একনজরে

10/recent/ticker-posts

India's 'Heaviest' Satellite প্রায় সারে ৪ হাজার কেজি! ভারতের সবচেয়ে ভারি স্যাটেলাইট মহাকাশে পাঠাল ইসরো


খোশখবর ডেস্কঃ ফের একটি সাফল্যের পালক জুড়ল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা বা ইসরোর মুকুটে।রবিবার 'বাহুবলী' রকেটের পিঠে চাপিয়ে দেশের সবচেয়ে ভারী যোগাযোগকারী উপগ্রহ সফলভাবে কক্ষপথে পাঠাল ইসরো।৪,৪১০ কেজি ওজনের CMS-03 নামের এই কমিউনিকেশন স্যাটেলাইটকে LVM3-M5 রকেটে করে উৎক্ষেপণ করা হয়।

এতদিন ভারী উপগ্রহ উৎক্ষেপণের জন্য ইসরো ফ্রান্স-ভিত্তিক এরিয়ানস্পেস-এর Ariane রকেট ও ফ্রেঞ্চ গায়ানার কুরু লঞ্চ বেসের পরিষেবা ব্যবহার করত।২০১৮র ৫ ডিসেম্বর, ইসরো সবচেয়ে ভারী যোগাযোগ উপগ্রহ, ৫,৮৫৪ কেজি ওজনের জিস্যাট-১১, ফ্রেঞ্চ গায়ানা থেকে একটি Ariane-5 VA-246 রকেটে করেই উৎক্ষেপণ করেছিল।

ইসরোর চেয়ারম্যান ভি নারায়ণন জানিয়েছেন লঞ্চ ভেহিকলটি যোগাযোগ উপগ্রহটিকে সফলভাবে জিওসিনক্রোনাস ট্রান্সফার অরবিট (GTO)-তে স্থাপন করেছে।ইসরো জানাচ্ছে, CMS-03 একটি মাল্টি-ব্যান্ড যোগাযোগ উপগ্রহ এবং এটি ভারত সহ একটি বিস্তৃত সমুদ্র অঞ্চলে পরিষেবা প্রদান করবে।ভি নারায়ণন LVM3 কে এর বহনক্ষমতার জন্য 'বাহুবলী' বলে বর্ণনা করেন।

এর আগে ইসরোর মর্যাদাপূর্ণ চন্দ্রযান-৩ নিয়ে গর্ব করেছিল দেশ।‘ভারী উপগ্রহ’ নিয়ে সফল হওয়ার পর রবিবার ইসরো আরও একটি  সাফল্য অর্জন করেছে। বলা হচ্ছে LVM3-এর সবকটি (আটটি) উৎক্ষেপণই (পরীক্ষামূলক মিশন সহ) সফল হয়েছে, যার সাফল্যের হার ১০০% দেখাচ্ছে।

পিন্টারেস্টে ‘খোশখবরের’ আশ্চর্য দুনিয়া।ক্লিক করুন এই লিঙ্কে


[ছবি সৌজন্যঃ খোশখবর সাইটে ব্যবহৃত ছবিগুলি নেওয়া হয়েছে পিক্সাবে, আনস্প্ল্যাস, ফ্রিপিক, উইকিমিডিয়া কমন্স, গুগল ফটো সহ বিভিন্ন নিজস্ব সূত্র থেকে]

[ জ্ঞান বা তথ্যের কোনও কপিরাইট হয় বলে আমরা মনে করি না। পৃথিবীর বুকে প্রকাশিত অগুনতি বই, লাইব্রেরিতে ঠাসা সমুদ্র সমান জ্ঞান, অন্তর্জালে ছড়িয়ে থাকা আকাশ সমান তথ্য থেকে দু-একটি তুলে এনে পাঠকদের সামনে রাখাই এই ব্লগসাইটের কাজ। তবে জ্ঞানত কোনও ভুল,বিকৃত বা অন্ধ ভাবনার তথ্য প্রকাশ করবে না ‘খোশখবর’।] 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code