খোশখবর ডেস্কঃ ১৯৪৩ সালে তৈরি হওয়া পাটেক ফিলিপ হাত ঘড়ি নিলামে বিক্রি হয়ে গেল রেকর্ড দামে যা তার ন’ বছর আগের তৈরি হওয়া ১১ মিলিয়ন ফ্রাঁর রেকর্ডকে ভেঙে দিয়েছে। এবার নিলাম সংস্থা ফিলিপস জানিয়েছে, ২০১৬ সালের সেই ঘড়িটি এবার আরও বেশি মূল্যে ১৪,১৯০,০০০ সুইস ফ্রাঁ (প্রায় ১৭.৬ মিলিয়ন মার্কিন ডলার)-এ বিক্রি হয়েছে। এনডিটিভি তাদের প্রকাশিত সংবাদে এই তথ্য দিয়েছে। ভারতীয় মুদ্রায় এর দাম পড়ছে প্রায় ১৫৬ কোটি টাকারও বেশি।
এই ঘড়ির কেন এত দাম?
সোনা দিয়ে তো নয়ই,এক অর্থে স্টেনলেস স্টিল দিয়ে তৈরি সাদামাটা এই পাটেক ফিলিপ হাত ঘড়ির এত দাম কেন? এই ঘড়িটি হলো পাটেক ফিলিপ্পে পারপেটূয়াল ক্যালেন্ডার চরনোগ্রাফ রেফারেন্স ১৫১৮ (Patek Philippe Perpetual Calendar Chronograph Reference 1518) যা ১৯৪৩ সালে তৈরি হয়েছিল। খবরের তথ্য অনুযায়ী পাটেক ফিলিপ প্রায় ২৮০টি রেফারেন্স ১৫১৮ ঘড়ি তৈরি করেছিল, যার বেশিরভাগই ছিল হলুদ সোনায় তৈরি। প্রায় এক-পঞ্চমাংশ ছিল গোলাপি সোনায় বানানো। সেসময় মাত্র চারটি স্টেইনলেস স্টিলের ঘড়ি তৈরি হয়েছিল। সদ্য নিলামে বিক্রি হওয়া হাত ঘড়িটি তারই মধ্যে প্রথম। বলা হচ্ছে বিরল বলেই এই হাত ঘড়ি সোনার সংস্করণের চেয়ে দামী হয়ে উঠেছে।
এ যেন এক আশ্চর্য সংগ্রহ!
নিলাম সংস্থা ফিলিপস জানিয়েছে ১৯৪১ সালে বাজারে আসা এই হাত ঘড়ি মডেল ছিল বিশ্বের প্রথম পারপেচুয়াল ক্যালেন্ডার ক্রোনোগ্রাফ সিরিজ। জেনেভার হোটেল প্রেসিডেন্টে এই নিলাম ডাকের পর স্থায়ী হয়েছিল মাত্র সাড়ে নয় মিনিট। এই নিলামে বহু বিখ্যাত সংগ্রাহক, ডিলার ও ঘড়ি নির্মাতা উপস্থিত ছিলেন। এই ঘড়ির সঙ্গে ইতিহাস, শ্রেষ্ঠ নকশা, যান্ত্রিক উদ্ভাবন ইত্যাদি জুড়ে থাকায় নিলামকারীরা একে বর্ণনা করেছেন ‘প্রায় পৌরাণিক মর্যাদার এক টাইমপিস’ হিসেবে।
তথ্যঃ এনডিটিভি ডট কম / ছবিঃ এক্স
পিন্টারেস্টে ‘খোশখবরের’ আশ্চর্য দুনিয়া।ক্লিক করুন এই লিঙ্কে
[ছবি সৌজন্যঃ খোশখবর সাইটে ব্যবহৃত ছবিগুলি নেওয়া হয়েছে পিক্সাবে, আনস্প্ল্যাস, ফ্রিপিক, উইকিমিডিয়া কমন্স, গুগল ফটো সহ বিভিন্ন নিজস্ব সূত্র থেকে]
[ জ্ঞান বা তথ্যের কোনও কপিরাইট হয় বলে আমরা মনে করি না। পৃথিবীর বুকে প্রকাশিত অগুনতি বই, লাইব্রেরিতে ঠাসা সমুদ্র সমান জ্ঞান, অন্তর্জালে ছড়িয়ে থাকা আকাশ সমান তথ্য থেকে দু-একটি তুলে এনে পাঠকদের সামনে রাখাই এই ব্লগসাইটের কাজ। তবে জ্ঞানত কোনও ভুল,বিকৃত বা অন্ধ ভাবনার তথ্য প্রকাশ করবে না ‘খোশখবর’।]

0 মন্তব্যসমূহ