লাইভ স্ট্রিমিং ভিউয়ারের রেকর্ড – ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থাকে (ইসরো) অভিনন্দন জানালেন ইউটিউব প্রধান নীল মোহন
খোশখবর ডেস্কঃ গত ২৩ অগস্ট ভারতের চন্দ্রযান ৩ এর ল্যান্ডারের চাঁদের পিঠে সফল অবতরণের ইউটিউব লাইভ স্ট্রিমিং ভিউয়ারের নিরিখে রেকর্ড স্থাপন করেছে – এ তথ্য জানা ছিল আগেই।এবার সোশ্যাল মিডিয়ায় এ জন্য ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থাকে (ইসরো) অভিনন্দন জানালেন ইউটিউব প্রধান নীল মোহন।
অতি কম খরচে নিজস্ব প্রযুক্তিতে সাফল্যের সঙ্গে চাঁদে অবতরণ করে রেকর্ড গড়ায় ভারতের এই সাফল্যকে কুর্নিশ জানিয়েছে গোটা বিশ্ব।ভারতবর্ষ তো বটেই ২৩ অগস্ট সন্ধ্যায় এই ঐতিহাসিক ঘটনার সরাসরি সাক্ষী হতে ইউটিউবে চোখ রেখেছিল গোটা বিশ্বের কৌতুহলী মানুষ। ইউটিউব ইন্ডিয়া জানিয়েছে যে ২৩ অগস্ট চাঁদে চন্দ্রযান-৩-এর সফট ল্যান্ডিংয়ের লাইভ স্ট্রিমটি ৮০ লক্ষের বেশি (৮ মিলিয়নেরও বেশি) দর্শক দেখেছেন, এটি বিশ্বব্যাপী সর্বাধিক দেখা ইউটিউব লাইভ।
ইউটিউব প্রধান নীল মোহন এক্স-এ (আগের টুইটার) একটি পোস্টে লিখেছেন, "দেখার ক্ষেত্রে এটা খুবই উত্তেজনাপূর্ণ ছিল – ইসরোর পুরো দলকে অভিনন্দন। ৮ মিলিয়ন দর্শক অবিশ্বাস্য!" এর সঙ্গে ইসরোর কন্ট্রোল রুমের সম্প্রচার থেকে শুরু করে চন্দ্রযান-৩ এর চূড়ান্ত অবতরণ এবং মহাকাশ সংস্থার কর্মকর্তাদের মধ্যে উদযাপনের একটা ১৬ সেকেন্ডের ক্লিপ জুড়ে দেওয়া হয়েছে।
This was so exciting to watch - congratulations to the whole team at @isro. 8M concurrent viewers is incredible! https://t.co/PM3MJgkPrE
— Neal Mohan (@nealmohan) September 14, 2023
সফলভাবে সফট ল্যান্ডিংয়ের পর চন্দ্রযান-৩ ল্যান্ডারটি চাঁদের দক্ষিণ মেরুর কাছে রয়েছে।চন্দ্রযান-৩ ল্যান্ডার চাঁদের দক্ষিণ মেরুতে সফলভাবে অবতরণ করায় ভারত ঐতিহাসিক কৃতিত্ব অর্জনকারী প্রথম দেশ হিসাবে পরিণত হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র, চিন এবং রাশিয়ার পরে ভারত চতুর্থ দেশ হিসেবে সফলভাবে চাঁদের পৃষ্ঠে অবতরণ করেছে।
[ছবি সৌজন্যঃ খোশখবর সাইটে ব্যবহৃত ছবিগুলি নেওয়া হয়েছে পিক্সাবে, আনস্প্ল্যাস, ফ্রিপিক, উইকিমিডিয়া কমন্স, গুগল ফটো সহ বিভিন্ন নিজস্ব সূত্র থেকে]
[ জ্ঞান বা তথ্যের কোনও কপিরাইট হয় বলে আমরা মনে করি না। পৃথিবীর বুকে প্রকাশিত অগুনতি বই, লাইব্রেরিতে ঠাসা সমুদ্র সমান জ্ঞান, অন্তর্জালে ছড়িয়ে থাকা আকাশ সমান তথ্য থেকে দু-একটি তুলে এনে পাঠকদের সামনে রাখাই এই ব্লগসাইটের কাজ। তবে জ্ঞানত কোনও ভুল,বিকৃত বা অন্ধ ভাবনার তথ্য প্রকাশ করবে না ‘খোশখবর’।]
0 মন্তব্যসমূহ