একনজরে

10/recent/ticker-posts

Global Innovation Index 2025 উদ্ভাবনে সবচেয়ে এগিয়ে কোন দেশ? কোথায় আছে ভারত?


খোশখবর ডেস্কঃ এগিয়ে চলছে পৃথিবী আর প্রতিদিনই বিশ্বজুড়ে হয়ে চলেছে নানা বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত উদ্ভাবন।গ্লোবাল ইনোভেশন ইনডেক্স ২০২৫ এর তথ্য জানাচ্ছে এই মুহূর্তে ইউরোপ এখনও সবচেয়ে উদ্ভাবনী অঞ্চল হিসেবে এগিয়ে রয়েছে। বিশ্বজুড়ে শীর্ষ ২৫ দেশের মধ্যে ১৫টি দেশ ইউরোপের।যার মধ্যে সুইজারল্যান্ড রয়েছে ১ নম্বরে। ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রকাশিত তথ্য অনুসারে গ্লোবাল ইনোভেশন ইনডেক্স অনুযায়ী, উদ্ভাবনের মানচিত্রে ভারত ধীরে ধীরে এগিয়ে চলেছে।২০২০ সালে যেখানে ভারতের স্থান ছিল ৪৮-এ, ২০২৫ সালে তা বেড়ে হয়েছে ৩৮তম।

তবে উদ্ভাবন ব্যবস্থার পরিবর্তন হচ্ছে দ্রুত।একদিকে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও কোয়ান্টাম কম্পিউটিং-এ অগ্রগতি দ্রুত ঘটছে, অন্যদিকে গবেষণা ও উন্নয়ন (R&D)-এর বৃদ্ধি কমে যাচ্ছে।বিশ্ব মেধাস্বত্ব সংস্থা (WIPO)-এর গ্লোবাল ইনোভেশন ইনডেক্স ২০২৫ অনুযায়ী ২০২৪ সালে গবেষণা ও উন্নয়ন ক্ষেত্রে বৃদ্ধি ছিল ২.৯%, যা ২০২৫ সালে আরও হ্রাস পেয়ে ২.৩%-এ নামবে বলে অনুমান করা হয়েছে।

এই ইনডেক্স অনুসারে সুইডেন আছে ২ নম্বরে।ভাল জায়গায় আছে উত্তর আমেরিকা।যেমন মার্কিন যুক্তরাষ্ট্র ৩ নম্বরে এবং কানাডা ১৭ নম্বরে আছে।অন্যদিকে, দক্ষিণ-পূর্ব এশিয়া, পূর্ব এশিয়া ও ওশেনিয়া (SEAO) অঞ্চল দ্রুত উদ্ভাবনের কেন্দ্র হিসেবে উঠে আসছে।চিন শীর্ষ ১০-এর মধ্যে ১০ নম্বরে আছে তবে জ্ঞান ও প্রযুক্তি উৎপাদনে সুইজারল্যান্ডকে ছাড়িয়ে গেছে।চিন গবেষণা ও উন্নয়ন খরচে ২ নম্বরে, এবং বিশ্বের অন্যতম বৃহৎ উদ্ভাবন ক্লাস্টারগুলির কেন্দ্র।ভারত নিম্ন-মধ্যম আয়ের দেশগুলির মধ্যে এবং মধ্য ও দক্ষিণ এশিয়া অঞ্চলে ১ নম্বর স্থানে রয়েছে।

গ্লোবাল ইনোভেশন ইনডেক্স ২০২৫ – শীর্ষ ১০ দেশ*

স্থান - দেশ - স্কোর

1 সুইজারল্যান্ড - 66

2 সুইডেন - 62.6

3 যুক্তরাষ্ট্র - 61.7

4 দক্ষিণ কোরিয়া - 60

5 সিঙ্গাপুর - 59.9

6 যুক্তরাজ্য - 59.1

7 ফিনল্যান্ড - 57.7

8 নেদারল্যান্ডস - 57

9 ডেনমার্ক - 56.9

10 চিন - 56.6

* উৎসঃ গ্লোবাল ইনোভেশন ইনডেক্স ২০২৫

পিন্টারেস্টে ‘খোশখবরের’ আশ্চর্য দুনিয়া।ক্লিক করুন এই লিঙ্কে


[ছবি সৌজন্যঃ খোশখবর সাইটে ব্যবহৃত ছবিগুলি নেওয়া হয়েছে পিক্সাবে, আনস্প্ল্যাস, ফ্রিপিক, উইকিমিডিয়া কমন্স, গুগল ফটো সহ বিভিন্ন নিজস্ব সূত্র থেকে]

[ জ্ঞান বা তথ্যের কোনও কপিরাইট হয় বলে আমরা মনে করি না। পৃথিবীর বুকে প্রকাশিত অগুনতি বই, লাইব্রেরিতে ঠাসা সমুদ্র সমান জ্ঞান, অন্তর্জালে ছড়িয়ে থাকা আকাশ সমান তথ্য থেকে দু-একটি তুলে এনে পাঠকদের সামনে রাখাই এই ব্লগসাইটের কাজ। তবে জ্ঞানত কোনও ভুল,বিকৃত বা অন্ধ ভাবনার তথ্য প্রকাশ করবে না ‘খোশখবর’।] 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code