহিলা): সারিনা উইগম্যান

সেরা গোলকিপার(পুরুষ): এমিলিয়ানো মার্টিনেজ

সেরা গোলকিপার(মহিলা): ম্যারি এয়ারপস

পুসকাস অ্যাওয়ার্ড (সেরা গোল): মার্সিন ওলেক্সি

ফিফা ফ্যান অ্যাওয়ার্ড: আর্জেন্তিনার সমর্থকরা

ফিফা ফেয়ার প্লে অ্যাওয়ার্ড: লুকা লোচোশভিলি 

[ছবি সৌজন্যঃ খোশখবর সাইটে ব্যবহৃত ছবিগুলি নেওয়া হয়েছে পিক্সাবে, আনস্প্ল্যাস, ফ্রিপিক, উইকিমিডিয়া কমন্স, গুগল ফটো সহ বিভিন্ন নিজস্ব সূত্র থেকে]

[ জ্ঞান বা তথ্যের কোনও কপিরাইট হয় বলে আমরা মনে করি না। পৃথিবীর বুকে প্রকাশিত অগুনতি বই, লাইব্রেরিতে ঠাসা সমুদ্র সমান জ্ঞান, অন্তর্জালে ছড়িয়ে থাকা আকাশ সমান তথ্য থেকে দু-একটি তুলে এনে পাঠকদের সামনে রাখাই এই ব্লগসাইটের কাজ।তবে জ্ঞানত কোনও ভুল,বিকৃত বা অন্ধ ভাবনার তথ্য প্রকাশ করবে না ‘খোশখবর’।] 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ