খোশখবর ডেস্কঃ প্রতি বছর ২৪ অক্টোবর ১৯৪৫ সালে রাষ্ট্রসঙ্ঘের সনদ কার্যকর হওয়ার বার্ষিকী হিসেবে পালন করা হয়। নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্যসহ বেশিরভাগ স্বাক্ষরকারী দেশের অনুমোদনের পর এই ঐতিহাসিক দলিল কার্যকর হয় এবং রাষ্ট্রসঙ্ঘ আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়।
গোটা পৃথিবীতে রাষ্ট্রসঙ্ঘের মতো প্রভাবশালী ও মান্যতা পাওয়া সংস্থা আর নেই। কোনো বৈশ্বিক প্রতিষ্ঠানই এত মানুষের মনে একটি উন্নত বিশ্বের আশা জাগাতে বা সেই ভবিষ্যৎ বাস্তবায়িত করার প্রতিশ্রুতি দিতে সক্ষম নয়।বিভিন্ন সমস্যার সমাধানের পথ খুলেই গত ৮০ বছর ধরে এই সংস্থা দেখিয়েছে একটি ন্যায়নিষ্ঠ, শান্তিপূর্ণ ও স্থায়ী বিশ্ব তৈরির। প্রতি বছর পালিত এই ‘রাষ্ট্রসঙ্ঘ দিবস’ আমাদের যৌথ কর্মসূচিকে আরও জোরালোভাবে তুলে ধরার সুযোগ করে দেয়।
“For 80 years, we have worked to forge peace, tackle poverty & hunger, advance human rights & build a more sustainable world – together.”
— United Nations (@UN) October 24, 2025
On Friday's #UNDay, @antonioguterres urges people to unite & fulfil the extraordinary promise of the United Nations.https://t.co/D4ULu24igk pic.twitter.com/GGxLekcvQV
পিন্টারেস্টে ‘খোশখবরের’ আশ্চর্য দুনিয়া।ক্লিক করুন এই লিঙ্কে
[ছবি সৌজন্যঃ খোশখবর সাইটে ব্যবহৃত ছবিগুলি নেওয়া হয়েছে পিক্সাবে, আনস্প্ল্যাস, ফ্রিপিক, উইকিমিডিয়া কমন্স, গুগল ফটো সহ বিভিন্ন নিজস্ব সূত্র থেকে]
[ জ্ঞান বা তথ্যের কোনও কপিরাইট হয় বলে আমরা মনে করি না। পৃথিবীর বুকে প্রকাশিত অগুনতি বই, লাইব্রেরিতে ঠাসা সমুদ্র সমান জ্ঞান, অন্তর্জালে ছড়িয়ে থাকা আকাশ সমান তথ্য থেকে দু-একটি তুলে এনে পাঠকদের সামনে রাখাই এই ব্লগসাইটের কাজ। তবে জ্ঞানত কোনও ভুল,বিকৃত বা অন্ধ ভাবনার তথ্য প্রকাশ করবে না ‘খোশখবর’।]

0 মন্তব্যসমূহ