একনজরে

10/recent/ticker-posts

Nobel Prize Literature 2025 লেখনীর মাধ্যমে শিল্পের শক্তিকে তুলে ধরে সাহিত্যে নোবেল পেলেন লাসলো ক্রাসনাহোরকাই


খোশখবর ডেস্কঃ ২০২৫ সালের সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হাঙ্গেরিয়ান লেখক লাসলো ক্রাসনাহোরকাই। অপোক্যালিপ্টিক বা সন্ত্রাসের সর্বনাশের মাঝেও শিল্পের শক্তিকে পুনরায় প্রতিষ্ঠা করতে তাঁর মনোমুগ্ধকর ও দূরদৃষ্টিসম্পন্ন রচনাসম্ভারের জন্য তাঁকে এই সম্মান দেওয়া হয়েছে বলে জানিয়েছে সুইডিশ একাডেমি। গত বছর এই পুরস্কার পান দক্ষিণ কোরিয়ার লেখিকা হান কাং। যাঁর লেখনী সম্পর্কে নোবেল কমিটির ব্যাখ্যা ছিল, “ইতিহাসের ক্ষত ও মানবজীবনের ভঙ্গুরতাকে সাহসের সঙ্গে সামনে আনেন তিনি।

এই সপ্তাহেই ইতিমধ্যে চিকিৎসাবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ও রসায়নে ২০২৫ সালের নোবেলজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে।এবছর সাহিত্যে নোবেল দিতে গিয়ে লাসলো ক্রাসনাহোরকাইকে প্রভাবশালী ও দূরদর্শী সাহিত্যকর্মের স্রষ্টা বলে বর্ণনা করা হয়েছে। কমিটির বিবৃতিতে লাসলো ক্রাসনাহোরকাইকে বর্ণনা করা হয়েছে মধ্য ইউরোপীয় ঐতিহ্যের একজন মহান মহাকাব্যিক লেখক হিসেবে। বলা হচ্ছে তাঁর সাহিত্যকর্ম কাফকা থেকে টমাস বার্নহার্ড পর্যন্ত বিস্তৃত ঐতিহ্যের ধারাবাহিকতায় অবস্থান করছে।
লাসলো ক্রাসনাহোরকাইয়ের জন্ম জন্ম ১৯৫৪ সালের ৫ জানুয়ারি।২০১৫ সালে ম্যান বুকার আন্তর্জাতিক পুরস্কার জিতেছিলেন এই হাঙ্গেরীয় ঔপন্যাসিক এবং চিত্রনাট্যকার। পোস্টমডার্ন হিসেবে চিহ্নিত এই লেখকের বিখ্যাত উপন্যাস স্যাটানটাঙ্গো (১৯৮৫) এবং দ্য মেলানকোলি অফ রেজিস্ট্যান্স (১৯৮৯)।

তথ্যঃ nobelprize.org ও ndtv.com

ছবিঃ এক্স 

পিন্টারেস্টে ‘খোশখবরের’ আশ্চর্য দুনিয়া।ক্লিক করুন এই লিঙ্কে


[ছবি সৌজন্যঃ খোশখবর সাইটে ব্যবহৃত ছবিগুলি নেওয়া হয়েছে পিক্সাবে, আনস্প্ল্যাস, ফ্রিপিক, উইকিমিডিয়া কমন্স, গুগল ফটো সহ বিভিন্ন নিজস্ব সূত্র থেকে]

[ জ্ঞান বা তথ্যের কোনও কপিরাইট হয় বলে আমরা মনে করি না। পৃথিবীর বুকে প্রকাশিত অগুনতি বই, লাইব্রেরিতে ঠাসা সমুদ্র সমান জ্ঞান, অন্তর্জালে ছড়িয়ে থাকা আকাশ সমান তথ্য থেকে দু-একটি তুলে এনে পাঠকদের সামনে রাখাই এই ব্লগসাইটের কাজ। তবে জ্ঞানত কোনও ভুল,বিকৃত বা অন্ধ ভাবনার তথ্য প্রকাশ করবে না ‘খোশখবর’।]  

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code