খোশখবর ডেস্কঃ ফের একটি সাফল্যের পালক জুড়ল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা বা ইসরোর মুকুটে।রবিবার 'বাহুবলী' রকেটের পিঠে চাপিয়ে দেশের সবচেয়ে ভারী যোগাযোগকারী উপগ্রহ সফলভাবে কক্ষপথে পাঠাল ইসরো।৪,৪১০ কেজি ওজনের CMS-03 নামের এই কমিউনিকেশন স্যাটেলাইটকে LVM3-M5 রকেটে করে উৎক্ষেপণ করা হয়।
এতদিন ভারী উপগ্রহ উৎক্ষেপণের জন্য ইসরো ফ্রান্স-ভিত্তিক এরিয়ানস্পেস-এর Ariane রকেট ও ফ্রেঞ্চ গায়ানার কুরু লঞ্চ বেসের পরিষেবা ব্যবহার করত।২০১৮র ৫ ডিসেম্বর, ইসরো সবচেয়ে ভারী যোগাযোগ উপগ্রহ, ৫,৮৫৪ কেজি ওজনের জিস্যাট-১১, ফ্রেঞ্চ গায়ানা থেকে একটি Ariane-5 VA-246 রকেটে করেই উৎক্ষেপণ করেছিল।
ইসরোর চেয়ারম্যান ভি নারায়ণন জানিয়েছেন লঞ্চ ভেহিকলটি যোগাযোগ উপগ্রহটিকে সফলভাবে জিওসিনক্রোনাস ট্রান্সফার অরবিট (GTO)-তে স্থাপন করেছে।ইসরো জানাচ্ছে, CMS-03 একটি মাল্টি-ব্যান্ড যোগাযোগ উপগ্রহ এবং এটি ভারত সহ একটি বিস্তৃত সমুদ্র অঞ্চলে পরিষেবা প্রদান করবে।ভি নারায়ণন LVM3 কে এর বহনক্ষমতার জন্য 'বাহুবলী' বলে বর্ণনা করেন।
এর আগে ইসরোর মর্যাদাপূর্ণ চন্দ্রযান-৩ নিয়ে গর্ব করেছিল দেশ।‘ভারী উপগ্রহ’ নিয়ে সফল হওয়ার পর রবিবার ইসরো আরও একটি সাফল্য অর্জন করেছে। বলা হচ্ছে LVM3-এর সবকটি (আটটি) উৎক্ষেপণই (পরীক্ষামূলক মিশন সহ) সফল হয়েছে, যার সাফল্যের হার ১০০% দেখাচ্ছে।
পিন্টারেস্টে ‘খোশখবরের’ আশ্চর্য দুনিয়া।ক্লিক করুন এই লিঙ্কে
[ছবি সৌজন্যঃ খোশখবর সাইটে ব্যবহৃত ছবিগুলি নেওয়া হয়েছে পিক্সাবে, আনস্প্ল্যাস, ফ্রিপিক, উইকিমিডিয়া কমন্স, গুগল ফটো সহ বিভিন্ন নিজস্ব সূত্র থেকে]
[ জ্ঞান বা তথ্যের কোনও কপিরাইট হয় বলে আমরা মনে করি না। পৃথিবীর বুকে প্রকাশিত অগুনতি বই, লাইব্রেরিতে ঠাসা সমুদ্র সমান জ্ঞান, অন্তর্জালে ছড়িয়ে থাকা আকাশ সমান তথ্য থেকে দু-একটি তুলে এনে পাঠকদের সামনে রাখাই এই ব্লগসাইটের কাজ। তবে জ্ঞানত কোনও ভুল,বিকৃত বা অন্ধ ভাবনার তথ্য প্রকাশ করবে না ‘খোশখবর’।]

0 মন্তব্যসমূহ