একনজরে

10/recent/ticker-posts

AI news anchor একদম মানুষের মত খবর পড়ছে কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত অ্যাঙ্কার,দেখুন ভিডিও


ওড়িশার সংবাদমাধ্যমের ইতিহাসে লিসাই হল প্রথম AI-চালিত নিউজ অ্যাঙ্কর

খোশখবর ডেস্কঃ রক্তমাংসের সঞ্চালিকার বদলে এবার খবর পড়বে এআই অ্যাঙ্কার।ব্যাপারটা একটু খুলেই বলা যাক।সদ্য ওড়িশার বেসরকারি চ্যানেল ওটিভি কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত অ্যাঙ্কার তৈরি করে তাকে দিয়ে সংবাদ পাঠের কাজ শুরু করেছে। তার নাম দেওয়া হয়েছে লিসা।ওড়িশার সংবাদমাধ্যমের ইতিহাসে লিসাই হল প্রথম AI-চালিত নিউজ় অ্যাঙ্কর।

লিসাকে দেখে আপনার মনেই হবে না যে সে মানুষ নয়।কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তির সাহায্যে তাকে ওড়িশার ঐতিহ্যবাহী তাঁতের শাড়ি পরিয়ে তৈরি করা হয়েছে একেবারে স্থানীয় সংবাদ সঞ্চালিকার মত করে।সাংবাদিক বৈঠক করে সামনে আনা হয়েছে এই নিউজ অ্যাঙ্করকে।

আরও পড়ুনঃ কুয়েতে খবর পড়বে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে তৈরি সংবাদ পাঠিকা

তবে শুধু ওড়িয়া নয়,ইংরেজিতেও অনায়াস দক্ষতায় খবর পড়তে পারবে লিসা – এইভাবেই তৈরি করা হয়েছে তাকে।ভবিষ্যতে আরও অন্য কয়েকটি ভাষায় দক্ষ করে তোলা হবে তাকে।আর শুধু টিভি নয় ডিজিটাল প্ল্যাটফর্মেও খবর পড়বে লিসা।প্রশ্ন হল আর্টিফিসিয়াল ইন্টালিজেন্সি চালিত লিসারা যদি এবার খবর পড়তে থাকে তাহলে রক্তমাংসের সংবাদ পাঠিকাদের কী হবে? তাঁদের কাজ থাকবে তো? প্রশ্ন উঠছে সেখানেই।

তথ্যঃ ওটিভি      

 [ছবি সৌজন্যঃ খোশখবর সাইটে ব্যবহৃত ছবিগুলি নেওয়া হয়েছে পিক্সাবে, আনস্প্ল্যাস, ফ্রিপিক, উইকিমিডিয়া কমন্স, গুগল ফটো সহ বিভিন্ন নিজস্ব সূত্র থেকে]

[ জ্ঞান বা তথ্যের কোনও কপিরাইট হয় বলে আমরা মনে করি না। পৃথিবীর বুকে প্রকাশিত অগুনতি বই, লাইব্রেরিতে ঠাসা সমুদ্র সমান জ্ঞান, অন্তর্জালে ছড়িয়ে থাকা আকাশ সমান তথ্য থেকে দু-একটি তুলে এনে পাঠকদের সামনে রাখাই এই ব্লগসাইটের কাজ। তবে জ্ঞানত কোনও ভুল,বিকৃত বা অন্ধ ভাবনার তথ্য প্রকাশ করবে না ‘খোশখবর’।]   

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ