খোশখবর ডেস্কঃ উত্তরপ্রদেশের নয়ডার ১৪ বছর বয়সী ছাত্র দক্ষ মালিক সম্প্রতি একটি গ্রহাণু আবিষ্কার করেছে যা বর্তমানে ‘২০২৩ ওজি৪০’ ( 2023 OG40) নামে পরিচিত। এই গ্রহাণুটি মঙ্গল ও বৃহস্পতির মধ্যে প্রধান গ্রহাণু বেল্টে অবস্থিত।দক্ষ ইন্টারন্যাশনাল অ্যাসট্রয়েডস ডিসকভারি প্রোগ্র্যাম বা আন্তর্জাতিক গ্রহাণু আবিষ্কার প্রকল্পের (IADP) অংশ হিসেবে এই সাফল্য অর্জন করেন, যা ছিল নাসার সিটিজেন সায়েন্স প্রজেক্ট, প্যান-স্টারস এবং ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল সার্চ কোলাবোরেশন (IASC)-এর যৌথ উদ্যোগ।এই তথ্য দিয়েছে এনডিটিভি ডট কম।দক্ষ মালিক ভারতের মাত্র ছজন ছাত্রের মধ্যে একজন যে এই ধরণের আবিষ্কার করেছে।
আরও পড়ুনঃ
শিব নাদার স্কুলের নবম শ্রেণির ছাত্র দক্ষ মালিকের ছোটবেলা থেকেই মহাকাশের প্রতি গভীর আগ্রহ।রাতের আকাশে তারাদের পর্যবেক্ষণ করে এবং ন্যাশনাল জিওগ্রাফিকের ডকুমেন্টারি দেখে সেই আগ্রহ আরও বাড়ে।IADP-তে অংশগ্রহণের মাধ্যমে নাসার ডেটাসেট ব্যবহার করেই সে নতুন জ্যোতির্বৈজ্ঞানিক বস্তুর সন্ধান করেন। দেড় বছরের প্রচেষ্টায় দক্ষ মালিক এই গ্রহাণুটি আবিষ্কার করেছে।দক্ষের এই সাফল্যই প্রমাণ করে যে সঠিক দিকনির্দেশ ও অধ্যবসায়ের মাধ্যমে কম বয়সেও অসাধারণ সাফল্য অর্জন করা সম্ভব। তার এই সাফল্য অন্যদেরও বিজ্ঞানের ক্ষেত্রে অবদান রাখতে অনুপ্রাণিত করবে।
তথ্যঃ এনডিটিভি ডট কম
পিন্টারেস্টে ‘খোশখবরের’ আশ্চর্য দুনিয়া।ক্লিক করুন এই লিঙ্কে
[ছবি সৌজন্যঃ খোশখবর সাইটে ব্যবহৃত ছবিগুলি নেওয়া হয়েছে পিক্সাবে, আনস্প্ল্যাস, ফ্রিপিক, উইকিমিডিয়া কমন্স, গুগল ফটো সহ বিভিন্ন নিজস্ব সূত্র থেকে]
[ জ্ঞান বা তথ্যের কোনও কপিরাইট হয় বলে আমরা মনে করি না। পৃথিবীর বুকে প্রকাশিত অগুনতি বই, লাইব্রেরিতে ঠাসা সমুদ্র সমান জ্ঞান, অন্তর্জালে ছড়িয়ে থাকা আকাশ সমান তথ্য থেকে দু-একটি তুলে এনে পাঠকদের সামনে রাখাই এই ব্লগসাইটের কাজ। তবে জ্ঞানত কোনও ভুল,বিকৃত বা অন্ধ ভাবনার তথ্য প্রকাশ করবে না ‘খোশখবর’।]
0 মন্তব্যসমূহ