একনজরে

10/recent/ticker-posts

smartphones replaced things একসময় ওসব ছাড়া চলত না,আজ স্মার্টফোনের গুঁতোয় ব্রাত্য,জেনে নিন কী কী?


খোশখবর ডেস্কঃ এই সময়টাকেই বলা হচ্ছে স্মার্টফোনের দুনিয়া।অর্থাৎ হাতে একটা স্মার্টফোন থাকলে সিনেমা তৈরি থেকে সিনেমা দেখা - করা যায় সবকিছুই।আশি-নব্বইয়ের দশক থেকে মানুষের প্রয়োজনেই তৈরি হয়েছে একের পর এক গ্যাজেটস।কিন্তু দেখা যাচ্ছে একটা স্মার্টফোনেই কাজ মিটে যাচ্ছে একসময় আমাদের দৈনন্দিন কাজের সঙ্গে জুড়ে থাকা নানা গ্যাজেটস বা তথ্য সামগ্রীর।এখানে রইল এরকমই কিছু নিরুদ্দেশ হতে চলা সামগ্রীর নাম।ভাবতে থাকলে সংখ্যাটা বাড়বে আরও।

ব্রাত্য হওয়া বা হতে যাওয়া কয়েকটি জিনিষের তালিকা

টেলিভিশন, ক্যামেরা, মানচিত্র/গ্লোব, জিপিএস ডিভাইস, পেজার, ক্যালকুলেটর, রিস্ট ওয়াচ, অ্যালার্ম/টাইমার ঘড়ি, রেডিও,পে ফোন কিয়স্ক, সংবাদপত্র, ক্যালেন্ডার, ভিসিআর/সিডি ডিভিডি, টর্চলাইট, ফটো অ্যালবাম, ম্যাগাজিন, ইয়োলো পেজেস, ভয়েস রেকর্ডার, স্ক্যানার, ওয়াকি টকি, টিভি রিমোট, ট্রান্সলেটর, অভিধান,তাস/লুডো, ডিজিটাল ডায়েরি, ফটোকপিয়ার, অ্যাড্রেস বুক,ভ্রমণ গাইডবুক, পোর্টেবল স্পিকার, এনসাইক্লোপিডিয়া ইত্যাদি।


[ছবি সৌজন্যঃ খোশখবর সাইটে ব্যবহৃত ছবিগুলি নেওয়া হয়েছে পিক্সাবে, আনস্প্ল্যাস, ফ্রিপিক, উইকিমিডিয়া কমন্স, গুগল ফটো সহ বিভিন্ন নিজস্ব সূত্র থেকে]

[ জ্ঞান বা তথ্যের কোনও কপিরাইট হয় বলে আমরা মনে করি না। পৃথিবীর বুকে প্রকাশিত অগুনতি বই, লাইব্রেরিতে ঠাসা সমুদ্র সমান জ্ঞান, অন্তর্জালে ছড়িয়ে থাকা আকাশ সমান তথ্য থেকে দু-একটি তুলে এনে পাঠকদের সামনে রাখাই এই ব্লগসাইটের কাজ। তবে জ্ঞানত কোনও ভুল,বিকৃত বা অন্ধ ভাবনার তথ্য প্রকাশ করবে না ‘খোশখবর’।]  

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ