BREAKING NEWS
— The Nobel Prize (@NobelPrize) October 9, 2025
The 2025 #NobelPrize in Literature is awarded to the Hungarian author László Krasznahorkai “for his compelling and visionary oeuvre that, in the midst of apocalyptic terror, reaffirms the power of art.” pic.twitter.com/vVaW1zkWPS
এই সপ্তাহেই ইতিমধ্যে চিকিৎসাবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ও রসায়নে ২০২৫ সালের নোবেলজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে।এবছর সাহিত্যে নোবেল দিতে গিয়ে লাসলো ক্রাসনাহোরকাইকে প্রভাবশালী ও দূরদর্শী সাহিত্যকর্মের স্রষ্টা বলে বর্ণনা করা হয়েছে। কমিটির বিবৃতিতে লাসলো ক্রাসনাহোরকাইকে বর্ণনা করা হয়েছে মধ্য ইউরোপীয় ঐতিহ্যের একজন মহান মহাকাব্যিক লেখক হিসেবে। বলা হচ্ছে তাঁর সাহিত্যকর্ম কাফকা থেকে টমাস বার্নহার্ড পর্যন্ত বিস্তৃত ঐতিহ্যের ধারাবাহিকতায় অবস্থান করছে।
লাসলো ক্রাসনাহোরকাইয়ের জন্ম জন্ম ১৯৫৪ সালের ৫ জানুয়ারি।২০১৫ সালে ম্যান বুকার আন্তর্জাতিক পুরস্কার জিতেছিলেন এই হাঙ্গেরীয় ঔপন্যাসিক এবং চিত্রনাট্যকার। পোস্টমডার্ন হিসেবে চিহ্নিত এই লেখকের বিখ্যাত উপন্যাস স্যাটানটাঙ্গো (১৯৮৫) এবং দ্য মেলানকোলি অফ রেজিস্ট্যান্স (১৯৮৯)।This year’s #NobelPrize laureate in literature László Krasznahorkai is a great epic writer in the Central European tradition that extends through Kafka to Thomas Bernhard, and is characterised by absurdism and grotesque excess. pic.twitter.com/7YraQAfhsG
— The Nobel Prize (@NobelPrize) October 9, 2025
তথ্যঃ nobelprize.org ও ndtv.com
ছবিঃ এক্স
পিন্টারেস্টে ‘খোশখবরের’ আশ্চর্য দুনিয়া।ক্লিক করুন এই লিঙ্কে
[ছবি সৌজন্যঃ খোশখবর সাইটে ব্যবহৃত ছবিগুলি নেওয়া হয়েছে পিক্সাবে, আনস্প্ল্যাস, ফ্রিপিক, উইকিমিডিয়া কমন্স, গুগল ফটো সহ বিভিন্ন নিজস্ব সূত্র থেকে]
[ জ্ঞান বা তথ্যের কোনও কপিরাইট হয় বলে আমরা মনে করি না। পৃথিবীর বুকে প্রকাশিত অগুনতি বই, লাইব্রেরিতে ঠাসা সমুদ্র সমান জ্ঞান, অন্তর্জালে ছড়িয়ে থাকা আকাশ সমান তথ্য থেকে দু-একটি তুলে এনে পাঠকদের সামনে রাখাই এই ব্লগসাইটের কাজ। তবে জ্ঞানত কোনও ভুল,বিকৃত বা অন্ধ ভাবনার তথ্য প্রকাশ করবে না ‘খোশখবর’।]
0 মন্তব্যসমূহ