একনজরে

10/recent/ticker-posts

Instagram sports stars ইনস্টাগ্রামে সবচেয়ে রোজগেরে পাঁচ খেলোয়াড়, ৩য় স্থানে বিরাট, জানুন কার আয় কত?


সোশ্যাল মিডিয়া মার্কেটিং ফার্ম হপার এইচকিউ এই ইনস্টাগ্রাম রিচ লিস্ট ২০২৩ প্রকাশ করেছে

খোশখবর ডেস্কঃ গোটা ফুটবল দুনিয়া মেসিময় হলেও সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে ২০২৩ সালের শীর্ষ উপার্জনকারী সেলিব্রিটিদের তালিকায় এক নম্বরেই থাকলেন পর্তুগিজ ফুটবল সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। প্রাক্তন রিয়াল মাদ্রিদ এবং ম্যানচেস্টার ইউনাইটেডের এই সুপারস্টারের ইনস্টাগ্রামে ৬০০(১ মিলিয়ন­=১০লক্ষ) মিলিয়নেরও বেশি ফলোয়ার রয়েছে।সদ্য প্রকাশিত এই তালিকায় ২য় স্থানে রয়েছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি।দুই ফুটবল কিংবদন্তির পরেই তালিকায় ঢুকে পড়েছেন ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলি।৩ নম্বরে জায়গা করে নিয়েছেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক।নেইমার দা সিলভা সান্তোস জুনিয়র ইনস্টাগ্রামে চতুর্থ এবং এনবিএ সুপারস্টার লেব্রন জেমস পঞ্চম ধনী ক্রীড়াবিদ হিসেবে তালিকাভুক্ত হয়েছেন। সোশ্যাল মিডিয়া মার্কেটিং ফার্ম হপার এইচকিউ এই ইনস্টাগ্রাম রিচ লিস্ট ২০২৩ প্রকাশ করেছে।



ইনস্টায় সেরা ৫ খেলোয়াড় ও তাদের রোজগার

১. ক্রিশ্চিয়ানো রোনালদো: প্রতি স্পনসর পোস্টে আয় ৩,২৩৪,০০০ ডলার

২. লিওনেল মেসি: প্রতি স্পনসর পোস্টে আয় ২,৫৯৭,০০০ডলার

৩. বিরাট কোহলি: প্রতি স্পনসর পোস্টে আয় ১,৩৮৪,০০০ডলার

৪. নেইমার জুনিয়র: প্রতি স্পনসর পোস্টে আয় ১,১৪১,০০০ডলার

৫. লেব্রন জেমস: প্রতি স্পনসর পোস্টে আয় ৮৫১,০০০ডলার


ইনস্টাগ্রামে বিপুল ফলোয়ার থাকায় এই তারকা খেলোয়াড়েরা কী পরিমাণ উপার্জন করেন? হপার এইচকিউ অনুসারে আন্তর্জাতিক ফুটবল ইতিহাসের সর্বশ্রেষ্ঠ গোলদাতা রোনালদো এক একটি স্পনসর পোস্টের জন্য গড়ে 3.23 মিলিয়ন ডলার বা ভারতীয় মুদ্রায় ২৬.৭৫ কোটি টাকা লাভ করেন৷ ইন্টার মিয়ামি ফরোয়ার্ড মেসি একটি একক স্পনসর পোস্টের জন্য গড়ে ২.৫৯ মিলিয়ন ডলার বা ভারতীয় মুদ্রায় ২১.৪৫ কোটি টাকা পান।ইনস্টাগ্রামে লিওনেলের ফলোয়ার সংখ্যা ৪৮২ মিলিয়ন।খেলোয়াড় হিসেবে ৩য় স্থানে থাকা বিরাট কোহলি প্রতি স্পনসর পোস্টে আয় করেন ১.৩৮ মিলিয়ন ডলার বা ভারতীয় মুদ্রায় ১১.৪৫ কোটি টাকা।কোহলির ফলোয়ারের সংখ্যা ২৫৬ মিলিয়ন।


[ছবি সৌজন্যঃ খোশখবর সাইটে ব্যবহৃত ছবিগুলি নেওয়া হয়েছে পিক্সাবে, আনস্প্ল্যাস, ফ্রিপিক, উইকিমিডিয়া কমন্স, গুগল ফটো সহ বিভিন্ন নিজস্ব সূত্র থেকে]

[ জ্ঞান বা তথ্যের কোনও কপিরাইট হয় বলে আমরা মনে করি না। পৃথিবীর বুকে প্রকাশিত অগুনতি বই, লাইব্রেরিতে ঠাসা সমুদ্র সমান জ্ঞান, অন্তর্জালে ছড়িয়ে থাকা আকাশ সমান তথ্য থেকে দু-একটি তুলে এনে পাঠকদের সামনে রাখাই এই ব্লগসাইটের কাজ। তবে জ্ঞানত কোনও ভুল,বিকৃত বা অন্ধ ভাবনার তথ্য প্রকাশ করবে না ‘খোশখবর’।]  

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ