একনজরে

10/recent/ticker-posts

Taylor Swift New Record টেলর ঝড়! মাত্র পাঁচ দিনেই ভেঙে গেল অ্যাডেলের ১০ বছরের রেকর্ড


খোশখবর ডেস্কঃ টেলর সুইফটের গানের ঝড়ে উড়ে যাচ্ছে সঙ্গীত দুনিয়ার একের পর এক বিশ্বরেকর্ড। লুমিনেটের তথ্য দিয়ে বিলবোর্ড জানিয়েছে টেলর সুইফটের নতুন অ্যালবাম “দ্য লাইফ অব আ শোগার্ল” মুক্তির মাত্র পাঁচ দিনের মধ্যে বিক্রি হয়ে গেছে ৩.৫ মিলিয়ন ইউনিট – যা এক নতুন রেকর্ড গড়েছে।

ফোর্বস ডট কম-এর তথ্য অনুযায়ী টেলরের আগের অ্যালবাম “দ্য টরচার্ড পোয়েটস ডিপার্টমেন্ট” প্রথম সপ্তাহে ২.৬ মিলিয়ন ইউনিট বিক্রি হয়েছিল।এই অ্যালবাম ছাড়িয়ে গেছে তাকেও। বিলবোর্ডের তথ্য জানাচ্ছে সুইফটের এই অ্যালবাম মাত্র পাঁচ দিনেই অ্যাডেলের ১০ বছর পুরোনো ‘২৫’-এর রেকর্ডও ভেঙে দিয়েছে, এবং এই সংখ্যা আরও বাড়বে বলে মনে করা হচ্ছে।

https://www.khoshkhobor.in/2024/10/swift-richest-female-musician.html

আরেকটি রেকর্ড ভাঙা এখন সময়ের অপেক্ষা। অ্যাডেলের এখনও প্রকৃত অ্যালবাম বিক্রি (স্ট্রিমিং বাদে) রেকর্ড ৩.৩৭৮ মিলিয়ন বিক্রি হয়েছে।সুইফটের অ্যালবাম সেই সংখ্যার থেকে মাত্র ১.৮ লক্ষ পিছিয়ে আছে। বিশেষজ্ঞরা বলছেন অচিরেই তা ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল।

তবে সুইফটের নতুন অ্যালবাম ঘিরে বিতর্কও কম হচ্ছে না।অভিযোগ, টেলর ইচ্ছে করেই অ্যালবামের নানা সংস্করণ প্রকাশ করে শিল্পের রেকর্ড ভাঙার চেষ্টা করেছেন। সমালোচকদের দাবি, সুইফটের এই কৌশল ‘অতিরিক্ত ভোগবাদ’কে উৎসাহিত করছেন।


“দ্য লাইফ অব আ শোগার্ল” টেলর সুইফটের ১২তম স্টুডিও অ্যালবাম।এই অ্যালবামে ১২টা গান আছে। অ্যালবামের প্রথম গান “দ্য ফেইট অব ওফেলিয়া” এখনও পর্যন্ত স্পটিফাইয়ে সবচেয়ে বেশি ৮৫.৩ মিলিয়ন বার শোনা গান হিসেবে রেকর্ড গড়েছে।

বিশ্বজুড়ে গান ও অ্যালবাম বিক্রিতে ঝড় তোলা টেলর সুইফট কত অর্থের মালকিন? ফোর্বসের হিসাবে টেলর সুইফট হলেন সেই প্রথম সঙ্গীতশিল্পী, যিনি মূলত গান ও পারফর্মেন্সের মাধ্যমে বিলিয়নেয়ার হয়েছেন।তার আনুমানিক মোট সম্পদের পরিমাণ ১.৬ বিলিয়ন ডলার। হিসেব মত বিশ্বের ২,৩৭৭তম ধনী হলেন সংগীতশিল্পী সুইফট।
 

পিন্টারেস্টে ‘খোশখবরের’ আশ্চর্য দুনিয়া।ক্লিক করুন এই লিঙ্কে


[ছবি সৌজন্যঃ খোশখবর সাইটে ব্যবহৃত ছবিগুলি নেওয়া হয়েছে পিক্সাবে, আনস্প্ল্যাস, ফ্রিপিক, উইকিমিডিয়া কমন্স, গুগল ফটো সহ বিভিন্ন নিজস্ব সূত্র থেকে]

[ জ্ঞান বা তথ্যের কোনও কপিরাইট হয় বলে আমরা মনে করি না। পৃথিবীর বুকে প্রকাশিত অগুনতি বই, লাইব্রেরিতে ঠাসা সমুদ্র সমান জ্ঞান, অন্তর্জালে ছড়িয়ে থাকা আকাশ সমান তথ্য থেকে দু-একটি তুলে এনে পাঠকদের সামনে রাখাই এই ব্লগসাইটের কাজ। তবে জ্ঞানত কোনও ভুল,বিকৃত বা অন্ধ ভাবনার তথ্য প্রকাশ করবে না ‘খোশখবর’।]  

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code