একনজরে

10/recent/ticker-posts

Lambridis’s Unexpected Creation অসাধারণ, ভাঙাচোরা ফেলে দেওয়া জিনিস থেকেই শিল্প সৃষ্টি করেন কস্টাস লামব্রিডিস।


তাঁর স্টুডিওতে জটিল সব সৃষ্টি অন্যরকম রূপ পায় 


খোশখবর ডেস্কঃ তাঁর সৃষ্টির উপকরণ ফেলে দেওয়া ভাঙাচোরা জিনিস। ভাঙাচোরা আসবাবপত্র দিয়েই অসাধারণ ভাস্কর্য গড়ে তোলেন গ্রিক ডিজাইনার কস্টাস লামব্রিডিস। তিনি থাকেন গ্রিসের রাজধানী এথেন্সে।প্রায়শই এথেন্সের রাস্তার পাশের আবর্জনায় খুঁজে পাওয়া যায় নানারকম রকমারি ভাঙা জিনিসপত্র। সেইসব থেকেই শিল্পকীর্তি সৃষ্টি করেন ৩৪ বছর বয়সী শিল্পী কস্টাস। এই কারনেই কোনও নির্দিষ্ট উপকরণ নিয়ে কাজ নয়,যখন যা যেমনভাবে পাওয়া যায় তার উপরই গড়ে ওঠে চকচকে, ঝকঝকে ভাস্কর্য।তাঁর স্টুডিওতে জটিল সব সৃষ্টি অন্যরকম রূপ পায়৷

আরও পড়ুনঃদিল্লির লোধি আর্ট ডিস্ট্রিক্ট দেখে মুগ্ধ টিম কুক,কারা আঁকেন এসব ছবি?



তবে এসব কাজ করতে গিয়ে নানা ভুল হয় বলেও স্বীকার করেছেন কস্টাস লামব্রিডিস।নানা ধরনের উপকরণ ঘেঁটে নতুন উদ্যম নিয়ে নতুন বস্তু তৈরি করতে গিয়ে অনেক সময় কাক্ষিত সৃষ্টিতে পৌঁছনোই হয়ত সম্ভব হয় না।


 লামব্রিডিস নেদারল্যান্ডসের আইন্ড-হোফেন শহরে ডিজাইন নিয়ে উচ্চশিক্ষা গ্রহণ করে পুরস্কারও পেয়েছেন৷ স্প্যানিশ শিল্পী নাচো কার্বনেলের জন্য প্রায় এক দশক কাজ করেছেন। ইতিমধ্যেই নিউইয়র্কের কার্পেন্টার্স ওয়ার্কশপ গ্যালারিতে প্রথম আমেরিকান একক প্রদর্শনীর পরিকল্পনা করছেন৷

তথ্য – The New York Times Style Magazine ও Deutsche Welle (DW)
ছবি- kostaslambridis.com ও TNYTSM


[ছবি সৌজন্যঃ খোশখবর সাইটে ব্যবহৃত ছবিগুলি নেওয়া হয়েছে পিক্সাবে, আনস্প্ল্যাস, ফ্রিপিক, উইকিমিডিয়া কমন্স, গুগল ফটো সহ বিভিন্ন নিজস্ব সূত্র থেকে]

[ জ্ঞান বা তথ্যের কোনও কপিরাইট হয় বলে আমরা মনে করি না। পৃথিবীর বুকে প্রকাশিত অগুনতি বই, লাইব্রেরিতে ঠাসা সমুদ্র সমান জ্ঞান, অন্তর্জালে ছড়িয়ে থাকা আকাশ সমান তথ্য থেকে দু-একটি তুলে এনে পাঠকদের সামনে রাখাই এই ব্লগসাইটের কাজ। তবে জ্ঞানত কোনও ভুল,বিকৃত বা অন্ধ ভাবনার তথ্য প্রকাশ করবে না ‘খোশখবর’।]  

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code