খোশখবর ডেস্কঃ দেশীয় রকেট দিয়ে গত ২৪ ডিসেম্বর দেশের মাটি থেকেই এযাবৎকালের সবচেয়ে ভারী উপগ্রহ উৎক্ষেপণ করে নজির গড়েছে ইসরো। অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে সফল ভাবে উৎক্ষেপণ করা হয়েছে মার্কিন যোগাযোগ স্যাটেলাইট ব্লু বার্ড ৬। আর এই কাজ সফলভাবে করেছে ভারতের ‘বাহুবলী’ রকেট- যার আসল নাম লঞ্চ ভেহিকল মার্ক–৩ বা এলভিএম৩-এম৬।
চন্দ্রযান, আদিত্য L-1, বাহুবলীর মতো সফল মিশনের পর এবার একগুচ্ছ মিশন হাতে আছে ভারতের মহাকাশ সংস্থা ইসরোর। পি আই বির তথ্য অনুযায়ী হিসেব মত ২০২৫ ডিসেম্বর থেকে ২০২৬ সালের মার্চ মাসের মধ্যে ইসরো মোট সাতটি গুরুত্বপূর্ণ মহাকাশ মিশনের সূচি নির্ধারণ করেছে।
গুগলে আরও 'খোশখবর'
এই মিশনগুলোর সঙ্গে যুক্ত আছে মহাকাশ ক্ষেত্রের বাণিজ্যিক দিকগুলি পরিচালনা করা ইসরোর বাণিজ্যিক শাখা নিউ স্পেস ইন্ডিয়া লিমিটেড। এই মিশনগুলির উদ্দেশ্য, প্রযুক্তিগত অগ্রগতি এবং বাণিজ্যিক সম্ভাবনা মিলিয়ে ভারতের মহাকাশ কর্মসূচিকে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়া।
বাহুবলীর পর আছে PSLV C62 / EOS N1 অভিযান। এটি একটি কৌশলগত ব্যবহারকারীর জন্য পৃথিবী পর্যবেক্ষণ উপগ্রহ উৎক্ষেপণ। এর সঙ্গে থাকবে ভারতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার মোট ১৮টি সহযাত্রী স্যাটেলাইট।
এরপরেই হবে HLVM3 G1 / OM1 বা গগনযান অভিযান। গগনযান কর্মসূচির প্রথম মানববিহীন মিশন।
চার নম্বর অভিযান GSLV F17 / EOS-05। এটি একটি কৌশলগত ব্যবহারকারীর জন্য পৃথিবী পর্যবেক্ষণ উপগ্রহ উৎক্ষেপণ।
তারপরে আছে PSLV C63 / TDS-01 যা হবে উচ্চ ক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক প্রপালশন সিস্টেম যাচাই বা টেকনোলজি ডেমোনোস্ট্রেশন স্যাটেলাইট।
ছয় নম্বর অভিযান PSLV N1 / EOS-10। এটি হবে NSIL ও ভারতীয় শিল্প কনসোর্টিয়ামের মাধ্যমে নির্মিত প্রথম PSLV। এতে থাকবে সমুদ্রবিজ্ঞান গবেষণার জন্য যৌথ স্যাটেলাইট।
সপ্তম অভিযান হবে SSLV L1 / NSIL। যা নিউ স্পেস ইন্ডিয়া লিমিটেড-এর পরিচালনায় একটি সম্পূর্ণ বাণিজ্যিক উৎক্ষেপণ মিশন।
পিন্টারেস্টে ‘খোশখবরের’ আশ্চর্য দুনিয়া।ক্লিক করুন এই লিঙ্কে
[ছবি সৌজন্যঃ খোশখবর সাইটে ব্যবহৃত ছবিগুলি নেওয়া হয়েছে পিক্সাবে, আনস্প্ল্যাস, ফ্রিপিক, উইকিমিডিয়া কমন্স, গুগল ফটো সহ বিভিন্ন নিজস্ব সূত্র থেকে]
[ জ্ঞান বা তথ্যের কোনও কপিরাইট হয় বলে আমরা মনে করি না। পৃথিবীর বুকে প্রকাশিত অগুনতি বই, লাইব্রেরিতে ঠাসা সমুদ্র সমান জ্ঞান, অন্তর্জালে ছড়িয়ে থাকা আকাশ সমান তথ্য থেকে দু-একটি তুলে এনে পাঠকদের সামনে রাখাই এই ব্লগসাইটের কাজ। তবে জ্ঞানত কোনও ভুল,বিকৃত বা অন্ধ ভাবনার তথ্য প্রকাশ করবে না ‘খোশখবর’।]

0 মন্তব্যসমূহ