একনজরে

10/recent/ticker-posts

Diabetes a growing challenge সাবধান হোন, বিশ্বজুড়েই নীরব মহামারির রূপ নিয়েছে ডায়াবেটিস


খোশখবর ডেস্কঃ গোটা বিশ্বজুড়েই হু হু বাড়ছে ডায়াবেটিসে আক্রান্ত মানুষের সংখ্যা। ২০২৪ সালে বিশ্বজুড়ে ২০ থেকে ৭৯ বছর বয়সী প্রায় ৫৮৯ মিলিয়ন মানুষ ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন। হিসেবটা হল এই বয়সসীমার বিশ্ব জনসংখ্যার প্রায় ১১.১ শতাংশ।বিশেষজ্ঞরা ধারণা করছেন যে ২০৫০ সালের মধ্যে এই সংখ্যা বেড়ে ৮৫৩ মিলিয়নে পৌঁছাবে। ফলে সংখ্যাটা হবে বিশ্বের প্রাপ্তবয়স্ক জনসংখ্যার প্রায় ১৩ শতাংশ। আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশন (IDF)-এর তথ্য তুলে ধরে এই তথ্য দিয়েছে স্ট্যাটিস্টা ডট কম।

গোটা বিশ্বের সঙ্গে ভারতের পরিস্থিতিও বেশ উদ্বেগজনক।২০২৪ সালে প্রায় ৮৯.৮ মিলিয়ন প্রাপ্তবয়স্ক মানুষ ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন, যা চিনের পরেই দ্বিতীয় সর্বাধিক। ভারতে ২০৫০ সালের মধ্যে এই সংখ্যা বেড়ে ১৫৬.৭ মিলিয়নে পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে। অর্থাৎ বৃদ্ধি প্রায় ৭৪.৫ শতাংশ।

গোটা বিশ্বের অঞ্চলভিত্তিক ডায়াবেটিস চিত্র

আফ্রিকা - ২০২৪ সালের ২৪.৬ মিলিয়ন থেকে বেড়ে ২০৫০ সালে ৫৯.৫ মিলিয়ন — অর্থাৎ ১৪০ শতাংশের বেশি বৃদ্ধি।

ইউরোপ - ২০২৪ সালে প্রায় ৬৬ মিলিয়ন প্রাপ্তবয়স্ক ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন; ২০৫০ সালে এটি ৭২ মিলিয়নে পৌঁছাতে পারে।

দক্ষিণ-পূর্ব এশিয়া ও পশ্চিম প্রশান্ত মহাসাগর অঞ্চল - ২০২৪ সালে এই দুটি অঞ্চলেই সর্বাধিক ডায়াবেটিস রোগী ছিল— যথাক্রমে ১০৭ মিলিয়ন ও ২১৫ মিলিয়ন।


তবে ডায়াবেটিস নিয়ে চিন্তা ও উদ্বেগের আরও কারণ আছে। অনেকের শরীরে এই রোগ দানা বাঁধলেও চিকিৎসকের কাছে না যাওয়ায় তা ধরাই পড়েনি। এই চিকিৎসাবিহীন বা অনির্ণীত রোগীর সংখ্যা উদ্বেগজনক। বলা হচ্ছে ভারতে প্রায় ৪২.৭ শতাংশ প্রাপ্তবয়স্ক ডায়াবেটিস রোগী এখনও অনির্ণীত। বিশ্বব্যাপী হিসেব অনুযায়ী উচ্চ আয়ের দেশে অনির্ণীত ডায়াবেটিস রোগীর হার ২৮.৯%, মধ্যম আয়ের দেশে ৪৫.৫% এবং নিম্ন আয়ের দেশে ৫৮.৭%।


ডায়াবেটিস এখন বিশ্বের শীর্ষ দশটি মৃত্যুর কারণের একটি হয়ে দাড়িয়েছে। এই রোগ গোটা বিশ্বের জনস্বাস্থ্যের জন্য ক্রমবর্ধমান চ্যালেঞ্জ। সময়মতো পরীক্ষা, স্বাস্থ্যকর জীবনযাপন ও কার্যকর চিকিৎসা ব্যবস্থার মাধ্যমে এই নীরব মহামারিকে নিয়ন্ত্রণ করাই এখন প্রধান লক্ষ্য। আফ্রিকা, পশ্চিম প্রশান্ত মহাসাগর এবং দক্ষিণ-পূর্ব এশিয়ায় চিহ্নিত রোগীর হার সবচেয়ে বেশি হওয়ার মূল কারণগুলোর মধ্যে আছে পর্যাপ্ত চিকিৎসা পরিকাঠামোর অভাব,এবং অন্যান্য স্বাস্থ্য সমস্যাকে অগ্রাধিকার দেওয়ার প্রবণতা।

তথ্যঃ স্ট্যাটিস্টা ডট কম

পিন্টারেস্টে ‘খোশখবরের’ আশ্চর্য দুনিয়া।ক্লিক করুন এই লিঙ্কে


[ছবি সৌজন্যঃ খোশখবর সাইটে ব্যবহৃত ছবিগুলি নেওয়া হয়েছে পিক্সাবে, আনস্প্ল্যাস, ফ্রিপিক, উইকিমিডিয়া কমন্স, গুগল ফটো সহ বিভিন্ন নিজস্ব সূত্র থেকে]

[ জ্ঞান বা তথ্যের কোনও কপিরাইট হয় বলে আমরা মনে করি না। পৃথিবীর বুকে প্রকাশিত অগুনতি বই, লাইব্রেরিতে ঠাসা সমুদ্র সমান জ্ঞান, অন্তর্জালে ছড়িয়ে থাকা আকাশ সমান তথ্য থেকে দু-একটি তুলে এনে পাঠকদের সামনে রাখাই এই ব্লগসাইটের কাজ। তবে জ্ঞানত কোনও ভুল,বিকৃত বা অন্ধ ভাবনার তথ্য প্রকাশ করবে না ‘খোশখবর’।] 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code