এই সোনার টয়লেট নিলামে তুলছে বিখ্যাত নিলামঘর সথবি ( Sotheby’s)।ইতালীয় শিল্পী মাউরিজিও ক্যাটেলানের (Maurizio Cattelan) তৈরি এই সম্পূর্ণ সোনার কমোড ও অন্যান্য অংশ তোলা হবে নিলামে।এই শিল্পকর্মের নাম ‘আমেরিকা’ (America)। এতে ব্যবহার করা হয়েছে ১০১.২ কিলোগ্রাম (২২৩ পাউন্ড) সোনা। সথবি একে বর্ণনা করেছে “শিল্প সৃষ্টির মূল্য ও পণ্যমূল্যের সংঘাতের এক তীক্ষ্ণ ব্যঙ্গচিত্র” বলে।
শিল্পী মাউরিজিও ক্যাটেলানের কাজ নিয়ে বিশ্বজুড়ে আলোচনার শেষ নেই।এর আগে তাঁর বিখ্যাত কাজ ‘ কমেডিয়ান’ (Comedian) দেয়ালে টেপ দিয়ে আটকানো একটি কলা — ২০২৪ সালে ৬.২ মিলিয়ন ডলারে বিক্রি হয়েছিল। ভোগবাদী দুনিয়ার অতিরিক্ত সম্পদের প্রতি ব্যঙ্গাত্মক বার্তাই ‘আমেরিকা’তে দিয়েছেন ক্যাটেলান। তাঁর মতে, “ আপনি ২০০ ডলারের লাঞ্চ খান বা ২ ডলারের হটডগ — ফলাফল একই, টয়লেটে গিয়ে...।”
তবে এই সোনার টয়লেটের পিছনে এক জমজমাট ঘটনা রয়েছে।‘আমেরিকা’-এর দুটি সংস্করণ তৈরি করা হয়েছিল ২০১৬ সালে।একটি নিউইয়র্কের গুগেনহাইম মিউজিয়াম-এ প্রদর্শিত হয়েছিল।সেখানে ১ লক্ষেরও বেশি দর্শক ৩ মিনিটের জন্য এই শিল্পকর্ম দেখার সুযোগ পান।
প্রথম মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভ্যান গঘের একটি চিত্রকর্ম নিতে চাইলে গুগেনহাইম মিউজিয়াম তাঁকে এই কাজটি নেওয়ার জন্য জানায়।২০১৯ সালে এটি সোনার টয়লেট ব্লেনহাইম প্যালেসে প্রদর্শিত হয়েছিল, যা ছিল উইনস্টন চার্চিলের জন্মস্থান।আর আশ্চর্যের বিষয় এখানেই চোরেরা ওই বিশাল ভবন থেকে সোনার টয়লেট খুলে নিয়ে পালিয়ে যায়।এই বছরের শুরুতেই দুইজনকে দোষী সাব্যস্ত করে জেলে ভরা হলেও টয়লেটটি উদ্ধার করা হয়নি। তদন্তকারীরাদের বক্তব্য তা সম্ভবত ভেঙে গলিয়ে ফেলা হয়েছিল।Fashioned from just over 100 kilograms of solid 18k gold, ‘America’ has become one of the century’s most influential—and infamous—artworks. pic.twitter.com/k5zbTVezev
— Sotheby's (@Sothebys) October 31, 2025
পিন্টারেস্টে ‘খোশখবরের’ আশ্চর্য দুনিয়া।ক্লিক করুন এই লিঙ্কে
[ছবি সৌজন্যঃ খোশখবর সাইটে ব্যবহৃত ছবিগুলি নেওয়া হয়েছে পিক্সাবে, আনস্প্ল্যাস, ফ্রিপিক, উইকিমিডিয়া কমন্স, গুগল ফটো সহ বিভিন্ন নিজস্ব সূত্র থেকে]
[ জ্ঞান বা তথ্যের কোনও কপিরাইট হয় বলে আমরা মনে করি না। পৃথিবীর বুকে প্রকাশিত অগুনতি বই, লাইব্রেরিতে ঠাসা সমুদ্র সমান জ্ঞান, অন্তর্জালে ছড়িয়ে থাকা আকাশ সমান তথ্য থেকে দু-একটি তুলে এনে পাঠকদের সামনে রাখাই এই ব্লগসাইটের কাজ। তবে জ্ঞানত কোনও ভুল,বিকৃত বা অন্ধ ভাবনার তথ্য প্রকাশ করবে না ‘খোশখবর’।]

0 মন্তব্যসমূহ