খোশখবর ডেস্কঃ প্রথম ভারতীয় হিসেবে বেসরকারি মহাকাশ অভিযানে পাইলট হিসেবে নির্বাচিত হলেন ভারতীয় বায়ুসেনার অফিসার শুভাংশু শুক্লা। এই বছরেই আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যাওয়ার জন্য অ্যাক্সিওম ৪ মিশনের অংশ হবেন তিনি।এই তথ্য দিয়েছে হিন্দুস্থান টাইমস। তিনি ইসরোর গগনযান মিশনেরও সদস্য।
আরও পড়ুনঃ
গগনযান অভিযানের জন্য মনোনীত হওয়ার পর শুভাংশু রাশিয়ার ইউরি গ্যাগারিন কসমোনট ট্রেনিং সেন্টারে এক বছরেরও বেশি সময় ধরে প্রশিক্ষণ নেন। স্পেসএক্স-এর ড্রাগন স্পেসক্রাফটে করে ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ হবে এই মিশনের।
শুভাংশু শুক্লা মাইক্রোগ্র্যাভিটি পরিবেশে যোগব্যায়াম করার পরিকল্পনা করেছেন।ভারতের বিভিন্ন অঞ্চলের প্রতিনিধিত্বকারী সামগ্রীও মহাকাশ স্টেশনে নিয়ে যাবেন তিনি।এছাড়া মহাকাশে ভারতীয় খাবার নিয়ে যাওয়ার পরিকল্পনাও করছেন শুভাংশু শুক্লা।অ্যাক্সিওম ৪ মিশনের কমান্ডার নাসার পেগি হুইস্টন।শুভাংশু শুক্লা ছাড়া অন্যান্য ক্রু সদস্যদের মধ্যে রয়েছেন পোল্যান্ডের স্লাওস উজনানস্কি-উইসনিউস্কি এবং হাঙ্গেরির টিবর কাপু।
শুভাংশু শুক্লা ১৯৮৫ সালের ১০ অক্টোবর উত্তরপ্রদেশের লখনউতে জন্ম শুভাংশু শুক্লার।সুখোই-৩০, মিগ-২১, মিগ-২৯, জাগুয়ার, হক, ডর্নিয়ার সহ বিভিন্ন বিমান চালানোর অভিজ্ঞতা রয়েছে তার। তিনি মোট ২০০০ ঘণ্টা আকাশে উড়েছেন।
পিন্টারেস্টে ‘খোশখবরের’ আশ্চর্য দুনিয়া।ক্লিক করুন এই লিঙ্কে
[ছবি সৌজন্যঃ খোশখবর সাইটে ব্যবহৃত ছবিগুলি নেওয়া হয়েছে পিক্সাবে, আনস্প্ল্যাস, ফ্রিপিক, উইকিমিডিয়া কমন্স, গুগল ফটো সহ বিভিন্ন নিজস্ব সূত্র থেকে]
[ জ্ঞান বা তথ্যের কোনও কপিরাইট হয় বলে আমরা মনে করি না। পৃথিবীর বুকে প্রকাশিত অগুনতি বই, লাইব্রেরিতে ঠাসা সমুদ্র সমান জ্ঞান, অন্তর্জালে ছড়িয়ে থাকা আকাশ সমান তথ্য থেকে দু-একটি তুলে এনে পাঠকদের সামনে রাখাই এই ব্লগসাইটের কাজ। তবে জ্ঞানত কোনও ভুল,বিকৃত বা অন্ধ ভাবনার তথ্য প্রকাশ করবে না ‘খোশখবর’।]
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
0 মন্তব্যসমূহ