একনজরে

10/recent/ticker-posts

juggling and solve puzzles জাগলিং করতে করতেই সমাধান তিন পাজল কিউবের,হল গিনেস রেকর্ড

জাগলিং করতে করতেই তিনটে পাজল কিউব সলভ 

খোশখবর ডেস্কঃ মানুষ চাইলে কি না পারে? যখন একটা রুবিক কিউব পাজলের সমাধান করতে লোকে হিমসিম খায় তখন জাগলিং করতে করতেই তিনটে পাজল কিউব সলভ করে ফের তাক লাগিয়ে দিলেন বছর ২২য়ের চিনা যুবক লি ঝিহাও।তবে এখানেই শেষ নয়।একটি টেলিভিশন শোতে তিনি আগের করা রেকর্ড ভেঙে দিয়েছেন।গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস অনুসারে লি ঝিহাও ৩ মিনিট ১৬ সেকেন্ড সময়ে অর্থাৎ তার আগের রেকর্ড থেকে ১৩ সেকেন্ড কম সময়ে এই সমাধান করেছেন।গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের টুইটার পেজ থেকে দেখে নিন সেই ভিডিও।


তবে চিনা যুবক লি ঝিহাও একা নন,এর আগে জাগলিং করতে করতে ঘূর্ণায়মান পাজল কিউব সমাধান করেছেন।লির আগে এই রেকর্ড ছিল কলম্বিয়ার অ্যাঞ্জেল আলভারাডোর, যিনি ২০২১ সালে ৪ মিনিট ৫২ সেকেন্ড সময়ে এর সমাধান করেন।অবশ্য ২০২২ সালে নিজেই ৪ মিনিট ৩১ সেকেন্ড সময় নিয়ে আগের রেকর্ড ভেঙে দেন।অ্যাঞ্জেলের আগে এই রেকর্ড ছিল চিনের কিউ জিয়ানিউর দখলে।যিনি ২০১৮ সালে ৫ মিনিট ২ সেকেন্ডে ঘূর্ণায়মান পাজল কিউব সমাধান করার রেকর্ড গড়েন।

তথ্য ও ছবি/সৌজন্যঃ ndtv.com ও Guinness World Records


[ছবি সৌজন্যঃ খোশখবর সাইটে ব্যবহৃত ছবিগুলি নেওয়া হয়েছে পিক্সাবে, আনস্প্ল্যাস, ফ্রিপিক, উইকিমিডিয়া কমন্স, গুগল ফটো সহ বিভিন্ন নিজস্ব সূত্র থেকে]

[ জ্ঞান বা তথ্যের কোনও কপিরাইট হয় বলে আমরা মনে করি না। পৃথিবীর বুকে প্রকাশিত অগুনতি বই, লাইব্রেরিতে ঠাসা সমুদ্র সমান জ্ঞান, অন্তর্জালে ছড়িয়ে থাকা আকাশ সমান তথ্য থেকে দু-একটি তুলে এনে পাঠকদের সামনে রাখাই এই ব্লগসাইটের কাজ। তবে জ্ঞানত কোনও ভুল,বিকৃত বা অন্ধ ভাবনার তথ্য প্রকাশ করবে না ‘খোশখবর’।]  

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ