খোশখবর ডেস্কঃ প্রতিবছরের মত এবারও দীপাবলির আগেই ফের রেকর্ড গড়ল অযোধ্যা।এবার নতুন রেকর্ড গড়ে দীপাবলির আগেই সারযূ নদীর তীরে ‘দীপোৎসব’ উৎসবে জ্বালানো হয়েছে ২৬.১৭ লক্ষ মাটির প্রদীপ।যা একটি বিশ্বরেকর্ড।পাশাপাশি একসঙ্গে ২,১২৮ জন মানুষের বৃহৎ ‘আরতি’ অনুষ্ঠান ও গড়েছে নতুন বিশ্ব রেকর্ড।এনডিটিভির তথ্য অনুযায়ী গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের প্রতিনিধিরা ড্রোনের সাহায্যে প্রদীপ গণনা করে এই রেকর্ড নিশ্চিত করেছেন বলে জানিয়েছে উত্তরপ্রদেশ সরকার।
কী ছিল এবারের ‘দীপোৎসব’ অনুষ্ঠানে?
এবারের জমকালো ‘দীপোৎসব’ অনুষ্ঠানের লক্ষ্যই ছিল অযোধ্যার আগের রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়া। বিশেষ আকর্ষণ ছিল বৃহৎ ‘আরতি’ অনুষ্ঠান, মনোমুগ্ধকর আলো ও শব্দের প্রদর্শনী এবং চিত্তাকর্ষক আতশবাজির শো।উৎসবের মূল অনুষ্ঠান শুরু হয় বিকেল ৫টায় এবং চলে রাত ৮টা পর্যন্ত।ছিল রাম, সীতা ও লক্ষ্মণের সাজে সজ্জিত শিল্পীদের উদ্দেশে ‘আরতি’ করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি ‘পুষ্পক বিমানে’ টানেন, অযোধ্যায় সাধু-সন্তদের শুভেচ্ছা জানান।
— MyGov UP (@MyGov_UP) October 19, 2025
অযোধ্যায় ফের কিসের গিনেস রেকর্ড?
এবছর বিশ্বের সর্ববৃহৎ প্রদীপ প্রদর্শনের জন্য। উত্তরপ্রদেশ পর্যটন দপ্তর, অযোধ্যা প্রশাসন এবং রামমনোহর লোহিয়া অবধ বিশ্ববিদ্যালয় যৌথভাবে পেয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস পুরস্কার।দীপাবলির আগেই সারযূ নদীর তীরে অনুষ্ঠিত দীপোৎসব উৎসবে জ্বালানো হয়েছে ২৬.১৭ লক্ষ প্রদীপ।মোট ২৬,১৭,২১৫ প্রদীপে আলোকিত হয়েছে ‘রাম কি পৈড়ি’ এবং ৫৬টি ঘাট।উৎসবের সময় প্রদীপ জ্বালানোর জন্য ৩৩,০০০ স্বেচ্ছাসেবক নিয়োজিত ছিলেন। পাশাপাশি একসঙ্গে ২,১২৮ জন মানুষ ‘আরতি’ করেছেন।ছিল মনোমুগ্ধকর আলো ও শব্দের প্রদর্শনী এবং চিত্তাকর্ষক আতশবাজির শো।
তথ্যঃ এনডিটিভি ডট কম
পিন্টারেস্টে ‘খোশখবরের’ আশ্চর্য দুনিয়া।ক্লিক করুন এই লিঙ্কে
[ছবি সৌজন্যঃ খোশখবর সাইটে ব্যবহৃত ছবিগুলি নেওয়া হয়েছে পিক্সাবে, আনস্প্ল্যাস, ফ্রিপিক, উইকিমিডিয়া কমন্স, গুগল ফটো সহ বিভিন্ন নিজস্ব সূত্র থেকে]
[ জ্ঞান বা তথ্যের কোনও কপিরাইট হয় বলে আমরা মনে করি না। পৃথিবীর বুকে প্রকাশিত অগুনতি বই, লাইব্রেরিতে ঠাসা সমুদ্র সমান জ্ঞান, অন্তর্জালে ছড়িয়ে থাকা আকাশ সমান তথ্য থেকে দু-একটি তুলে এনে পাঠকদের সামনে রাখাই এই ব্লগসাইটের কাজ। তবে জ্ঞানত কোনও ভুল,বিকৃত বা অন্ধ ভাবনার তথ্য প্রকাশ করবে না ‘খোশখবর’।]
0 মন্তব্যসমূহ