এখানে থাকছে ৪০টিরও বেশি প্রিমিয়াম সুবিধা। থাকবে স্কাই পুল, এয়ার ট্যাক্সির জন্য হেলিপ্যাড,ভ্যালেট সার্ভিস, বিজনেস লাউঞ্জ। ক্ষুদ্রতম বাণিজ্যিক ইউনিটের মূল্য হবে ৪ কোটি টাকা। ২০% ডাউন পেমেন্ট আর ১% পেমেন্ট প্ল্যানে কেনা যাবে প্রপার্টি। রিজওয়ান সাজান জানান, ক্রেতাদের ২০% ডাউন পেমেন্ট দিতে হবে এবং পরবর্তী ৬ বছর প্রতি মাসে মূল্যের ১% করে পরিশোধ করতে হবে।
টাওয়ারটি বুর্জ খলিফা, দুবাই এয়ারপোর্ট এবং গোল্ড সুকের মতো গুরুত্বপূর্ণ স্থানের কাছাকাছি। বলা হচ্ছে দুবাইয়ে এমন উদ্যোগ এর আগে কখনো হয়নি। শাহরুখ খানের সঙ্গে চুক্তি অনুযায়ী টাওয়ারটি আজীবন তার নামেই থাকবে। রিজওয়ান সাজান জানিয়েছেন ‘Shahrukhz’ প্রকল্পটি কিং খানের জীবনযাত্রা ও সাফল্য থেকে অনুপ্রাণিত। দুবাইয়ের মতো শহরে তাঁর নামে হওয়া এমন ল্যান্ডমার্ক প্রকল্পকে গর্বের এবং হৃদয় ছুঁয়ে যাওয়া অভিজ্ঞতা বলে জানিয়েছেন শাহরুখ খান।
পিন্টারেস্টে ‘খোশখবরের’ আশ্চর্য দুনিয়া।ক্লিক করুন এই লিঙ্কে
[ছবি সৌজন্যঃ খোশখবর সাইটে ব্যবহৃত ছবিগুলি নেওয়া হয়েছে পিক্সাবে, আনস্প্ল্যাস, ফ্রিপিক, উইকিমিডিয়া কমন্স, গুগল ফটো সহ বিভিন্ন নিজস্ব সূত্র থেকে]
[ জ্ঞান বা তথ্যের কোনও কপিরাইট হয় বলে আমরা মনে করি না। পৃথিবীর বুকে প্রকাশিত অগুনতি বই, লাইব্রেরিতে ঠাসা সমুদ্র সমান জ্ঞান, অন্তর্জালে ছড়িয়ে থাকা আকাশ সমান তথ্য থেকে দু-একটি তুলে এনে পাঠকদের সামনে রাখাই এই ব্লগসাইটের কাজ। তবে জ্ঞানত কোনও ভুল,বিকৃত বা অন্ধ ভাবনার তথ্য প্রকাশ করবে না ‘খোশখবর’।]
.jpeg)
0 মন্তব্যসমূহ