জোড়াসাঁকো থেকেই তিনি প্রথম চিঠি লিখেছিলেন এবং শেষ চিঠিটিও লিখেছিলেন এই জোড়াসাঁকো থেকেই। রবীন্দ্রনাথের চিঠির সংখ্যা প্রায় আট হাজার । ৭১ বছর ধরে দেশী ও বিদেশী ভাষায় সহস্রাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানকে চিঠি লিখেছেন তিনি । রবীন্দ্রনাথের চিঠিপত্র নিয়ে বেশ কয়েকটি সংকলন গ্রন্থ প্রকাশিত হয়েছে । এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল বিশ্বভারতীর ১৯ টি খন্ডে প্রকাশিত ‘চিঠিপত্র’ সংকলন । এতে ৭০ জনকে লেখা চিঠিপত্রের সংখ্যা হল ২৫৬৮টি । অন্যদিকে ‘ভানুসিংহের পত্রাবলী’ ও ‘ছিন্নপত্র’ মিলিয়ে মোট চিঠির সংখ্যা ২৭৮০ । হিসেব মতো রবীন্দ্রনাথের ৬০ শতাংশ চিঠি এখনও সংকলিত করাই সম্ভব হয়নি । দেশে-বিদেশে বিভিন্ন প্রতিষ্ঠানে, বিভিন্ন ব্যক্তির ব্যক্তিগত সংগ্রহে রয়ে গেছে বহু চিঠি । রবীন্দ্রনাথ ঠাকুরের বিপুল সাহিত্যকর্মের মতোই তার চিঠিপত্রের সংখ্যাও বিপুল । তার সাহিত্যমূল্যের পাশাপাশি ঐতিহাসিক মূল্যও কম নয় । একবার ক্ষিতিমোহন সেন কে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, ‘আমার লেখার চেয়ে কম হবে না আমার চিঠি। প্রত্যেকের কাছে আমার স্টাইল ভিন্ন। কিছুতেই একজনকে অন্যের লেখা স্টাইলে লিখতে পারিনে।’
তথ্যসংগ্রহ - রবীন্দ্র পত্রাভিধান ১, বিজন ঘোষাল,পত্রলেখা ও অন্যান্য সংকলন পত্রিকা
0 মন্তব্যসমূহ