একনজরে

10/recent/ticker-posts

Most spoken languages পৃথিবীতে সবচেয়ে বেশী যে যে ভাষায় কথা বলে মানুষ


পৃথিবীতে অন্তত ১০ লক্ষ মানুষ কথা বলে এমন ভাষার সংখ্যা প্রায় ১৬০।

খোশখবর ডেস্কঃ আমাদের পৃথিবীতে মোট ভাষার সংখ্যা কত তা এখনও নিশ্চিতভাবে গুনে উঠতে পারেন নি ভাষাবিদরা।কারণ এখনও ভাষা ও উপভাষার মধ্যে সেভাবে পার্থক্য নির্দিষ্ট করা সম্ভব হয় নি।পৃথিবীতে প্রথম ভাষা কী কী ছিল তা এখন আর জানার উপায় নেই।তবুও গোটা পৃথিবী জুড়ে ২৫০০ থেকে ৫০০০ ভাষা,উপভাষা চালু আছে বলে মনে করেন ভাষাতাত্ত্বিকেরা।

জানা যাচ্ছে পৃথিবীতে অন্তত ১০ লক্ষ মানুষ কথা বলে এমন ভাষার সংখ্যা প্রায় ১৬০।হিসেব বলছে বিশ্বের একটা বিরাট অংশের মানুষের ভাষাই হল কম সংখ্যক লোকের ভাষা – যা প্রায় ৮৫ শতাংশ।অন্যদিকে ১৫ শতাংশ মানুষের ভাষা হল সবচেয়ে বহুল প্রচলিত ভাষা।




বিশ্বের সর্বাধিক ব্যবহৃত ১৩টি কথ্য ভাষা (১ মিলিয়ন = ১০লক্ষ)

১. ইংরেজি - ১,৫০০ মিলিয়ন*

২. চিনা (ম্যান্ডারিন) - ১,১০০মিলিয়ন

৩. হিন্দি - ৬০২.২ মিলিয়ন

৪. স্প্যানিশ - ৫৪৮.৩ মিলিয়ন

৫. ফরাসি - ২৭৪.১ মিলিয়ন

৬. আরবি - ২৭৪ মিলিয়ন

৭. বাংলা - ২৭২.২ মিলিয়ন

৮. রাশিয়ান - ২৫৮.২ মিলিয়ন

৯. পর্তুগিজ - ২৫৭.৭ মিলিয়ন

১০. উর্দু - ২৩১.৩ মিলিয়ন

১১. ইন্দোনেশিয়ান - ১৯৯ মিলিয়ন

১২. জার্মান - ১৩৪.৬মিলিয়ন

১৩. জাপানি - ১২৫.৪ মিলিয়ন




উৎস: স্ট্যাটিস্টা রিসার্চ ডিপার্টমেন্ট

[ছবি সৌজন্যঃ খোশখবর সাইটে ব্যবহৃত ছবিগুলি নেওয়া হয়েছে পিক্সাবে, আনস্প্ল্যাস, ফ্রিপিক, উইকিমিডিয়া কমন্স, গুগল ফটো সহ বিভিন্ন নিজস্ব সূত্র থেকে]

[ জ্ঞান বা তথ্যের কোনও কপিরাইট হয় বলে আমরা মনে করি না। পৃথিবীর বুকে প্রকাশিত অগুনতি বই, লাইব্রেরিতে ঠাসা সমুদ্র সমান জ্ঞান, অন্তর্জালে ছড়িয়ে থাকা আকাশ সমান তথ্য থেকে দু-একটি তুলে এনে পাঠকদের সামনে রাখাই এই ব্লগসাইটের কাজ।তবে জ্ঞানত কোনও ভুল,বিকৃত বা অন্ধ ভাবনার তথ্য প্রকাশ করবে না ‘খোশখবর’।] 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ