একনজরে

10/recent/ticker-posts

Geneva Robot Conference তাদের জন্য কাজ হারাবে মানুষ? জেনে নিন জেনেভায় কী বলল খোদ রোবটরা।


জেনেভায় বসেছিল বিশ্বের প্রথম মানব-রোবট প্রেস কনফারেন্স 

খোশখবর ডেস্কঃ মানুষ নয়,আগামী দিনের বিশ্ব চালাবে নকল বুদ্ধিমত্তা চালিত রোবট – এমনটাই দাবি কিছু প্রযুক্তিবিদের।এই নিয়ে বিশ্বজুড়ে তর্ক বিতর্কও কম হচ্ছে না।এমন আবহেই সুইজারল্যান্ডের জেনেভায় রাষ্ট্রসঙ্ঘের প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়নের (আইটিইউ) উদ্যোগে বসেছিল বিশ্বের প্রথম মানব-রোবট প্রেস কনফারেন্স। দু-দিনের এই আয়োজনের নাম দেওয়া হয়েছিল ‘এআই ফর গুড গ্লোবাল সামিট ২০২৩’। নিয়ে আসা হয়েছিল ন’টি হিউম্যানয়েড রোবট।অর্থাৎ রোবট কিন্তু মানুষের মত দেখতে।শুধু দেখতেই নয় কৃত্রিম মুদ্ধিমত্তার সাহায্যে এরা মানুষের বিকল্প হিসেবে অনেক কাজও করে দিতে পারে।যেমন সোফিয়া, আমেকা, গ্রেস ইত্যাদি।

অনেক দিন ধরেই এমন সব রোবট-মানুষ নিয়ে কাজ চলছে বিশ্বের বিভিন্ন অঞ্চলে। অনেকের মতে পৃথিবীজুড়ে বিজ্ঞান ও প্রযুক্তির যা উন্নতি ঘটে চলেছে তাতে এরকম রোবটের সৃষ্টি হওয়াটা ছিল খুব স্বাভাবিক।আগামীদিনে বিভিন্ন ক্ষেত্র দাপিয়ে বেড়াবে এই রোবটেরাই।



'এআই ফর গুড' সম্মেলনে সাংবাদিকদের করা প্রশ্নের উত্তরে অবশ্য তাদের জন্য মানুষের চাকরি হারানোর বিষয়টিতে জল ঢেলে দিয়েছে নার্সের নীল ইউনিফর্ম পরা গ্রেস।সে আসলে মেডিকেল রোবট।কাউকে চাকরি থেকে হটানো নয়, সাহায্য এবং সমর্থন দেওয়ার জন্যই সে মানুষের পাশাপাশি কাজ করবে বলে জানিয়ে দিয়েছে।

রোবট আমেকা জানিয়েছে,তাদের মতো রোবট মানুষের জীবনকে উন্নত করতে এবং বিশ্বকে আরও ভাল জায়গায় নিয়ে যেতে সাহায্য করতে পারে৷



তবে সময়ের প্রয়োজনে এআই রোবট এলেও তাকে ফ্র্যাঙ্কেনস্টাইন না করে সামাজিক ও পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলার জন্য তৈরি করার কথাই ভাবছেন এআই রোবট তৈরির কাজে যুক্ত প্রযুক্তিবিদ ও বিজ্ঞানীরা।জেনেভার সম্মেলনটা বাঁধা ছিল ভাবনার সেই সুতোতেই।

ছবি সৌজন্যঃ টুইটার

[ছবি সৌজন্যঃ খোশখবর সাইটে ব্যবহৃত ছবিগুলি নেওয়া হয়েছে পিক্সাবে, আনস্প্ল্যাস, ফ্রিপিক, উইকিমিডিয়া কমন্স, গুগল ফটো সহ বিভিন্ন নিজস্ব সূত্র থেকে]

[ জ্ঞান বা তথ্যের কোনও কপিরাইট হয় বলে আমরা মনে করি না। পৃথিবীর বুকে প্রকাশিত অগুনতি বই, লাইব্রেরিতে ঠাসা সমুদ্র সমান জ্ঞান, অন্তর্জালে ছড়িয়ে থাকা আকাশ সমান তথ্য থেকে দু-একটি তুলে এনে পাঠকদের সামনে রাখাই এই ব্লগসাইটের কাজ। তবে জ্ঞানত কোনও ভুল,বিকৃত বা অন্ধ ভাবনার তথ্য প্রকাশ করবে না ‘খোশখবর’।] 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ