একনজরে

10/recent/ticker-posts

World’s Best Consumer Bank বিশ্বের সেরা কনজিউমার ব্যাঙ্কের সম্মান পেল এসবিআই


খোশখবর ডেস্কঃ ব্যাঙ্কিং ক্ষেত্রে দারুণ পরিষেবা দিয়ে আন্তর্জাতিক সম্মান পেল ভারতের স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। গ্লোবাল ফাইন্যান্স -এর পক্ষ থেকে ২০২৫ সালের ওয়ার্ল্ড’স বেস্ট কনসিউমার ব্যাঙ্ক ২০২৫ ও বেস্ট ব্যাংক ইন ইন্ডিয়া ২০২৫-এর সম্মাননা দেওয়া হয়েছে।

কিন্তু কেন এমন দুটি মর্যাদাপূর্ণ পুরস্কার পেল এসবিআই? কারাই বা দিল? বিশ্বব্যাপী ব্যাঙ্কিং ক্ষেত্রে এই বিশাল স্বীকৃতি ভারতের বৃহত্তম ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়াকে দিয়েছে নিউইয়র্কের ‘গ্লোবাল ফাইন্যান্স’ ম্যাগাজিন ।দ্য ইকোনমিক টাইমস-এর রিপোর্ট অনুযায়ী ওয়ার্ল্ড ব্যাংক, আইএমএফ - এর বার্ষিক বৈঠক ২০২৫ চলাকালীন আয়োজিত গ্লোবাল ফাইন্যান্স অ্যাওয়ার্ড সেরেমনি-তে এই স্বীকৃতির কথা জানানো হয়েছে।

সংবাদমাধ্যমের কাছে এসবিআই-এর গ্রুপ চেয়ারম্যান চল্লা শ্রীনিবাসুলু শেট্টির তথ্য অনুযায়ী স্টেট ব্যাঙ্ক প্রতিদিন প্রায় ৬৫ হাজার নতুন গ্রাহক যুক্ত করছে এবং বর্তমানে ৫২০ মিলিয়ন গ্রাহককে পরিষেবা দিচ্ছে। এর জন্য ব্যাপক বিনিয়োগ করা হয়েছে প্রযুক্তি ও ডিজিটালাইজেশনে। ‘Digital First, Consumer First’ নীতির অধীনে এসবিআই-এর ফ্ল্যাগশিপ মোবাইল অ্যাপ ‘YONO’ বর্তমানে ১০ কোটি গ্রাহক ব্যবহার করেন।যদিও এর মধ্যে দৈনিক সক্রিয় ব্যবহারকারী প্রায় ১ কোটি।

এসবিআই-এর বর্তমানে গোটা ভারতে ২২,৯৮০টি শাখা, ৬২,২০০টি এটিএম/এডিডব্লিউএম, এবং ৭৬,৮০০-রও বেশি বিজনেস করেসপন্ডেন্ট (BC) আউটলেট রয়েছে।পাশাপাশি ইন্টারনেট ব্যাংকিং ব্যবহারকারী সংখ্যা ১৪.২ কোটি। এসবিআই-এর এই সম্মান শুধু ভারতের ব্যাঙ্কিং ইতিহাসে নয়, বিশ্বব্যাপী ডিজিটাল ব্যাঙ্ক পরিষেবা ক্ষেত্রেও উৎকর্ষের নতুন মানদণ্ড স্থাপন করেছে।

তথ্যঃ দ্য ইকোনমিক টাইমস

পিন্টারেস্টে ‘খোশখবরের’ আশ্চর্য দুনিয়া।ক্লিক করুন এই লিঙ্কে


[ছবি সৌজন্যঃ খোশখবর সাইটে ব্যবহৃত ছবিগুলি নেওয়া হয়েছে পিক্সাবে, আনস্প্ল্যাস, ফ্রিপিক, উইকিমিডিয়া কমন্স, গুগল ফটো সহ বিভিন্ন নিজস্ব সূত্র থেকে]

[ জ্ঞান বা তথ্যের কোনও কপিরাইট হয় বলে আমরা মনে করি না। পৃথিবীর বুকে প্রকাশিত অগুনতি বই, লাইব্রেরিতে ঠাসা সমুদ্র সমান জ্ঞান, অন্তর্জালে ছড়িয়ে থাকা আকাশ সমান তথ্য থেকে দু-একটি তুলে এনে পাঠকদের সামনে রাখাই এই ব্লগসাইটের কাজ। তবে জ্ঞানত কোনও ভুল,বিকৃত বা অন্ধ ভাবনার তথ্য প্রকাশ করবে না ‘খোশখবর’।] 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code