একনজরে

10/recent/ticker-posts

রবীন্দ্রনাথ - যিনি প্রতিদিন আমাদের নতুন করে ভাবতে শেখান


খোশখবর ডেস্কঃ তিনি বাঙালির কাছে এক মহীরূহের মতন। কারও কাছে তিনি গুরুদেব, কারও কাছে কবিগুরু, তো কারও কাছে বিশ্বকবি। রবি ঠাকুর যেন কখনই অপ্রাসঙ্গিক নন। সব সময় তিনি নক্ষত্রের মতো উজ্জ্বল। তাঁকে বাদ দিয়ে আমাদের জীবনে বোধহয় একটা মুহূর্তও নেই। আজও তাঁর অমর সৃষ্টির মধ্য দিয়ে মানুষ খুঁজে পায় বেঁচে থাকার রসদ। খুঁজে পায় বেঁচে থাকার অনুপ্রেরণা। যাঁর দর্শনের ছায়া মেলে ধরেছে তাঁর উপন্যাস, গান কবিতাগুলি। শুধুমাত্র একটি বিশেষ দিন নয়, বাঙালি রবীন্দ্রনাথকে রোজই স্মরণ করে। রবীন্দ্রনাথ ঠাকুরের বলে যাওয়া কথাগুলো আজও আশ্চর্য রকমের প্রাসঙ্গিক ও সমসাময়িক। সমাজ থেকে শিক্ষা, মানুষের চাওয়া-পাওয়া, ভালবাসা, রাগ-অভিমান সহ নানা প্রসঙ্গে তাঁর ভাবনা প্রতিদিন আমাদের নতুন করে ভাবায়।











একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ