খোশখবর ডেস্কঃ আপনি চান না চান ক্রমেই বিশ্বের সব ক্ষেত্রেই ঢুকে পড়ছে Artificial intelligence বা কৃত্রিম বুদ্ধিমত্তা।এআই আমাদের কাজের ধরণ বদলে দিচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা এখন আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে এবং বহু ক্ষেত্রে এটি অপরিহার্যও হয়ে পড়েছে।শিক্ষাব্যবস্থা থেকে শুরু করে শিল্পক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করছে কৃত্রিম বুদ্ধিমত্তা।আপনি পেশাজীবী হোন ও শিক্ষার্থী, আপনাকে এগিয়ে যেতে গেলে এআই- এর ব্যবহার বোঝা এখন একটি অত্যাবশ্যক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।এমন পরিস্থিতিতেই বিশ্বজুড়ে শিক্ষার্থীদের Artificial intelligence -এ সক্ষম করতে পাঁচটি বিনামূল্যের এআই প্রশিক্ষণ কর্মসূচি চালু করেছে গুগল।এই তথ্য দিয়েছে এনডিটিভি ডট কম।
গুগলের চালু করা পাঁচটি প্রধান এআই প্রশিক্ষণ কর্মসূচি
১. Prompting Essentials (প্রম্পটিং এসেনশিয়ালস)
২. AI Essentials(এআই এসেনশিয়ালস)
৩. AI for Small Business(এআই ফর স্মল বিজনেস)
৪. Generative AI for Educators with Gemini(জেনারেটিভ এআই ফর এডুকেটরস উইথ জেমিনাই)
৫। AI for Students(এআই ফর স্টুডেন্টস)
পাঁচটি এআই প্রশিক্ষণ কর্মসূচির সময়সীমা
১।প্রম্পটিং এসেনশিয়ালস - (৬ ঘণ্টা, অনলাইন ও বিনামূল্যে)
২। এআই এসেনশিয়ালস - (৫ ঘণ্টা, নিজের গতিতে সম্পন্নযোগ্য)
৩। এআই ফর স্মল বিজনেস - (সময়সীমা বলা নেই)
৪। জেনারেটিভ এআই ফর এডুকেটরস উইথ জেমিনি - (২ ঘণ্টা)
৫। এআই ফর স্টুডেন্টস – (সময়সীমা বলা নেই)
![]() |
| ইউটিউবে 'খোশখবর' |
পাঁচটি এআই প্রশিক্ষণ, কী শেখানো হবে?
১. Prompting Essentials (প্রম্পটিং এসেনশিয়ালস)- গুগলের এআই বিশেষজ্ঞদের দ্বারা পরিচালিত এই প্রশিক্ষণ কর্মসূচিতে কার্যকর প্রম্পট লেখার দক্ষতা শেখানোর মাধ্যমে এআই-এর কার্যকর ব্যবহার শেখানোই এই কোর্সের লক্ষ্য।এর মাধ্যমে তথ্য বিশ্লেষণ ও প্রেজেন্টেশন তৈরির গতি বৃদ্ধি পাবে।
২. AI Essentials(এআই এসেনশিয়ালস)- জেনারেটিভ এআই দিয়ে আইডিয়া ও কনটেন্ট তৈরি ও দৈনন্দিন কাজকে দ্রুততর করতে এবং নতুনভাবে চিন্তার সহায়তা করার উদ্দেশ্যে তৈরি। যেকোনো শিল্পক্ষেত্রের ও অভিজ্ঞতার স্তরের শিক্ষার্থীরা এতে অংশ নিতে পারবেন।
৩. AI for Small Business(এআই ফর স্মল বিজনেস) - যারা উদ্যোক্তা তাদের ব্যবসা বৃদ্ধির জন্য সঠিক এআই টুল বেছে নিতে এই প্রশিক্ষণ সহায়তা করবে।বাস্তব ব্যবসায়িক সমস্যার সমাধানে গুগল এআই-এর ব্যবহারিক প্রয়োগের সুযোগ থাকবে।
৪. Generative AI for Educators with Gemini(জেনারেটিভ এআই ফর এডুকেটরস উইথ জেমিনাই) - ব্যক্তিগত শেখার অভিজ্ঞতা, পাঠ পরিকল্পনায় সৃজনশীলতা বৃদ্ধি, * নতুন পাঠ্যসামগ্রী তৈরি, পুরোনো কনটেন্ট আপডেট ইত্যাদি Gemini ব্যবহারের মাধ্যমে শেখানো হবে।সময় সাশ্রয় ও প্রশাসনিক কাজের সহজীকরণ ঘটবে এর মাধ্যমে।
৫। AI for Students(এআই ফর স্টুডেন্টস) - শিক্ষার্থীদের পড়াশোনা ও ভবিষ্যৎ ক্যারিয়ারের প্রস্তুতিতে এআই ব্যবহার শেখানোর জন্য তৈরি করা হয়েছে এটি। গুরুত্বারোপ করা বিষয়ের মধ্যে রয়েছে ১. হোমওয়ার্ক সহায়তা ২. পরীক্ষার প্রস্তুতি ৩. লেখালেখি ৪. চাকরির অনুসন্ধান।
বিনামূল্যে এসব প্রশিক্ষণ কেন দিচ্ছে গুগল? আসলে এই টেক জায়ান্টের লক্ষ্য হল এআইকে সবার জন্য সহজলভ্য ও স্বাভাবিক করে তোলা।এই মুহূর্তে দুনিয়া চ্যাটজিপিটির সঙ্গে পাল্লা দিয়ে এআই দুনিয়া কাপাচ্ছে গুগল।প্রযুক্তিগত পরিবর্তনের যুগে যাতে শিক্ষার্থী, শিক্ষক, পেশাজীবী ও উদ্যোক্তারা আত্মবিশ্বাসের সঙ্গে এআই ব্যবহার করতে পারে তাতে দিনের শেষে লাভ গুগলেরই।
পিন্টারেস্টে ‘খোশখবরের’ আশ্চর্য দুনিয়া।ক্লিক করুন এই লিঙ্কে
[ছবি সৌজন্যঃ খোশখবর সাইটে ব্যবহৃত ছবিগুলি নেওয়া হয়েছে পিক্সাবে, আনস্প্ল্যাস, ফ্রিপিক, উইকিমিডিয়া কমন্স, গুগল ফটো সহ বিভিন্ন নিজস্ব সূত্র থেকে]
[ জ্ঞান বা তথ্যের কোনও কপিরাইট হয় বলে আমরা মনে করি না। পৃথিবীর বুকে প্রকাশিত অগুনতি বই, লাইব্রেরিতে ঠাসা সমুদ্র সমান জ্ঞান, অন্তর্জালে ছড়িয়ে থাকা আকাশ সমান তথ্য থেকে দু-একটি তুলে এনে পাঠকদের সামনে রাখাই এই ব্লগসাইটের কাজ। তবে জ্ঞানত কোনও ভুল,বিকৃত বা অন্ধ ভাবনার তথ্য প্রকাশ করবে না ‘খোশখবর’।]

.jpeg)
0 মন্তব্যসমূহ