একনজরে

10/recent/ticker-posts

Newspaper Vendors’ Day ১৫ অক্টোবর ‘সংবাদপত্র বিক্রেতা দিবস’,

খোশখবর ডেস্কঃ বিশ্বজুড়ে প্রতি মহূর্তে, প্রতিদিন ঘটে চলে নানা ঘটনা।কিন্ত সাংবাদিক ও সংবাদপত্র অফিসে অক্ষরবন্দি হওয়ার পর সেই খবরের কাগজ আমাদের ঘরে ঘরে পৌঁছে দেন বিক্রেতারাই।বৃষ্টি হোক বা শীত, উৎসব হোক বা ছুটি প্রতিদিন সকালেই আমাদের নির্দিষ্ট ঠিকানায় খররের কাগজটি পৌঁছে দিয়ে যান তাঁরা।দশকের পর দশক ধরেই চলছে এই ব্যবস্থা।

এই পেশা ও পেশার মানুষজনকে সম্মান জানাতেই ফি বছর ১৫ অক্টোবর উদযাপিত হয় ‘সংবাদপত্র বিক্রেতা দিবস বা Newspaper Vendors’ Day।প্রতিদিন ভোরবেলায় আমাদের দোরগোড়ায় সংবাদ পৌঁছে দেওয়ার আসল কাজটি করেন এই বিক্রেতারাই।

প্রতিদিন সকাল হওয়ার আগেই, প্রথম সূর্যের আলো আপনাকে জাগিয়ে দেওয়ার আগেই কাজ শুরু করে দেন লক্ষাধিক সংবাদপত্র বিক্রেতা।এরপর সাইকেল বা স্কুটারে চড়ে দিনের প্রথম সংবাদটি পৌঁছে দেন তাঁরাই।

‘নিউজপেপার ভেন্ডার্স ডে’ উপলক্ষে সংবাদপত্র বিক্রেতাদের অন্তর থেকে কৃতজ্ঞতা জানিয়েছে টাইমস অফ ইন্ডিয়া গ্রুপ।তারা লিখেছে “দিল সে শুকরিয়া” — আপনারা আমাদের নীরব দিনের যোদ্ধা।আপনারা কেবল বিতরণ অংশীদার নন, আমাদের সহযোদ্ধা।... রইল আন্তরিক অভিবাদন—“স্যালুট টু আওয়ার মর্নিং হিরোস!”

সংবাদপত্র গোষ্ঠীর বক্তব্য আমাদের তথ্য ও গল্পগুলো কিন্তু আসলে প্রতিদিন পাঠকের দোরগোড়ায় পৌঁছে দেয় বিক্রেতারাই।তাঁরা সেই অদৃশ্য সুতো যারা দেশজুড়ে লক্ষ লক্ষ পরিবারের সঙ্গে আমাদের সংযোগ রক্ষা করে।

ভোরের আলো ফুটবার আগেই যাঁরা ঘর থেকে বেরিয়ে পড়ে রাস্তায় রাস্তায় ছুটে বেড়ান, ঘামে ভিজে যান, তবু থেমে যান না সেই ভারতের অদৃশ্য হিরোদের প্রতি শ্রদ্ধাঞ্জলি।তাঁদেরই কল্যাণে আমাদের সকাল শুরু হয় খবরের কাগজ হাতে নিয়ে।

  পিন্টারেস্টে ‘খোশখবরের’ আশ্চর্য দুনিয়া।ক্লিক করুন এই লিঙ্কে


[ছবি সৌজন্যঃ খোশখবর সাইটে ব্যবহৃত ছবিগুলি নেওয়া হয়েছে পিক্সাবে, আনস্প্ল্যাস, ফ্রিপিক, উইকিমিডিয়া কমন্স, গুগল ফটো সহ বিভিন্ন নিজস্ব সূত্র থেকে]

[ জ্ঞান বা তথ্যের কোনও কপিরাইট হয় বলে আমরা মনে করি না। পৃথিবীর বুকে প্রকাশিত অগুনতি বই, লাইব্রেরিতে ঠাসা সমুদ্র সমান জ্ঞান, অন্তর্জালে ছড়িয়ে থাকা আকাশ সমান তথ্য থেকে দু-একটি তুলে এনে পাঠকদের সামনে রাখাই এই ব্লগসাইটের কাজ। তবে জ্ঞানত কোনও ভুল,বিকৃত বা অন্ধ ভাবনার তথ্য প্রকাশ করবে না ‘খোশখবর’।] 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code