খোশখবর ডেস্কঃ সংখ্যাটা দেখে আপনার মাথা ঘুরে যেতেই পারে, এক ধাক্কায় অর্থের পরিমাণটা কল্পনাতে নাও আসতে পারে তবে এটাই হতে চলেছে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিটির বাৎসরিক বেতন।কারণ ইলন মাস্কের জন্য টেসলার ১ ট্রিলিয়ন ডলারের বেতন প্যাকেজ অনুমোদন করেছে শেয়ারহোল্ডাররা। এনডিটিভি তাদের খবরে জানিয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও রোবোটিক্স ক্ষেত্রে টেসলার অগ্রগতিকে অব্যাহত রাখতে মাস্কের দীর্ঘমেয়াদি নেতৃত্ব নিশ্চিত করতে কোম্পানির সিইওর জন্য এই বিশাল বেতন প্যাকেজ অনুমোদন করেছেন।
ইলন মাস্ক এত দামি কেন?
ফোর্বস(Forbes)-এর তথ্য অনুযায়ী, বিশ্বের ধনীতম ব্যক্তি ইলন মাস্ক বর্তমানে ৫০০ বিলিয়ন ডলারেরও বেশি সম্পদের মালিক।তাঁকে বর্তমান সময়ে অতি উচ্চ মেধাসম্পন্ন ব্যতিক্রমী ব্যক্তি হিসেবে মানা হয়।মাত্র বছর বয়সে কম্পিউটার গেম ‘ব্লাস্টার’ তৈরি করে ফেলেন। তৈরি করেছেন বেসরকারি মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেসএক্স, বৈদ্যুতিক গাড়ি কোম্পানি ‘টেসলা’, নিউরালিংক ইত্যাদি।বলা হয় তিনি একাই বদলে দিচ্ছেন বিশ্বের ভবিষ্যৎ প্রযুক্তির গতি-প্রকৃতি।
কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) বিপ্লবের যুগে মাস্কের নেতৃত্বকে কাজে লাগাতে তাঁকে ধরে রাখতে চাইছেন টেসলার টেসলার শেয়ারহোল্ডাররা। ২০১৮ সালে প্রায় ৫৫.৮ বিলিয়ন ডলারের একটি প্যাকেজ অনুমোদন করা হলেও, তা ডেলাওয়্যার আদালতে বারবার আটকে যায়। তবে অনেক টানাপোড়েনের পর ইলন মাস্কের জন্য বিশাল বেতন প্যাকেজের অনুমোদন মিলেছে।জানা যাচ্ছে অস্টিনে টেসলার কারখানায় অনুষ্ঠিত বার্ষিক সভায় ৭৫ শতাংশেরও বেশি শেয়ারহোল্ডার এই প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন।
এই বেতন প্যাকেজের উদ্দেশ্য কী?
এলন মাস্ক কমপক্ষে সাড়ে সাত বছর টেসলার সঙ্গে থাকবেন এটা নিশ্চিত করাই হল এই বিশাল প্যাকেজের উদ্দেশ্য।গত জুলাই মাসে ইলন মাস্ক টেসলার ভবিষ্যৎ সম্পর্কে আশাবাদ জানিয়ে বলেন, “যদি আমরা স্বচালিত গাড়ি ও কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে আমাদের পরিকল্পনা বাস্তবে পরিণত করতে পারি, তবে টেসলা হবে বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানি।”
তবে তিনি এটাও ইঙ্গিত দিয়েছিলেন যে যদি তার মালিকানার অংশ যথেষ্ট না বাড়ে, তবে তিনি টেসলা ছেড়ে যেতে পারেন বা কোম্পানিতে সক্রিয় ভূমিকা কম নিতে পারেন।আর তাতেই নড়েচড়ে বসে শেয়ারহোল্ডাররা।টেসলার চেয়ারপার্সন রবিন ডেনহলম শেয়ারহোল্ডারদের মাস্কের পক্ষে ভোট দিতে বলেন।তিনি জানান মাস্ককে ধরে রাখা টেসলার ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।কারণ মাস্ক কোম্পানি ছেড়ে গেলে শেয়ারের দাম পড়ে যেতে পারে।
তবে এর বিরোধিতা যে হয় নি তা নয়। টেসলা টেকডাউন নামের অ্যাক্টিভিস্ট গ্রুপ এর তীব্র সমালোচনা করে জানিয়েছে যে ইলন মাস্ক ব্যর্থতার জন্য এক ট্রিলিয়ন ডলার পেলেন।তাদের অভিযোগ টেসলার বিক্রি কমেছে, নিরাপত্তা ঝুঁকি বেড়েছে।পাশাপাশি তার রাজনীতি ক্রেতাদের দূরে সরিয়ে দিচ্ছে।
তথ্যঃএনডিটিভি
পিন্টারেস্টে ‘খোশখবরের’ আশ্চর্য দুনিয়া।ক্লিক করুন এই লিঙ্কে
[ছবি সৌজন্যঃ খোশখবর সাইটে ব্যবহৃত ছবিগুলি নেওয়া হয়েছে পিক্সাবে, আনস্প্ল্যাস, ফ্রিপিক, উইকিমিডিয়া কমন্স, গুগল ফটো সহ বিভিন্ন নিজস্ব সূত্র থেকে]
[ জ্ঞান বা তথ্যের কোনও কপিরাইট হয় বলে আমরা মনে করি না। পৃথিবীর বুকে প্রকাশিত অগুনতি বই, লাইব্রেরিতে ঠাসা সমুদ্র সমান জ্ঞান, অন্তর্জালে ছড়িয়ে থাকা আকাশ সমান তথ্য থেকে দু-একটি তুলে এনে পাঠকদের সামনে রাখাই এই ব্লগসাইটের কাজ। তবে জ্ঞানত কোনও ভুল,বিকৃত বা অন্ধ ভাবনার তথ্য প্রকাশ করবে না ‘খোশখবর’।]

0 মন্তব্যসমূহ