একনজরে

10/recent/ticker-posts

ISRO LVM3 ৬০০০ কেজির কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠিয়ে ইতিহাস গড়ল ইসরোর ‘বাহুবলী’


খোশখবর ডেস্কঃ দেশের রকেট দিয়ে দেশের মাটি থেকেই এযাবৎকালের সবচেয়ে ভারী উপগ্রহ উৎক্ষেপণ করে নজির গড়ল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। ২৪ ডিসেম্বর বুধবার অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে সফল ভাবে উৎক্ষেপণ করা হয়েছে মার্কিন যোগাযোগ স্যাটেলাইট ব্লু বার্ড ৬। আর এই কাজ সফলভাবে করেছে ভারতের ‘বাহুবলী’ রকেট- যার আসল নাম লঞ্চ ভেহিকল মার্ক–৩ বা এলভিএম৩-এম৬।

এই রকেটে করে বহন করে নিয়ে যাওয়া হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সংস্থা এ এস টি স্পেস মোবাইলের জন্য ব্লু বার্ড ৬ যোগাযোগ উপগ্রহ। প্রায় ৬০০০ কেজি ভারী কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠিয়ে ইতিহাস গড়ল ভারতের এলভিএম৩ রকেট।

বিচিত্র খবরের দুনিয়া, 'খোশখবর'  ইউটিউব চ্যানেল 

এনডিটিভি তাদের রিপোর্টে জানিয়েছে লঞ্চ ভেহিকল নির্ভুলভাবে যোগাযোগ উপগ্রহটিকে নির্ধারিত কক্ষপথে স্থাপন করেছে। রিপোর্ট অনুযায়ী এটা এলভিএম৩-র নবম সফল মিশন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের গ্রাহকের জন্য এলভিএম৩-এর প্রথম পূর্ণাঙ্গ বাণিজ্যিক উৎক্ষেপণ । পাশাপাশি শ্রীহরিকোটা থেকে ইসরোর ১০৪তম উৎক্ষেপণ । এখনও পর্যন্ত ভারত ৩৪টি দেশের জন্য ৪৩৪টি উপগ্রহ সফলভাবে উৎক্ষেপণ করেছে।


বুধবারে সাফল্যের খতিয়ানে সবচেয়ে নজর কেড়েছে ‘বাহুবলী’ রকেট। এই রকেটটির মোট ওজন প্রায় ৬৪০ টন। উচ্চতা ৪৩.৫ মিটার। এটি জিওসিঙ্ক্রোনাস ট্রান্সফার অরবিটে (GTO) সর্বোচ্চ ৪,২০০ কেজি পেলোড বহনে সক্ষম।

নবম অভিযানে সাফল্য তো আছেই, তার আগের ৮টি মিশনেই ১০০% সফল ইসরোর ‘বাহুবলী’।এই সব অভিযানের মধ্যে রয়েছে চন্দ্রযান–২, চন্দ্রযান–৩ এবং ৭২টি উপগ্রহ বহনকারী দুটি ওয়ান ওয়েব মিশন।

গুগলে আরও 'খোশখবর'


সব মিলিয়ে এলভিএম৩ আজ শুধু ভারতের নয়, বরং বিশ্ব মহাকাশ উৎক্ষেপণ ক্ষেত্রের অন্যতম নির্ভরযোগ্য ও শক্তিশালী রকেট হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। এমন রকেটের প্রশংসা করেছেন ইসরো চেয়ারম্যান ড. ভি নারায়ণন। এদিনের “সফল উৎক্ষেপণ ভারতের মহাকাশ অভিযানে একটি গর্বের মাইলফলক”- জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
 

পিন্টারেস্টে ‘খোশখবরের’ আশ্চর্য দুনিয়া।ক্লিক করুন এই লিঙ্কে


[ছবি সৌজন্যঃ খোশখবর সাইটে ব্যবহৃত ছবিগুলি নেওয়া হয়েছে পিক্সাবে, আনস্প্ল্যাস, ফ্রিপিক, উইকিমিডিয়া কমন্স, গুগল ফটো সহ বিভিন্ন নিজস্ব সূত্র থেকে]

[ জ্ঞান বা তথ্যের কোনও কপিরাইট হয় বলে আমরা মনে করি না। পৃথিবীর বুকে প্রকাশিত অগুনতি বই, লাইব্রেরিতে ঠাসা সমুদ্র সমান জ্ঞান, অন্তর্জালে ছড়িয়ে থাকা আকাশ সমান তথ্য থেকে দু-একটি তুলে এনে পাঠকদের সামনে রাখাই এই ব্লগসাইটের কাজ। তবে জ্ঞানত কোনও ভুল,বিকৃত বা অন্ধ ভাবনার তথ্য প্রকাশ করবে না ‘খোশখবর’।] 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code