একনজরে

10/recent/ticker-posts

World Elder Abuse পরিবারেই নির্যাতনের শিকার প্রবীণ মানুষেরা, উদ্বেগ বিশ্ব স্বাস্থ্য সংস্থার


আজ যে বয়সে নবীন একদিন সে বয়স্ক। তাই আজ থেকেই প্রবীণ মানুষের জন্য ভাবনাচিন্তা বদলানো প্রয়োজন।

 

খোশখবর ডেস্কঃ কেমন আছেন প্রবীণ মানুষেরা? পৃথিবী জুড়েই সমাজে শিশুদের পাশাপাশি সবচেয়ে নীরবে অবহেলা ও অত্যাচার স্বীকার করতে হয় প্রবীণ মানুষদেরই। কারণ শিশু ও বয়স্ক উভয়কেই বেঁচে থাকতে নির্ভর করতে হয় অন্যের উপর। শারীরিক, মানসিক, সামাজিক বা অর্থনৈতিক – প্রবীণ মানুষেরা সব ক্ষেত্রেই বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হয়ে থাকেন। সামাজিক ক্ষেত্রে নির্যাতনের বিষয়গুলো সামনে এলেও পারিবারিক অত্যাচারের ঘটনা গুলো আড়ালেই থেকে যায়। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের ফ্যাক্ট শিট জানাচ্ছে উন্নয়নশীল এবং উন্নত সব দেশেই কম বেশী প্রবীণদের উপর নির্যাতন চলে।এই নিয়ে সচেতনতা বাড়াতেই ১৫ জুন পালন করা হয় বিশ্ব প্রবীণ নির্যাতন সচেতনতা দিবস বা ওয়ার্ল্ড এল্ডার অ্যাবিউজ অ্যাওয়ারনেস ডে।‘হু’(WHO) র ফ্যাক্ট শিট থেকে

• ৬০ বছর বা তার বেশি বয়সী প্রতি ৬ জনের মধ্যে ১ জন গত এক বছরে নিজেদের সম্প্রদায়ের মধ্যেই কোনও না কোনও ধরণের অপব্যবহারের সম্মুখীন।

• নার্সিং হোম এবং দীর্ঘমেয়াদী যত্ন ও সুবিধা পাওয়ার মতো প্রতিষ্ঠানগুলিতে বয়স্কদের নির্যাতনের হার বেশি। যেখানে প্রতি ৩ জনের মধ্যে ২ জন কর্মী রিপোর্ট করেছেন যে তারা গত এক বছরে এই অপব্যবহারের কাজ করেছে।

• কোভিড -১৯ মহামারী চলাকালীন বয়স্কদের উপর নির্যাতনের হার বেড়েছে।

• বয়স্কদের উপর অপব্যবহারের জেরে তাঁদের গুরুতর শারীরিক আঘাতের পাশাপাশি দীর্ঘমেয়াদী মানসিক সমস্যা হতে পারে।

• অনেক দেশেই জনসংখ্যার একটা বড় অংশ দ্রুত বার্ধক্যের সম্মুখীন হচ্ছে৷ ‘হু’র তরফে সেই সব দেশে বয়স্কদের নির্যাতন বৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছে।

• ২০১৫ সালে ৬০ বছর বা তার বেশি বয়সী মানুষের বৈশ্বিক জনসংখ্যা ছিল ৯০০ মিলিয়ন। ২০৫০ সালে তা দ্বিগুণেরও বেশি প্রায় ২ বিলিয়ন হবে।আজ যে বয়সে নবীন একদিন সে বয়স্ক। তাই আজ থেকেই প্রবীণ মানুষের জন্য ভাবনাচিন্তা বদলানো প্রয়োজন।এজন্য কমব্যাটিং এজিজম ক্যাম্পেইন – শুরু করেছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন।এর লক্ষ্য হল বয়সকাল এবং বার্ধক্যের ভাবনাকে পরিবর্তন করা এবং সমস্ত বয়সের জন্য একটি বিশ্ব তৈরিতে সহায়তা করা।এই লক্ষ্যেই বছরভর নানা দিবস পালনের কর্মসূচী নিয়েছে রাষ্ট্রসঙ্ঘ। যেমন -

• ইন্টারন্যাশনাল ডে ফর দি এলিমিনেশন অফ রেসিয়াল ডিসক্রিমিনেশন (২১ মার্চ)

• ইন্টারন্যাশনাল ডে অফ ফ্যামিলিস (১৫ মে)

• গ্লোবাল ডে অফ পেরেন্টস (১ জুন)

• ইন্টারন্যাশনাল ডে অফ ওল্ডার পার্সনস (১ অক্টোবর)

• হিউমান রাইটস ডে (১০ ডিসেম্বর)

• ইন্টারন্যাশনাল ইউনিভার্সাল হেলথ কভারেজ ডে (১২ ডিসেম্বর)

[ছবি সৌজন্যঃ খোশখবর সাইটে ব্যবহৃত ছবিগুলি নেওয়া হয়েছে পিক্সাবে, আনস্প্ল্যাস, ফ্রিপিক, উইকিমিডিয়া কমন্স, গুগল ফটো সহ বিভিন্ন নিজস্ব সূত্র থেকে]

[ জ্ঞান বা তথ্যের কোনও কপিরাইট হয় বলে আমরা মনে করি না। পৃথিবীর বুকে প্রকাশিত অগুনতি বই, লাইব্রেরিতে ঠাসা সমুদ্র সমান জ্ঞান, অন্তর্জালে ছড়িয়ে থাকা আকাশ সমান তথ্য থেকে দু-একটি তুলে এনে পাঠকদের সামনে রাখাই এই ব্লগসাইটের কাজ। তবে জ্ঞানত কোনও ভুল,বিকৃত বা অন্ধ ভাবনার তথ্য প্রকাশ করবে না ‘খোশখবর’।] 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ