একনজরে

10/recent/ticker-posts

Lionel Messi set for India মেসি আসছেন ভারতে, কলকাতায় নয়, তবে কোথায়?

মেসি আসছেন ভারতে, কলকাতায় নয়, তবে কোথায়?

খোশখবর ডেস্কঃ মেসি মানেই ফুটবল দুনিয়ায় অন্য উন্মাদনা।আর্জেন্টিনার কিংবদন্তী ফুটবলার লিওনেল মেসি এবার আসতে চলেছেন ভারতে।জানা যাচ্ছে সব কিছু ঠিকঠাক থাকলে আগামী বছরের শেষের দিকে একটি আন্তর্জাতিক ম্যাচে ভারতে খেলবেন লিওনেল।হিন্দুস্থান টাইমসের তথ্য অনুসারে এই খেলা হবে কেরালায়।

আরও পড়ুনঃ 
ইউটিউবে রেকর্ড, তাক লাগালেন রোনালদো। 

বুধবার তিরুবনন্তপুরমে একটি সাংবাদিক সম্মেলনে কেরালার ক্রীড়ামন্ত্রী ভি আবদুরহিমান জানিয়েছেন যে লিওনেল মেসি আগামী বছর কেরালায় খেলতে আসছেন।ম্যাচটি পরিচালিত হবে কেরল সরকারের সম্পূর্ণ তত্ত্বাবধানে।এই হাই-প্রোফাইল ফুটবল ইভেন্ট আয়োজনের জন্য কেরল সরকারের সঙ্গে আর্থিক সহায়তায় থাকবেন সে রাজ্যের বণিকমহল।

আরও পড়ুনঃ

এর ঠিক ১৪ বছর আগে ২০১১ সালে ভারতে এসেছিলেন মেসি।সেবার কলকাতায় আর্জেন্টিনা ভেনেজুয়েলার বিপক্ষে একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচে অংশ নিয়েছিল।তাতেই মাঠে নেমেছিলেন বিশ্ব ফুটবলের আইকন লিওনেল মেসি।ম্যাচটি উপভোগ করেছিল কলকাতার মেসি পাগল দর্শক।

মেসি আসছেন ভারতে, কলকাতায় নয়, তবে কোথায়?

তবে এবার মেসির গন্তব্য কেন কেরালা? জানা যচ্ছে মেসির দেশ থেকে হাজার হাজার মাইল দূরে ভারতের দক্ষিণে কেরল রাজ্যে মেসির ভক্ত প্রচুর।তারা মেসির জন্যে রাত জাগে। কেরালার ফুটবল সংস্কৃতি, আবেগ এবং ঐতিহ্যের গভীরে প্রোথিত ভালবাসা মেসিকে যেন তাঁদের নিজেদের একজন হিসেবেই গ্রহণ করেছে। ২০২২ এর ফুটবল বিশ্বকাপে কেরালার মেসি উন্মাদনা নজর কেড়েছিল আর্জেন্টিনার ফুটবল কর্তাদেরও।

তথ্যঃ হিন্দুস্থান টাইমস ডট কম


[ছবি সৌজন্যঃ খোশখবর সাইটে ব্যবহৃত ছবিগুলি নেওয়া হয়েছে পিক্সাবে, আনস্প্ল্যাস, ফ্রিপিক, উইকিমিডিয়া কমন্স, গুগল ফটো সহ বিভিন্ন নিজস্ব সূত্র থেকে]

[ জ্ঞান বা তথ্যের কোনও কপিরাইট হয় বলে আমরা মনে করি না। পৃথিবীর বুকে প্রকাশিত অগুনতি বই, লাইব্রেরিতে ঠাসা সমুদ্র সমান জ্ঞান, অন্তর্জালে ছড়িয়ে থাকা আকাশ সমান তথ্য থেকে দু-একটি তুলে এনে পাঠকদের সামনে রাখাই এই ব্লগসাইটের কাজ। তবে জ্ঞানত কোনও ভুল,বিকৃত বা অন্ধ ভাবনার তথ্য প্রকাশ করবে না ‘খোশখবর’।]  

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code