একনজরে

10/recent/ticker-posts

India win Women’s World Cup প্রথমবার ক্রিকেট বিশ্বকাপ জয়, ইতিহাস লিখল ভারতের মেয়েরা, কুর্নিশ গোটা দেশের


খোশখবর ডেস্কঃ রবিবার দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপ জিতে ইতিহাস লিখে ফেলেছেন ভারতের মেয়েরা।নবি মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে মহিলা ক্রিকেট বিশ্বকাপ ফাইনাল নতুন করে চর্চায় এনেছে নারীশক্তির ক্ষমতাকে। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে প্রথমবার বিশ্বকাপ জয় করেছে ভারতীয় মহিলা ক্রিকেট টিম। এই প্রথম মহিলা বিশ্বকাপ জিতল ভারত।

আইসিসি ওমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ (ICC Women Cricket World Cup) জিততে হরমনপ্রীত, জেমাইমা, মন্ধানা, শেফালি, দীপ্তিদের এই লড়াইকে কুর্নিশ জানিয়েছে গোটা দেশ।এই লড়াইয়ে সঙ্গী ছিল বাংলার ক্রিকেটার রিচা ঘোষও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স হ্যান্ডেলে লিখেছেন, “আইসিসি মহিলা বিশ্বকাপের ফাইনালে অসাধারণ জয় ভারতীয় টিমের। ফাইনালে তাদের পারফরম্যান্স অসাধারণ দক্ষতা ও আত্মবিশ্বাসকেই ফুটিয়ে তুলেছে।” গোটা টিমকে শুভেচ্ছা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। ভারতের ক্রিকেট ইতিহাসে এই ঐতিহাসিক সাফল্যের পর দেশজুড়ে শুরু হয় উদযাপন।মহিলা ক্রিকেট দলের বিশ্বকাপ জয়ে বিপুল পুরস্কার ঘোষণা করেছে বিসিসিআই। বিশ্বকাপজয়ী ভারতীয় দলের ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের জন্য ৫১ কোটি টাকার পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেন বিসিসিআই সচিব দেবজিত সাইকিয়া।
 তিনি এই জয়কে “ভারতীয় মহিলা ক্রিকেটকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার এক ঐতিহাসিক সাফল্য” বলে অভিহিত করেছেন।আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমল এই জয়কে ভারতের ১৯৮৩ সালের পুরুষ ক্রিকেট দলের বিশ্বকাপ জয়ের সঙ্গেই তুলনা করেছেন।

পিন্টারেস্টে ‘খোশখবরের’ আশ্চর্য দুনিয়া।ক্লিক করুন এই লিঙ্কে


[ছবি সৌজন্যঃ খোশখবর সাইটে ব্যবহৃত ছবিগুলি নেওয়া হয়েছে পিক্সাবে, আনস্প্ল্যাস, ফ্রিপিক, উইকিমিডিয়া কমন্স, গুগল ফটো সহ বিভিন্ন নিজস্ব সূত্র থেকে]

[ জ্ঞান বা তথ্যের কোনও কপিরাইট হয় বলে আমরা মনে করি না। পৃথিবীর বুকে প্রকাশিত অগুনতি বই, লাইব্রেরিতে ঠাসা সমুদ্র সমান জ্ঞান, অন্তর্জালে ছড়িয়ে থাকা আকাশ সমান তথ্য থেকে দু-একটি তুলে এনে পাঠকদের সামনে রাখাই এই ব্লগসাইটের কাজ। তবে জ্ঞানত কোনও ভুল,বিকৃত বা অন্ধ ভাবনার তথ্য প্রকাশ করবে না ‘খোশখবর’।] 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code