একনজরে

10/recent/ticker-posts

Name of Oscar statuette সিনেমার দুনিয়ায় সবচেয়ে সেরা পুরস্কারের নাম ‘অস্কার’ হল কেমন করে


জানা যায় ১৯৩১ সালে সর্বপ্রথম ‘অস্কার’ নামটি ব্যবহার করা হয়েছিল।

খোশখবর ডেস্কঃ চলচ্চিত্র তৈরির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি দিতে এবং অন্য কাজকে উৎসাহিত করতে ১৯২৭ সালে পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নেয় মার্কিন যুক্তরাষ্ট্রের একাডেমি অফ মোশন পিকচার আর্টস এন্ড সায়েন্সেস। ১৯২৯ সালের ১৬ মে সর্বপ্রথম এই পুরস্কার দেওয়া হয়।সে বছর ‘একাডেমি আ্যওয়ার্ড অফ মেরিট’ নামে এই পুরস্কার দেওয়া হয়। কিন্তু পুরস্কারের সঙ্গে দেওয়া সোনালি মুর্তিটি দেখে একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসের গ্রন্থাগারিক সেটিকে তাঁর আংকেল অস্কারের সঙ্গে তুলনা করে বসেন।এর পরেই নাকি একাডেমির অন্দরে মূর্তিটিকে মজা করে ‘অস্কার’ বলেই ডাকা শুরু হয়। জানা যায় ১৯৩১ সালে সর্বপ্রথম ‘অস্কার’ নামটি ব্যবহার করা হয়েছিল।




অন্যদিকে শোনা যায় মার্কিন অভিনেত্রী বেটি ডেভিস নাকি বলেছিলেন যে এটি তার প্রথম স্বামী হার্মন ‘অস্কার’ নেলসনের মত দেখতে।পাশাপাশি সিনেমার কলাম লেখক সিডনি স্কলস্কি দাবি করেন যে, অস্কার নামটি তিনিই দিয়েছেন। জানা যায় ১৯৩৪ সালে ক্যাথরিন হেপবার্ন শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পেলে তিনি ছাপার অক্ষরে প্রথম 'অস্কার' শব্দটি ব্যবহার করেন। তবে প্রথম দিকে 'দ্য একাডেমি স্ট্যাচুয়েট', 'দ্য গোল্ডেন ট্রফি', 'দ্য স্ট্যাচুয়েট অব মেরিট'-এই সব নানা নামে ডাকা হলেও শেষ পর্যন্ত অস্কার নামেই পরিচিত হয় ওই মুর্তি।আর ইতিহাসের পাতায় একাডেমি অফ মোশন পিকচার আর্টস এন্ড সায়েন্সেস – এর দেওয়া এই পুরস্কারের ডাকনাম হয়ে যায় অস্কার।বর্তমানে অস্কার নামটি আনুষ্ঠানিকভাবে স্বীকৃত।

[ছবি সৌজন্যঃ খোশখবর সাইটে ব্যবহৃত ছবিগুলি নেওয়া হয়েছে পিক্সাবে, আনস্প্ল্যাস, ফ্রিপিক, উইকিমিডিয়া কমন্স, গুগল ফটো সহ বিভিন্ন নিজস্ব সূত্র থেকে]

[ জ্ঞান বা তথ্যের কোনও কপিরাইট হয় বলে আমরা মনে করি না। পৃথিবীর বুকে প্রকাশিত অগুনতি বই, লাইব্রেরিতে ঠাসা সমুদ্র সমান জ্ঞান, অন্তর্জালে ছড়িয়ে থাকা আকাশ সমান তথ্য থেকে দু-একটি তুলে এনে পাঠকদের সামনে রাখাই এই ব্লগসাইটের কাজ।তবে জ্ঞানত কোনও ভুল,বিকৃত বা অন্ধ ভাবনার তথ্য প্রকাশ করবে না ‘খোশখবর’।] 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ