একনজরে

10/recent/ticker-posts

Mosquitoes Discovered In Iceland এই প্রথম আইসল্যান্ডে খোঁজ মিলল মশার


খোশখবর ডেস্কঃ পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক প্রাণীর তালিকার প্রথমেই আছে মশার নাম।বিশ্বের বিভিন্ন দেশ এই ক্ষুদে প্রাণীর জ্বালায় অতিষ্ট হয়ে উঠলেও এতদিন এদের থেকে রেহাই ছিল আইসল্যান্ডের।আইসল্যান্ড ছিল পৃথিবীর সেই কয়েকটি অঞ্চলের একটি যেখানে কোনো মশা ছিল না।

কিন্তু যে দেশ এতদিন বিশ্বের মশামুক্ত অঞ্চলগুলির মধ্যে অন্যতম হিসেবে পরিচিত ছিল সেই আইসল্যান্ডে এই প্রথম মশার সন্ধান পেলেন বিজ্ঞানীরা।সংবাদসংস্থা এএফপিকে উদ্ধৃত করে এই তথ্য দিয়েছে সিএনএন ও এনডিটিভি।সংবাদসংস্থাকে এই তথ্য জানিয়েছেন আইসল্যান্ডের ন্যাচারাল সায়েন্স ইনস্টিটিউটের কীটতত্ত্ববিদ ম্যাথিয়াস আলফ্রেডসন। জানা গেছে রেইকিয়াভিকের প্রায় ৩০ কিলোমিটার বা ২০ মাইল উত্তরে তিনটি কিউলিসেটা অ্যানুলাটা (Culiseta annulata) প্রজাতির দুটি স্ত্রী ও একটি পুরুষ মশা দেখা গেছে।

কিন্তু এতদিন কেন মশার খোঁজ পাওয়া যায়নি আইসল্যান্ডে? বিজ্ঞানীরা জানিয়েছেন মশার জন্মানোর ও টিকে থাকার মত পরিবেশ ছিল না সেখানে। আর এর জন্যে জলবায়ু পরিবর্তনকেই দায়ী করেছেন বিজ্ঞানীরা।অ্যান্টার্কটিকার পাশাপাশি আইসল্যান্ড এতদিন পৃথিবীর অল্প কয়েকটি স্থানের একটি ছিল যেখানে কোনো মশার প্রজাতি টিকে থাকতে পারেনি।আইসল্যান্ডে বর্ধিত তাপমাত্রা, দীর্ঘ গ্রীষ্ম ও নরম শীত মশার প্রজননের অনুকূল পরিবেশ তৈরি করেছে বলে মনে করছেন গবেষকরা।

কিন্তু কীভাবে মশা এল সেখানে? গবেষকরা মনে করছেন জাহাজ বা কনটেনারের মাধ্যমে আইসল্যান্ডে প্রবেশ করতে পারে মশা। তবে এ সম্পর্কে নিশ্চিত হতে আরও পর্যবেক্ষণ প্রয়োজন।তথ্য বলছে অনেক বছর আগে কেফলাভিক বিমানবন্দরে একটি বিমানে এডিস নিগ্রিপেস (আর্কটিক মশা প্রজাতি)-এর একটি নমুনা পাওয়া গেলেও তা পরে হারিয়ে যায়।

তথ্যঃ সিএনএন ও এনডিটিভি 

পিন্টারেস্টে ‘খোশখবরের’ আশ্চর্য দুনিয়া।ক্লিক করুন এই লিঙ্কে


[ছবি সৌজন্যঃ খোশখবর সাইটে ব্যবহৃত ছবিগুলি নেওয়া হয়েছে পিক্সাবে, আনস্প্ল্যাস, ফ্রিপিক, উইকিমিডিয়া কমন্স, গুগল ফটো সহ বিভিন্ন নিজস্ব সূত্র থেকে]

[ জ্ঞান বা তথ্যের কোনও কপিরাইট হয় বলে আমরা মনে করি না। পৃথিবীর বুকে প্রকাশিত অগুনতি বই, লাইব্রেরিতে ঠাসা সমুদ্র সমান জ্ঞান, অন্তর্জালে ছড়িয়ে থাকা আকাশ সমান তথ্য থেকে দু-একটি তুলে এনে পাঠকদের সামনে রাখাই এই ব্লগসাইটের কাজ। তবে জ্ঞানত কোনও ভুল,বিকৃত বা অন্ধ ভাবনার তথ্য প্রকাশ করবে না ‘খোশখবর’।] 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code