খোশখবর ডেস্কঃ নিয়ম অন্য কথা বললেও গোটা বিশ্বজুড়েই জল্পনা ছিল এ বছর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নোবেল শান্তি পুরস্কার পাবেন কি না তা নিয়ে। যদিও সেই জল্পনায় জল ঢেলে দিয়ে ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদোকে ২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কারে ভূষিত করেছে নোবেল কমিটি।ভেনেজুয়েলায় গণতান্ত্রিক অধিকার রক্ষায় ও স্বৈরশাসন থেকে শান্তিপূর্ণ পরিবর্তনের প্রচেষ্টার জন্য তাঁকে এই পুরস্কার দেওয়া হলেও তা সমর্থনের জন্য ট্রাম্পকেই নোবেল শান্তি পুরস্কার উৎসর্গ করেছেন মারিয়া।
মারিয়া কোরিনা মাচাদোর জন্ম ১৯৬৭ সালে ভেনেজুয়েলায়।১৯৯২ সালে তিনি কারাকাসে পথশিশুদের সহায়তার উদ্দেশ্যে Atenea Foundation নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করেন।ভেনেজুয়েলায় স্বাধীন ও সুষ্ঠু নির্বাচনী প্রচারে কাজ করতে ২০০২ সালে মাচাদো Sumate নামেও একটি সংগঠন প্রতিষ্ঠা করেন।তিনি রাষ্ট্রের প্রতিষ্ঠানিক অপব্যবহার, অর্থনৈতিক বিশৃঙ্খলা ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে সোচ্চার হন।২০১০ সালে তিনি রেকর্ডসংখ্যক ভোট পেয়ে জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন। সংসদ সদস্য হিসেবে তিনি প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সরকারের অন্যতম কঠোর সমালোচক ছিলেন।
BREAKING NEWS
— The Nobel Prize (@NobelPrize) October 10, 2025
The Norwegian Nobel Committee has decided to award the 2025 #NobelPeacePrize to Maria Corina Machado for her tireless work promoting democratic rights for the people of Venezuela and for her struggle to achieve a just and peaceful transition from dictatorship to… pic.twitter.com/Zgth8KNJk9
রাজনৈতিক দৃঢ়তার কারণে তিনি ভেনেজুয়েলায় ‘আয়রন লেডি’ নামেই পরিচিত। সম্প্রতি টাইম ম্যাগাজিন ২০২৫ সালের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকাতে অন্তর্ভুক্ত করে তাঁর নাম।The New York Post–এর প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট মাদুরোর সরকারের হুমকি ও নিপীড়নের কারণে গত ১৪ মাস ধরে মাচাদো আত্মগোপন করে রয়েছেন।
তথ্য বলছে ২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য মোট ৩৩৮ জন প্রার্থী (২৪৪ জন ব্যক্তি ও ৯৪টি প্রতিষ্ঠান) মনোনীত হয়েছিলেন। তাঁদের মধ্য থেকে মারিয়া কোরিনা মাচাদোকে বেছে নেওয়া হয়েছে। এই পুরস্কারের মূল্য ১১ মিলিয়ন সুইডিশ ক্রোনা আগামী ১০ ডিসেম্বর আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকীতে ওসলোতে প্রদান করা হবে।
তথ্যঃ nobelprize.org ও ndtv.com
পিন্টারেস্টে ‘খোশখবরের’ আশ্চর্য দুনিয়া।ক্লিক করুন এই লিঙ্কে
[ছবি সৌজন্যঃ খোশখবর সাইটে ব্যবহৃত ছবিগুলি নেওয়া হয়েছে পিক্সাবে, আনস্প্ল্যাস, ফ্রিপিক, উইকিমিডিয়া কমন্স, গুগল ফটো সহ বিভিন্ন নিজস্ব সূত্র থেকে]
[ জ্ঞান বা তথ্যের কোনও কপিরাইট হয় বলে আমরা মনে করি না। পৃথিবীর বুকে প্রকাশিত অগুনতি বই, লাইব্রেরিতে ঠাসা সমুদ্র সমান জ্ঞান, অন্তর্জালে ছড়িয়ে থাকা আকাশ সমান তথ্য থেকে দু-একটি তুলে এনে পাঠকদের সামনে রাখাই এই ব্লগসাইটের কাজ। তবে জ্ঞানত কোনও ভুল,বিকৃত বা অন্ধ ভাবনার তথ্য প্রকাশ করবে না ‘খোশখবর’।]
0 মন্তব্যসমূহ