খোশখবর ডেস্কঃ মোটেই ভাল নেই মানুষ, নানা কারণে বিশ্বজুড়েই বাড়ছে মনের অসুখ। অথচ ভাল মানসিক স্বাস্থ্য আমাদের শরীর ও পরিবারের কল্যাণের জন্য অপরিহার্য। অথচ, রাষ্ট্রসঙ্ঘের হিসেব বিশ্বের প্রতি আট জনের একজন বর্তমানে মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছেন, যা তাদের শারীরিক স্বাস্থ্য, জীবনযাত্রা, সামাজিক সম্পর্ক এবং জীবিকার ওপর গভীর প্রভাব ফেলছে।
মানসিক স্বাস্থ্য প্রত্যেক মানুষের একটি মৌলিক অধিকার। প্রত্যেক ব্যক্তি—তারা যেই হোন না কেন, যেখানে থাকুন না কেন—সর্বোচ্চ মানের মানসিক স্বাস্থ্যের অধিকার রয়েছে। এর মধ্যে রয়েছে মানসিক স্বাস্থ্যের বিপদ থেকে সুরক্ষা পাওয়ার অধিকার, সহজলভ্য ও গ্রহণযোগ্য মানের চিকিৎসা সেবা পাওয়ার অধিকার, এবং সমাজে স্বাধীনভাবে ও মর্যাদার সঙ্গে বেঁচে থাকার অধিকার।
প্রতি বছর সারা বিশ্বে মানসিক স্বাস্থ্য সংক্রান্ত বিষয়গুলির প্রতি সচেতনতা বৃদ্ধি করা এবং মানসিক স্বাস্থ্যের পক্ষে উদ্যোগ ও চেষ্টাকে জোরদার করতে ফি বছর ১০ অক্টোবর পালিত হয় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস( World Mental Health Day)।
২০২৫ সালে বিভিন্ন দেশের উদ্যোগ বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালনে মানুষকে তাদের নিজস্ব ইতিবাচক গল্প শেয়ার করতে উৎসাহিত করা হবে, যাতে অন্যরা অনুপ্রেরণা পায় এবং বিশ্বজুড়ে মানসিক স্বাস্থ্য সচেতনতা বাড়ানো যায়। ২০২৪ সালের থিম ছিল কর্মক্ষেত্রে মানসিক স্বাস্থ্যের গুরুত্বকে বিশেষভাবে তুলে ধরা।মানসিক স্বাস্থ্যের মূল্যায়ন, প্রচার ও সুরক্ষা নিশ্চিত করতে সহযোগী সংস্থাগুলোর সঙ্গে কাজ চালিয়ে যাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)।
বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস হল সেই দিন যেদিন মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করা বিভিন্ন সংস্থা, প্রতিষ্ঠান ও ব্যক্তিদের জন্য একটি বিশেষ তৈরি হতে পারে। এদিন তারা তাদের কাজের অভিজ্ঞতা, অর্জন এবং ভবিষ্যতে কীভাবে মানসিক স্বাস্থ্যসেবাকে সবার কাছে পৌঁছে দেওয়া যায় তা নিয়ে আলোচনা করতে পারেন।
#WMHD, #10October, #MentalHealth,
#WorldMentalHealthDay
0 মন্তব্যসমূহ